ETV Bharat / state

Gangasagar Mela 2023: হ্যাম রেডিয়োর মাধ্যমে বিশ্বের দরবারে গঙ্গাসাগর মেলা - Ham Radio

বিশ্বের দরবারে গঙ্গাসাগর মেলাকে পৌঁছে দিতে হ্যাম রেডিয়োর (Ham Radio) উদ্যোগ 'আইল্যান্ড অন দ্য এয়ার' ৷

Gangasagar Mela
হ্যাম রেডিয়ো
author img

By

Published : Jan 18, 2023, 9:04 PM IST

হ্যাম রেডিয়োর মাধ্যমে বিশ্বের দরবারে গঙ্গাসাগর মেলা

গঙ্গাসাগর, 18 জানুয়ারি: গঙ্গাসাগরে এক নম্বর ঘাটের কিছুটা দূরে গেলে দেখা পাওয়া যাবে নীল টি-শার্ট পরে কয়েকজন মানুষ ছোট একটি তাবু তৈরি করে বসে রয়েছেন। তাঁরা ছোট একটি ডিভাইসের মাধ্যমে সাংকেতিক ভাষায় কথা বলছেন । প্রথমে আপনার ভাষাগুলি শুনে মনে হবে এই মানুষগুলো হয়তো ভিন্নগ্রহের মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে । কিন্তু তা হয়, এটি হল 'হ্যাম রেডিয়ো' (Ham Radio)। রেডিয়ো তরঙ্গের মাধ্যমে দেশে বিদেশের বিভিন্ন রেডিয়ো স্টেশনগুলির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করেছেন তাঁরা ৷ সাগরদ্বীপ সম্পর্কে এবং গঙ্গাসাগর মেলার বিভিন্ন তথ্য পৌঁছে দিচ্ছেন 'হ্যাম রেডিয়ো'র সদস্যরা ।

আইল্যান্ড অন দ্য ইয়ার উদ্যোগ: আইল্যান্ড অন দ্য ইয়ার, আয়োটা এএস- 153 স্পেশাল কলিং সিগনাল এটি2ডব্লিউ বিআরসি রেডিয়ো তরঙ্গের মাধ্যমে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের কাছে তুলে ধরছে হ্যাম রেডিয়ো । দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে সাগর দ্বীপ ও মেলার বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে । মেলা শুরুর আগে থেকেই এর জন্য কাজ শুরু করেন দীপক চক্রবর্তী, সাবর্ণী নাগবিশ্বাস, জয়ন্ত বৈদ্যরা । জানা গিয়েছে, রাশিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, বাংলাদেশ, নেপাল এবং ভারতের বিভিন্ন রাজ্যে রেডিয়োর মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন 'হ্যাম রেডিয়ো'র তিন কর্মী । বিভিন্ন দেশে এমন অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন দ্বীপ ও বিচ পরিক্রমা করেন । রেডিয়ো তরঙ্গের মাধ্যমে সাগরের ব্যাপারে তথ্য পাবে তারা ৷ এরপর অনেকেই এখানে আসতে আগ্রহী হবেন বলে মনে করছেন হ্যাম রোডিয়োর সদস্যরা।

পশ্চিমবঙ্গ হ্যাম রেডিয়োর সম্পাদকের বক্তব্য: অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, "গঙ্গাসাগর মেলাতে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য "আয়োটা"র মাধ্যমে আমরা পৃথিবীর সকল রেডিয়ো স্টেশনের সঙ্গে যোগাযোগ করে সাগরদ্বীপ সম্পর্কে বিভিন্নরকম তথ্য প্রেরণ করছি । যাতে দেশের কোনায় কোনায় গঙ্গাসাগর মেলা সম্পর্কে মানুষরা জানতে পারে । পাশাপাশি এর ফলে গঙ্গাসাগর সম্পর্কে বিশ্বের প্রচুর মানুষ জানতে পারবে ৷ এখানে একটি ধর্মীয় মন্দির রয়েছে তা সম্পর্কেও জানতে পারবে ৷ এর মাধ্যমে গঙ্গাসাগরের আর্থিক ও সামাজিক আমরা উন্নতি ঘটাতে পারব ।"

