ভাঙড়, 8 জুলাই: আজ পঞ্চায়েত নির্বাচনের দিনে উত্তপ্ত ভাঙড় ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে জখম দুই শিশু ৷ একজনের বয়স 7 বছর ও আরেকজনের বয়স 4 ৷ দুই শিশুকে জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ভাঙড়ের ছয়ানি এলাকায় দুই শিশু বোমাকে দেখে বল ভেবেছিল ৷ আর তা নিয়ে খেলতে গিয়ে এই বিপত্তি ৷
পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই প্রবল উত্তেজনা ভাঙড়ে ৷ গুলিবিদ্ধ হয়েছেন একজন আইএসএফ কর্মী ৷ আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা রশিদ মোল্লাও ৷ ভাঙড়ের কাশিপুরে আইএসএফ কর্মীকে ভোট কেন্দ্রে যাওয়ার সময় বাধা দেওয়ার হয় ৷ অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।
আরও পড়ুন: কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থকের মৃত্যু, তৃণমূলের শীর্ষ নেতাদের দুষল পরিবার
আইএসএফ কর্মী মশিদুল মোল্লা অভিযোগ করেন, তাঁকে তৃণমূল কর্মীরা মারধর করেছে ৷ তিনি বলেন, "বলা হয় আইএসএফের একজন এজেন্টই থাকবেন ৷ আমি বললাম তিনটে এজেন্টের দরকার ৷ সেখানে বলল আপনি একলা থাকলেও হয়ে যাবে ৷" এরপর সংশ্লিষ্ট বুথের তৃণমূল প্রার্থী শরিবুল এবং আরও 8-10 জন তাঁকে ধরে মাঠের দিকে নিয়ে যায় ৷ এরপর কেউ তাঁকে বাঁশ দিয়ে, কেউ কিল মেরেছে ৷ তাঁর মোবাইলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ৷
আরেক আইএসএফ কর্মী কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন, "আমায় গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন ৷ কারণ, আমি ভোট দিতে যাচ্ছিলাম ৷" তাঁরও অভিযোগ এক তৃণমূল কর্মী বাইকে চেপে এসে তাঁর পথ আটকে দাঁড়ান ৷ আইএসএফ কর্মীকে এলেপাথাড়ি মারধর করেন ৷ তিনি বলেন, "আমি ওদের বলেছি, ভোটটা তোমাদেরই দেব ৷" এরপর আইএসএফ কর্মীরা সাময়িক রাস্তা অবরোধ করেন ৷
আরও পড়ুন: ফের রক্তাক্ত পঞ্চায়েত ভোট! মানিকচকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু
কাশীপুরে আরেক আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এক আইএসএফ কর্মী বলেন, "শান্ত ভাঙড়কে অশান্ত করে তুলেছে ৷ আজ আমরা ভোট দিতে যাচ্ছিলাম ৷ বুথের কাছে পৌঁছতে হঠাৎ আমাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷" তিনি আরও জানান, এই ঘটনায় দু'জন আহত হয়েছেন ৷ একজন বাড়িতেই আছেন ৷ আরেকজনের পায়ে গুলি লেগেছে ৷ তিনি বলেন, "আমরা 163 নম্বর বুথ থেকে এসেছি ৷ জানি না, এই জঙ্গিরাজ কবে শেষ হবে ?"