ETV Bharat / state

kakdwip: ‘লক্ষ্যভেদ’ কাকদ্বীপের সুপার স্পেশ্যালিটি হাসপাাতলের, কেন্দ্রীয় সরকারের সেরার শিরোপা - কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল

স্বাস্থ্য মন্ত্রকের ‘লক্ষ্য’ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল বহু সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ৷ তার মধ্যে সুন্দরবনের প্রত্যন্ত কাকদ্বীপের সুপার স্পেশ্যালিটি হাসপাতাল শ্রেষ্ঠত্বের শিরোপা পেল ৷

কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল
কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল
author img

By

Published : Aug 24, 2021, 2:12 PM IST

কাকদ্বীপ, 24 অগস্ট : শ্রেষ্ঠ হাসপাতালের শিরোপা পেল কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পক্ষ থেকে ‘লক্ষ্য’ (LaQshya) প্রোগ্ৰামে এই স্বীকৃতি পেল দক্ষিণ 24 পরগনার হাসপাতালটি ।

চলতি বছরে কেন্দ্রীয় সরকারের আয়োজিত ‘লক্ষ্য’-তে রাজ্যের বিভিন্ন সুপার স্পেশ্যালিটি হাসাপাতালগুলি অংশগ্রহণ করেছিল । পশ্চিমবঙ্গে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল প্রথম স্থান অধিকার করে । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার তরফ থেকে সার্টিফিকেট ও মেমেন্টো প্রদান করা হয় হাসপাতালের কর্তৃপক্ষকে । এছাড়া হাসপাতালের সব নার্স ও চিকিৎসকদের একটি করে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয় । এই সভায় পুরস্কৃত করা হয় চক্ষু বিভাগের ডাঃ গৌতম কান্তি, ডাঃ অরিন্দম ঘোষ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিকেদর পাটারি, ডাঃ বিপুলকুমার মাইতি-সহ আরও চিকিৎসক ও নার্সদের ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ‘লক্ষ্য’ প্রোগ্রামটি মা ও শিশুর রক্ষণাবেক্ষণকে কেন্দ্র করে তৈরি ৷ একজন সন্তানসম্ভবা মহিলার হাসপাতালে এসে শিশুর জন্ম দেওয়া, সদ্যোজাত শিশুর সুরক্ষা, যত্ন নেওয়া এবং সেই শিশু ও মায়ের সুস্থ ভাবে বাড়ি ফেরা ৷ এই প্রক্রিয়ার মধ্যে অনেকগুলি ধাপ রয়েছে ৷ সেগুলিকে একত্রে বলা হয় ‘লক্ষ্য’ (LaQshya) ৷

আরও পড়ুন : South 24 Pargana : তৃতীয় ঢেউয়ের আগেই দক্ষিণ 24 পরগনায় বাড়ল কনটেনমেন্ট জোন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কয়েকটি প্যারামিটার তৈরি করে দেয়, যাতে নিরাপদে জন্ম নেওয়ার পর শিশু সুস্থ সবল ভাবে বাড়ি পৌঁছাতে পারে । এই প্যারামিটারগুলিতে পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালভাবে নিজেদের প্রমাণ করেছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই সুপার স্পেশ্যালিটি হাসপাতাল । সম্মান পাওয়ার পর আনন্দে আপ্লুত কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত নার্স ও চিকিৎসকেরা ।

এ প্রসঙ্গে হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দু রায় বলেন, "চলতি বছরে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছিলাম । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে আমরা আবেদন করি ৷ রাজ্যের বহু সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল ৷ আমাদের অভিজ্ঞ ডাক্তার ও নার্সরা বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয় ৷ এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল আমাদের হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করতে আসে ৷ পাশাপাশি তারা রোগী ও রোগীর আত্মীয়দের সঙ্গে কথাবার্তা বলে এবং হাসপাতালের সমস্ত রকম ব্যবস্থাপনা দেখে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছে । সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের অক্লান্ত পরিশ্রমে এই সেরার স্বীকৃতি আমরা পেলাম । আমরা আনন্দিত ৷ আশা করি, আগামী দিনে এইরকম ভাবে রোগীদের পাশে থাকতে পারব আমরা ।"

কাকদ্বীপ, 24 অগস্ট : শ্রেষ্ঠ হাসপাতালের শিরোপা পেল কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পক্ষ থেকে ‘লক্ষ্য’ (LaQshya) প্রোগ্ৰামে এই স্বীকৃতি পেল দক্ষিণ 24 পরগনার হাসপাতালটি ।

চলতি বছরে কেন্দ্রীয় সরকারের আয়োজিত ‘লক্ষ্য’-তে রাজ্যের বিভিন্ন সুপার স্পেশ্যালিটি হাসাপাতালগুলি অংশগ্রহণ করেছিল । পশ্চিমবঙ্গে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল প্রথম স্থান অধিকার করে । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার তরফ থেকে সার্টিফিকেট ও মেমেন্টো প্রদান করা হয় হাসপাতালের কর্তৃপক্ষকে । এছাড়া হাসপাতালের সব নার্স ও চিকিৎসকদের একটি করে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয় । এই সভায় পুরস্কৃত করা হয় চক্ষু বিভাগের ডাঃ গৌতম কান্তি, ডাঃ অরিন্দম ঘোষ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিকেদর পাটারি, ডাঃ বিপুলকুমার মাইতি-সহ আরও চিকিৎসক ও নার্সদের ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ‘লক্ষ্য’ প্রোগ্রামটি মা ও শিশুর রক্ষণাবেক্ষণকে কেন্দ্র করে তৈরি ৷ একজন সন্তানসম্ভবা মহিলার হাসপাতালে এসে শিশুর জন্ম দেওয়া, সদ্যোজাত শিশুর সুরক্ষা, যত্ন নেওয়া এবং সেই শিশু ও মায়ের সুস্থ ভাবে বাড়ি ফেরা ৷ এই প্রক্রিয়ার মধ্যে অনেকগুলি ধাপ রয়েছে ৷ সেগুলিকে একত্রে বলা হয় ‘লক্ষ্য’ (LaQshya) ৷

আরও পড়ুন : South 24 Pargana : তৃতীয় ঢেউয়ের আগেই দক্ষিণ 24 পরগনায় বাড়ল কনটেনমেন্ট জোন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কয়েকটি প্যারামিটার তৈরি করে দেয়, যাতে নিরাপদে জন্ম নেওয়ার পর শিশু সুস্থ সবল ভাবে বাড়ি পৌঁছাতে পারে । এই প্যারামিটারগুলিতে পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালভাবে নিজেদের প্রমাণ করেছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই সুপার স্পেশ্যালিটি হাসপাতাল । সম্মান পাওয়ার পর আনন্দে আপ্লুত কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত নার্স ও চিকিৎসকেরা ।

এ প্রসঙ্গে হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দু রায় বলেন, "চলতি বছরে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছিলাম । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে আমরা আবেদন করি ৷ রাজ্যের বহু সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল ৷ আমাদের অভিজ্ঞ ডাক্তার ও নার্সরা বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয় ৷ এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল আমাদের হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করতে আসে ৷ পাশাপাশি তারা রোগী ও রোগীর আত্মীয়দের সঙ্গে কথাবার্তা বলে এবং হাসপাতালের সমস্ত রকম ব্যবস্থাপনা দেখে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছে । সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের অক্লান্ত পরিশ্রমে এই সেরার স্বীকৃতি আমরা পেলাম । আমরা আনন্দিত ৷ আশা করি, আগামী দিনে এইরকম ভাবে রোগীদের পাশে থাকতে পারব আমরা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.