ভাঙড়, 4 মে : ভোটের ফলপ্রকাশের পরেও হিংসা অব্যাহত ভাঙড়ে ৷ তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে । প্রসঙ্গত, সংযুক্ত মোর্চার তরফে কেবল ভাঙড় বিধানসভা থেকে এই একটি আসনেই জিতেছে আইএসএফ ৷ ভাঙড় বিধানসভায় জেতার পর থেকেই তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে । তৃণমূল কর্মীদের বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানার চণ্ডীহাট এলাকায় ।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের বিভিন্ন এলাকা । একাধিক তৃণমূল কর্মীর বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি অটো এবং বাইকেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে । ঘটনার খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এলাকায় ব্যাপক বোমাবাজিরও অভিযোগ উঠেছে । পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে । এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে একাধিক বোমা ।
তবে, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির অভিযোগ করেছে আইএসএফ। তাদের একাধিক কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ । তৃণমূলের লোকেরাই বোমাবাজি করেছে বলে পাল্টা দাবি তাদের । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে ৷
আরও পড়ুন : কান্দিতে বিজেপির টাউন সভাপতির বাড়িতে বোমাবাজি , অভিযুক্ত তৃণমূল
প্রসঙ্গত, নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর গতকাল দেগঙ্গার কদম্বগাছিতে আইএসএফ কর্মীকে বোমা মেরে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের পাল্টা দাবি, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে ।