জয়নগর, 17 মে : রাজ্য জুড়ে কার্যত লকডাউন । আর এই কঠিন সময়ে করোনা আক্রান্ত রোগী ও তাঁর পরিবারের পাশে এসে দাঁড়ালেন জয়নগর মজিলপুর টাউন কোভিড সচেতনতা কমিটির সদস্যরা । পৌরসভার প্রশাসনিক চেয়ারম্যান, সদস্য, জয়নগর থানার আইসিসহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গড়া এই বিশেষ কমিটি রবিবার থেকে এক অভিনব উদ্যোগ নিয়েছে ।
জয়নগর মজিলপুর পৌরসভার 14টি ওয়ার্ডের করোনা আক্রান্ত পরিবারের হাতে এই 15 দিন দুবেলা রান্না করা খাবার তুলে দেবে টাউন কোভিড সচেতনতা কমিটি । উল্লেখ্য, জয়নগর মজিলপুর পৌরসভা এলাকায় রবিবার বিকাল পর্যন্ত নথিভূক্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 117 জন ।
জয়নগর মজিলপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ও কোভিড সচেতনতা কমিটির আহ্বায়ক সুজিত সরখেল বলেন,"রবিবার প্রথম দিন দুপুরে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, ডিম ও মাংসের মেনু ছিল । রাতে ডিম, ভাত সবজি থাকবে । এদিন পৌর এলাকার 12টি পরিবারের 39জনকে এই রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে । প্রতিদিনই ডিম, মাছ, মাংস ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এই করোনা আক্রান্ত পরিবারদের । এছাড়া এই সব মানুষদের যে কোনও প্রয়োজনে টাউন কোভিড সচেতনতা কমিটির সদস্যরা আছে ।"
এই কমিটির সদস্য তথা জয়নগর থানার আইসি অতনু সাঁতরা বলেন,"এই কঠিন সময়ে করোনা আক্রান্ত মানুষের সবরকমের সাহায্য করতে নেমে পড়েছি । আগামী দিনে জয়নগর মজিলপুরের পাশাপাশি জয়নগর থানা ও জয়নগর এক নম্বর ব্লকে কোভিড সচেতনতা কমিটি গঠন করার পরিকল্পনা নিয়েছি । বৃহত্তর জয়নগর থানা এলাকার করোনা আক্রান্ত মানুষের পাশে থেকে আমরা আরও কাজ করতে চাই ।"
আরও পড়ুন : কিছুটা স্বস্তি, পরপর দু’দিন নামল করোনা আক্রান্তের গ্রাফ
জয়নগর মজিলপুরে এই কঠিন সময়ে এই ধরনের কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ ।