ETV Bharat / state

Durga Puja 2022: কলকাতার পাশাপাশি দর্শনার্থীদের ভিড় কাকদ্বীপের পুজো মণ্ডপগুলিতেও - দর্শনার্থীদের ভিড় কাকদ্বীপের পুজো মণ্ডপগুলিতেও

আজ মহাষষ্ঠী ৷ পুজোর আমেজ নিতে শহর থেকে জেলা, পিছিয়ে নেই কেউই ৷ থিম ও প্রতিমায় চমক এনে দর্শনার্থীদের টানতে আগ্রহী সকলে (Durga Puja 2022) ৷

Kakdwip Durga Puja theme 2022
Kakdwip Durga Puja theme 2022
author img

By

Published : Oct 1, 2022, 4:49 PM IST

কাকদ্বীপ, 1 অক্টোবর: চারিদিকে ঢাকের আওয়াজ, বাতাসে মেঘের ভেলা ৷ পুজোর আমেজ যেন সর্বত্র ৷ পায়ে পায়ে দর্শনার্থীরা মণ্ডপমুখী হচ্ছে ৷ কলকাতা থেকে জেলার মণ্ডপে উপচে পড়া ভিড় ৷

কলকাতা মহানগরীকে টেক্কা দিতে এবার প্রস্তুত দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত এলাকার কাকদ্বীপ অঞ্চল । কলকাতার পাশাপাশি জন জোয়ারে ভাসছে কাকদ্বীপও । সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকার অন্যতম এলাকা হল কাকদ্বীপ ।

Kakdwip Durga Puja theme 2022
বিধান সংঘের প্রতিমা

শহরতলীর পুজোকে টেক্কা দিতে এবার কাকদ্বীপের অমৃতায়ন সংঘের ভাবনা খেরওয়াল উপজাতির জীবনযাত্রা (Puja Pandal) । কাকদ্বীপের অমৃতায়ন সংঘ এ বছর 36তম বর্ষে পদার্পণ করেছে । পঞ্চমীর সন্ধ্যা থেকে জনজোয়ারে ভাসছে এই পুজোগুলি । মণ্ডপে ফুটে উঠছে খেরওয়াল উপজাতির জীবনযাত্রা নানান চিত্র । ক্লাবের সদস্য জানান, করোনা মহামারীদের দু'বছর তেমনভাবে দর্শনার্থী আসেনি কাকদ্বীপে ৷ এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই উপচে পড়বে ভিড় । এমনটাই আশা করছে তারা (Kakdwip Durga Puja theme 2022) ।

জন জোয়ারে ভাসছে কাকদ্বীপও

আরও পড়ুন: কলকাতার হেরিটেজ দুর্গাপুজো দেখতে শহরে ফরাসি ইঞ্জিনিয়াররা

অন্যদিকে কাকদ্বীপের অন্যতম সেরার লড়াইয়ে পিছিয়ে নেই সুভাষ নগরের বিধান সংঘ । এ বছরে তাদের ভাবনা রূপসী বাংলা । 26তম বর্ষে পদার্পণ করেছে এবারের পুজো । বাজেট আনুমানিক ছয় লক্ষ টাকা ৷ মণ্ডপ তৈরি হয়েছে বিভিন্নরকম গাছের ডাল, পাতা ও গ্রাম বাংলায় ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে । থিমের সঙ্গে সাবেকিয়ানার ছোঁয়া কার্যত মন জয় করে নিচ্ছে দর্শনার্থীদের । পুজোর দিনগুলিতে ভিড় উপচে পড়বে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা (Durga Puja 2022)।

কাকদ্বীপ, 1 অক্টোবর: চারিদিকে ঢাকের আওয়াজ, বাতাসে মেঘের ভেলা ৷ পুজোর আমেজ যেন সর্বত্র ৷ পায়ে পায়ে দর্শনার্থীরা মণ্ডপমুখী হচ্ছে ৷ কলকাতা থেকে জেলার মণ্ডপে উপচে পড়া ভিড় ৷

কলকাতা মহানগরীকে টেক্কা দিতে এবার প্রস্তুত দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত এলাকার কাকদ্বীপ অঞ্চল । কলকাতার পাশাপাশি জন জোয়ারে ভাসছে কাকদ্বীপও । সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকার অন্যতম এলাকা হল কাকদ্বীপ ।

Kakdwip Durga Puja theme 2022
বিধান সংঘের প্রতিমা

শহরতলীর পুজোকে টেক্কা দিতে এবার কাকদ্বীপের অমৃতায়ন সংঘের ভাবনা খেরওয়াল উপজাতির জীবনযাত্রা (Puja Pandal) । কাকদ্বীপের অমৃতায়ন সংঘ এ বছর 36তম বর্ষে পদার্পণ করেছে । পঞ্চমীর সন্ধ্যা থেকে জনজোয়ারে ভাসছে এই পুজোগুলি । মণ্ডপে ফুটে উঠছে খেরওয়াল উপজাতির জীবনযাত্রা নানান চিত্র । ক্লাবের সদস্য জানান, করোনা মহামারীদের দু'বছর তেমনভাবে দর্শনার্থী আসেনি কাকদ্বীপে ৷ এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই উপচে পড়বে ভিড় । এমনটাই আশা করছে তারা (Kakdwip Durga Puja theme 2022) ।

জন জোয়ারে ভাসছে কাকদ্বীপও

আরও পড়ুন: কলকাতার হেরিটেজ দুর্গাপুজো দেখতে শহরে ফরাসি ইঞ্জিনিয়াররা

অন্যদিকে কাকদ্বীপের অন্যতম সেরার লড়াইয়ে পিছিয়ে নেই সুভাষ নগরের বিধান সংঘ । এ বছরে তাদের ভাবনা রূপসী বাংলা । 26তম বর্ষে পদার্পণ করেছে এবারের পুজো । বাজেট আনুমানিক ছয় লক্ষ টাকা ৷ মণ্ডপ তৈরি হয়েছে বিভিন্নরকম গাছের ডাল, পাতা ও গ্রাম বাংলায় ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে । থিমের সঙ্গে সাবেকিয়ানার ছোঁয়া কার্যত মন জয় করে নিচ্ছে দর্শনার্থীদের । পুজোর দিনগুলিতে ভিড় উপচে পড়বে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা (Durga Puja 2022)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.