ETV Bharat / state

Jayanagar Famous Moa: এবার এক ক্লিকেই মিলবে জয়নগরের মোয়া - Now in one click

আর চিন্তা নেই ৷ মিষ্টি প্রেমীদের জন্য সুখবর ৷ এবার বাড়ি বসেই অর্ডার করুন জয়নগরের মোয়া ৷ ফোন বা কম্পিউটারে এক ক্লিকেই (Now in one click) পাওয়া যাবে বিশ্ব বিখ্যাত জয়নগরের আসল মোয়া (Jayanagar Famous Moa) ৷ জানুন কীভাবে ৷

Jayanagar Famous Moa
Jayanagar Famous Moa
author img

By

Published : Nov 20, 2022, 9:03 PM IST

জয়নগর, 20 নভেম্বর: এতদিন অনলাইনে পাওয়া যেত জামা কাপড়, প্রসাধন সামগ্রী, ইলেকট্রনিক্স গুডস-সহ দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র ৷ এবার এর পাশাপাশি অনলাইনে মিলবে জয়নগরের মোয়া । প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে অর্ডার দিলেই আটচল্লিশ ঘণ্টার মধ্যে বাড়িতে পৌঁছবে বিশ্ব বিখ্যাত জয়নগরের মোয়া (Jayanagar Famous Moa) । আর অনলাইনের মাধ্যমেই মোয়া এবার জেলা, রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাবে বিদেশের মাটিতেও ।

বিশিষ্ট মোয়া ব্যবসায়ী রাজেশ দাস বলেন, "ওয়েবসাইটে www.jayanagar.com অথবা প্লে-স্টোরে গিয়ে জয়নগরের মোয়া অ্যাপ ডাউনলোড করে অর্ডার দিলেই 48 ঘণ্টার মধ্যে রাজ্যের যে কোন প্রান্তে পৌঁছে যাবে মোয়া । এমনকী বিদেশেও যাতে পাওয়া যায় মোয়া তার ব্যবস্থা করছি ৷ মোয়ার গুণগত মান এবং স্বাদের কোন পরিবর্তন হবে না ।"

অনলাইনে এভাবে মোয়াকে রাজ্য তথা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ ৷ এই অভিনব পদ্ধতিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ বাড়িতে বসে জয়নগরের মোয়ার স্বাদ পাবেন । অনলাইনে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার ও জামাকাপড়ের পাশাপাশি এবার তারা মোয়া অর্ডার করতে পারবে (People to get Jayanagar Moa at Home) ।

এক ক্লিকেই মিলবে জয়নগরের মোয়া

আরও পড়ুন: এগিয়ে আসছে না নব প্রজন্ম, শীতের মরশুমে টান জয়নগরের মোয়া ব্যবসায়

মোয়া ব্যবসায়ী তরুণ দাস ও বাপ্পা দাস বলেন, "এবার থেকে জয়নগরের মোয়া অনলাইনে পাওয়া যাবে শুনে খুব ভালো লাগছে । এটা আরও বেশ কিছুদিন আগে হলে হয়তো জয়নগরের মোয়ার নাম আরও অনেকটাই উজ্জ্বল হত । তবে এই পরিষেবা চালু হওয়াতে আমরা জয়নগরের নাগরিক হিসেবে গর্ব অনুভব করছি । এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি ।"

জয়নগর, 20 নভেম্বর: এতদিন অনলাইনে পাওয়া যেত জামা কাপড়, প্রসাধন সামগ্রী, ইলেকট্রনিক্স গুডস-সহ দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র ৷ এবার এর পাশাপাশি অনলাইনে মিলবে জয়নগরের মোয়া । প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে অর্ডার দিলেই আটচল্লিশ ঘণ্টার মধ্যে বাড়িতে পৌঁছবে বিশ্ব বিখ্যাত জয়নগরের মোয়া (Jayanagar Famous Moa) । আর অনলাইনের মাধ্যমেই মোয়া এবার জেলা, রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাবে বিদেশের মাটিতেও ।

বিশিষ্ট মোয়া ব্যবসায়ী রাজেশ দাস বলেন, "ওয়েবসাইটে www.jayanagar.com অথবা প্লে-স্টোরে গিয়ে জয়নগরের মোয়া অ্যাপ ডাউনলোড করে অর্ডার দিলেই 48 ঘণ্টার মধ্যে রাজ্যের যে কোন প্রান্তে পৌঁছে যাবে মোয়া । এমনকী বিদেশেও যাতে পাওয়া যায় মোয়া তার ব্যবস্থা করছি ৷ মোয়ার গুণগত মান এবং স্বাদের কোন পরিবর্তন হবে না ।"

অনলাইনে এভাবে মোয়াকে রাজ্য তথা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ ৷ এই অভিনব পদ্ধতিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ বাড়িতে বসে জয়নগরের মোয়ার স্বাদ পাবেন । অনলাইনে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার ও জামাকাপড়ের পাশাপাশি এবার তারা মোয়া অর্ডার করতে পারবে (People to get Jayanagar Moa at Home) ।

এক ক্লিকেই মিলবে জয়নগরের মোয়া

আরও পড়ুন: এগিয়ে আসছে না নব প্রজন্ম, শীতের মরশুমে টান জয়নগরের মোয়া ব্যবসায়

মোয়া ব্যবসায়ী তরুণ দাস ও বাপ্পা দাস বলেন, "এবার থেকে জয়নগরের মোয়া অনলাইনে পাওয়া যাবে শুনে খুব ভালো লাগছে । এটা আরও বেশ কিছুদিন আগে হলে হয়তো জয়নগরের মোয়ার নাম আরও অনেকটাই উজ্জ্বল হত । তবে এই পরিষেবা চালু হওয়াতে আমরা জয়নগরের নাগরিক হিসেবে গর্ব অনুভব করছি । এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.