ETV Bharat / state

ময়লা ফেলার টোটো ভ্যান এখন শববাহী যান, অভিনব উদ্যোগ জয়নগর-মজিলপুর পৌরসভার - Joynagar-Majilpur Municipality

করোনায় মৃতের দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে শববাহী যানের প্রয়োজন হয় তার দাম প্রায় 8 লাখ টাকার উপরে । আপাতত এই টাকা দিতে পারবে না রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর । তাই জয়নগর পৌরসভার হাতে থাকা ময়লা ফেলার টোটো ভ্যানকেই শববাহী যান হিসাবে কাজে লাগালেন পৌরসভার প্রশাসক সুজিত সরখেল ৷

জয়নগরে ময়লা ফেলার টোটো ভ্যান এখন শববাহী যান
জয়নগরে ময়লা ফেলার টোটো ভ্যান এখন শববাহী যান
author img

By

Published : May 14, 2021, 2:33 PM IST

জয়নগর, 14 মে : করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ নিল জয়নগর-মজিলপুর পৌরসভা । নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ময়লা ফেলার টোটো ভ্যানকেই কাজে লাগালেন পৌরসভার প্রশাসক সুজিত সারখেল ৷

করোনায় মৃতের দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে শববাহী যানের প্রয়োজন হয় তার দাম প্রায় 8 লাখ টাকার উপরে । আপাতত এই টাকা দিতে পারবে না রাজ্যের পৌর ও উন্নয়ন দফতর । তাই জয়নগর পৌরসভার হাতে থাকা ময়লা ফেলার টোটো ভ্যানকেই কাজে লাগালেন পৌরসভার প্রশাসক সুজিত সরখেল ৷ নিজেই বুদ্ধি লাগিয়ে টোটো ভ্যানের বডি তৈরি করে সেখানে স্ট্রেচার লাগিয়ে আপাতত সেখানেই করোনায় মৃতদেহকে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে ।

ময়লা ফেলার টোটো ভ্যান এখন শববাহী যান
জয়নগরে ময়লা ফেলার টোটো ভ্যান এখন শববাহী যান

পৌরসভার এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছে দফতর ৷ এমনটাই দাবি সুজিত সরখেলের । রাজ্যের অন্যান্য পৌরসভাকেও এই ধরনের ফ্যান তৈরির পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি ।

জয়নগর, 14 মে : করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ নিল জয়নগর-মজিলপুর পৌরসভা । নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ময়লা ফেলার টোটো ভ্যানকেই কাজে লাগালেন পৌরসভার প্রশাসক সুজিত সারখেল ৷

করোনায় মৃতের দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে শববাহী যানের প্রয়োজন হয় তার দাম প্রায় 8 লাখ টাকার উপরে । আপাতত এই টাকা দিতে পারবে না রাজ্যের পৌর ও উন্নয়ন দফতর । তাই জয়নগর পৌরসভার হাতে থাকা ময়লা ফেলার টোটো ভ্যানকেই কাজে লাগালেন পৌরসভার প্রশাসক সুজিত সরখেল ৷ নিজেই বুদ্ধি লাগিয়ে টোটো ভ্যানের বডি তৈরি করে সেখানে স্ট্রেচার লাগিয়ে আপাতত সেখানেই করোনায় মৃতদেহকে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে ।

ময়লা ফেলার টোটো ভ্যান এখন শববাহী যান
জয়নগরে ময়লা ফেলার টোটো ভ্যান এখন শববাহী যান

পৌরসভার এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছে দফতর ৷ এমনটাই দাবি সুজিত সরখেলের । রাজ্যের অন্যান্য পৌরসভাকেও এই ধরনের ফ্যান তৈরির পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.