Ham Radio
হ্যাম রেডিয়োর উদ্যোগ আইল্যান্ড অন দ্যা এয়ার

হ্যাম রেডিয়োর সদস্যদের কথা: জানা গিয়েছে, 'টেম্পেল অন দ্য ইয়ার' এর তরঙ্গের মাধ্যমেও হ্যাম রেডিয়ো পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে । মানুষকে গঙ্গাসাগর ও তার ইতিহাস সম্পর্কে জানানো হচ্ছে । বিশ্বের দরবারে গঙ্গাসাগর মেলাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে হ্যাম রেডিয়োর লক্ষ্য বলে সদস্যরা জানিয়েছেন । অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, "অস্থায়ী রেডিয়ো স্টেশন তৈরি করে আমরা বিভিন্ন দেশের সঙ্গে ও রেডিয়ো স্টেশনের সঙ্গে যোগাযোগ করছি । যেখানে টেলিকমিউনিকেশন শেষ হয়ে যায় সেখানেই আমরা অস্থায়ী রেডিয়ো স্টেশন তৈরি করে তরঙ্গের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করি । গঙ্গাসাগর মেলা দেশের অন্যতম বৃহৎ মেলা ৷ আমরা চাই গঙ্গাসাগর মেলাতে বিভিন্ন দেশের মানুষজন আসুক। গঙ্গাসাগর দ্বীপের সামাজিক ও আর্থিক উন্নতি হোক।"

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের বাড়ি ফেরাচ্ছে হ্যাম রেডিয়ো

উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে শুভ সমাপ্তি ঘোষণা হয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) 2023 এর । অপেক্ষা আরও একটি বছরের ৷ এ বছর গঙ্গাসাগর মেলায় পূর্ণ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে। পুণ্যার্থীদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 61 লক্ষের কাছাকাছি । পৌষ মাসের শেষ দিনে মকর সংক্রান্তি তিথিতে মক্ষ্য লাভের আশায় সাগর সঙ্গমে ভিড় জমায় লক্ষ্য লক্ষ্য মানুষ ।

হ্যাম রেডিয়োর মাধ্যমে বিশ্বের দরবারে গঙ্গাসাগর মেলা

গঙ্গাসাগর, 18 জানুয়ারি: গঙ্গাসাগরে এক নম্বর ঘাটের কিছুটা দূরে গেলে দেখা পাওয়া যাবে নীল টি-শার্ট পরে কয়েকজন মানুষ ছোট একটি তাবু তৈরি করে বসে রয়েছেন। তাঁরা ছোট একটি ডিভাইসের মাধ্যমে সাংকেতিক ভাষায় কথা বলছেন । প্রথমে আপনার ভাষাগুলি শুনে মনে হবে এই মানুষগুলো হয়তো ভিন্নগ্রহের মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে । কিন্তু তা হয়, এটি হল 'হ্যাম রেডিয়ো' (Ham Radio)। রেডিয়ো তরঙ্গের মাধ্যমে দেশে বিদেশের বিভিন্ন রেডিয়ো স্টেশনগুলির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করেছেন তাঁরা ৷ সাগরদ্বীপ সম্পর্কে এবং গঙ্গাসাগর মেলার বিভিন্ন তথ্য পৌঁছে দিচ্ছেন 'হ্যাম রেডিয়ো'র সদস্যরা ।

