ETV Bharat / state

অক্সিজেনের চাহিদা মেটাতে মানুষের পাশে জয়নগর-মজিলপুর পুরসভা - সুজিত সরখেল

করোনা রোগীদের অক্সিজেনের চাহিদা মেটাতে এবার অক্সিজেন সিলিন্ডার কিনল জয়নগর-মজিলপুর পুরসভা ৷ সাধারণ মানুষের প্রয়োজনে পাশে থাকার জন্যই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক সুজিত সরখেল ৷

অক্সিজেনের চাহিদা মেটাতে মানুষের পাশে জয়নগর-মজিলপুর পুরসভা
অক্সিজেনের চাহিদা মেটাতে মানুষের পাশে জয়নগর-মজিলপুর পুরসভা
author img

By

Published : May 12, 2021, 11:33 AM IST

Updated : May 12, 2021, 11:57 AM IST

জয়নগর, 12 মে : কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা মেটাতে এগিয়ে এল জয়নগর-মজিলপুর পুরসভা । এই কঠিন সময়ে এলাকার মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন জয়নগর-মজিলপুর পুরসভার প্রশাসক ।

এই পুরসভা পরিচালিত মাতৃমঙ্গল শিশুমঙ্গল হাসপাতালে পুরোনো 9 টি অক্সিজেন সিলিন্ডার ছিল ৷ তারপর এই পরিস্থিতিতে পুরসভার উদ্যোগে কেনা হয়েছে আরও 5 টি সিলিন্ডার । নামমাত্র রিফিলিংয়ের খরচ দিলেই এই সিলিন্ডার পাওয়া যাবে বলে জানান পুরসভার প্রশাসক ।

অক্সিজেনের চাহিদা মেটাতে মানুষের পাশে জয়নগর-মজিলপুর পুরসভা

আরও পড়ুন : 44 দেশে মিলেছে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট: হু

অক্সিজেন সিলিন্ডার নিয়ে চারিদিকে যখন কালোবাজারি তখন পুরসভার এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি জয়নগর-মজিলপুর এলাকার বাসিন্দারা । পুরসভা বা ওই হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনে নাম নথিভুক্ত করলেই তার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে সিলিন্ডার । এই বিষয়ে পুরসভার প্রশাসক সুজিত সরখেল জানান, এই পরিস্থিতিতে প্রচুর সংখ্যক অক্সিজেনের চাহিদা অনুভব করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনে সিলিন্ডারের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের ।

জয়নগর, 12 মে : কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা মেটাতে এগিয়ে এল জয়নগর-মজিলপুর পুরসভা । এই কঠিন সময়ে এলাকার মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন জয়নগর-মজিলপুর পুরসভার প্রশাসক ।

এই পুরসভা পরিচালিত মাতৃমঙ্গল শিশুমঙ্গল হাসপাতালে পুরোনো 9 টি অক্সিজেন সিলিন্ডার ছিল ৷ তারপর এই পরিস্থিতিতে পুরসভার উদ্যোগে কেনা হয়েছে আরও 5 টি সিলিন্ডার । নামমাত্র রিফিলিংয়ের খরচ দিলেই এই সিলিন্ডার পাওয়া যাবে বলে জানান পুরসভার প্রশাসক ।

অক্সিজেনের চাহিদা মেটাতে মানুষের পাশে জয়নগর-মজিলপুর পুরসভা

আরও পড়ুন : 44 দেশে মিলেছে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট: হু

অক্সিজেন সিলিন্ডার নিয়ে চারিদিকে যখন কালোবাজারি তখন পুরসভার এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি জয়নগর-মজিলপুর এলাকার বাসিন্দারা । পুরসভা বা ওই হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনে নাম নথিভুক্ত করলেই তার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে সিলিন্ডার । এই বিষয়ে পুরসভার প্রশাসক সুজিত সরখেল জানান, এই পরিস্থিতিতে প্রচুর সংখ্যক অক্সিজেনের চাহিদা অনুভব করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনে সিলিন্ডারের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের ।

Last Updated : May 12, 2021, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.