আইল্যান্ড অন দ্য ইয়ার উদ্যোগ: আইল্যান্ড অন দ্য ইয়ার, আয়োটা এএস- 153 স্পেশাল কলিং সিগনাল এটি2ডব্লিউ বিআরসি রেডিয়ো তরঙ্গের মাধ্যমে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের কাছে তুলে ধরছে হ্যাম রেডিয়ো । দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে সাগর দ্বীপ ও মেলার বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে । মেলা শুরুর আগে থেকেই এর জন্য কাজ শুরু করেন দীপক চক্রবর্তী, সাবর্ণী নাগবিশ্বাস, জয়ন্ত বৈদ্যরা । জানা গিয়েছে, রাশিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, বাংলাদেশ, নেপাল এবং ভারতের বিভিন্ন রাজ্যে রেডিয়োর মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন 'হ্যাম রেডিয়ো'র তিন কর্মী । বিভিন্ন দেশে এমন অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন দ্বীপ ও বিচ পরিক্রমা করেন । রেডিয়ো তরঙ্গের মাধ্যমে সাগরের ব্যাপারে তথ্য পাবে তারা ৷ এরপর অনেকেই এখানে আসতে আগ্রহী হবেন বলে মনে করছেন হ্যাম রোডিয়োর সদস্যরা।

পশ্চিমবঙ্গ হ্যাম রেডিয়োর সম্পাদকের বক্তব্য: অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, "গঙ্গাসাগর মেলাতে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য "আয়োটা"র মাধ্যমে আমরা পৃথিবীর সকল রেডিয়ো স্টেশনের সঙ্গে যোগাযোগ করে সাগরদ্বীপ সম্পর্কে বিভিন্নরকম তথ্য প্রেরণ করছি । যাতে দেশের কোনায় কোনায় গঙ্গাসাগর মেলা সম্পর্কে মানুষরা জানতে পারে । পাশাপাশি এর ফলে গঙ্গাসাগর সম্পর্কে বিশ্বের প্রচুর মানুষ জানতে পারবে ৷ এখানে একটি ধর্মীয় মন্দির রয়েছে তা সম্পর্কেও জানতে পারবে ৷ এর মাধ্যমে গঙ্গাসাগরের আর্থিক ও সামাজিক আমরা উন্নতি ঘটাতে পারব ।"

Ham Radio
হ্যাম রেডিয়োর উদ্যোগ আইল্যান্ড অন দ্যা এয়ার

হ্যাম রেডিয়োর সদস্যদের কথা: জানা গিয়েছে, 'টেম্পেল অন দ্য ইয়ার' এর তরঙ্গের মাধ্যমেও হ্যাম রেডিয়ো পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে । মানুষকে গঙ্গাসাগর ও তার ইতিহাস সম্পর্কে জানানো হচ্ছে । বিশ্বের দরবারে গঙ্গাসাগর মেলাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে হ্যাম রেডিয়োর লক্ষ্য বলে সদস্যরা জানিয়েছেন । অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, "অস্থায়ী রেডিয়ো স্টেশন তৈরি করে আমরা বিভিন্ন দেশের সঙ্গে ও রেডিয়ো স্টেশনের সঙ্গে যোগাযোগ করছি । যেখানে টেলিকমিউনিকেশন শেষ হয়ে যায় সেখানেই আমরা অস্থায়ী রেডিয়ো স্টেশন তৈরি করে তরঙ্গের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করি । গঙ্গাসাগর মেলা দেশের অন্যতম বৃহৎ মেলা ৷ আমরা চাই গঙ্গাসাগর মেলাতে বিভিন্ন দেশের মানুষজন আসুক। গঙ্গাসাগর দ্বীপের সামাজিক ও আর্থিক উন্নতি হোক।"

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের বাড়ি ফেরাচ্ছে হ্যাম রেডিয়ো

উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে শুভ সমাপ্তি ঘোষণা হয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) 2023 এর । অপেক্ষা আরও একটি বছরের ৷ এ বছর গঙ্গাসাগর মেলায় পূর্ণ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে। পুণ্যার্থীদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 61 লক্ষের কাছাকাছি । পৌষ মাসের শেষ দিনে মকর সংক্রান্তি তিথিতে মক্ষ্য লাভের আশায় সাগর সঙ্গমে ভিড় জমায় লক্ষ্য লক্ষ্য মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.