ETV Bharat / state

Panchayat Elections 2023: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র হটুগঞ্জ, অবরুদ্ধ জাতীয় সড়ক - তৃণমূল

এবার উত্তপ্ত হটুগঞ্জ ৷ আইএসএফ-তৃণমূলের সংঘর্ষ ৷ মঙ্গলবার শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

Panchayat Elections 2023
আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ
author img

By

Published : Jul 4, 2023, 4:41 PM IST

Updated : Jul 4, 2023, 6:09 PM IST

রণক্ষেত্র হটুগঞ্জ

হটুগঞ্জ, 4 জুলাই: আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা। আইএসএফ-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার হটুগঞ্জ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা মঙ্গলবার শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার 117 নম্বর জাতীয় সড়কের কাছে কর্মী-সমর্থকদের দেখে কটূক্তি করে তৃণমূলের লোকজন। এরপর শুরু হয় বচসা ৷ যা পরবর্তীতে হাতাহাতির আকার নেয়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনা হটুগঞ্জ। একে অপরের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ ওঠে। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উস্থি ও কুলপি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে ৷ ঘটনাস্থলে পৌঁছয় মন্দির বাজারের এসডিপিও। কার্যত আইএসএফ-তৃণমূলের সংঘর্ষ 117 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। উভয়দলের কর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। রণক্ষেত্র পরিস্থিতি দেখে এলাকায় সমস্ত দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা ৷ আতঙ্কিত হয়ে পড়েন পথ চলতি সাধারণ মানুষও। আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷

গত মাসখানেকের রেকর্ড খতিয়ে দেখলে উঠে আসবে সংঘর্ষ, বোমাবাজির ধারা কার্যত লাগামহীন ভাবে চলছে রাজ্য়ের নানা প্রান্তে। দক্ষিণ 24 পরগনা তার ব্যতিক্রম নয়। গত শনিবার যেমন নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে ভাঙড়ে আক্রান্ত হন তৃণমূল প্রার্থী। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে, সন্দেহের তির আইএসএফের দিকে। এই ঘটনায় 6 আইএসএফ কর্মীকে গ্রেফতারও করে পুলিশ। এলাকায় মুড়ি-মুড়কির মতো পড়েছে বোমা, চলেছে গুলি, বেলাগাম সন্ত্রাস!

আরও পড়ুন: মানুষের পঞ্চায়েত গড়ব, প্রতিশ্রুতি জয়নগরে বছর 25'র বাম প্রার্থী শীর্ষার

রণক্ষেত্র হটুগঞ্জ

হটুগঞ্জ, 4 জুলাই: আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা। আইএসএফ-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার হটুগঞ্জ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা মঙ্গলবার শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার 117 নম্বর জাতীয় সড়কের কাছে কর্মী-সমর্থকদের দেখে কটূক্তি করে তৃণমূলের লোকজন। এরপর শুরু হয় বচসা ৷ যা পরবর্তীতে হাতাহাতির আকার নেয়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনা হটুগঞ্জ। একে অপরের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ ওঠে। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উস্থি ও কুলপি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে ৷ ঘটনাস্থলে পৌঁছয় মন্দির বাজারের এসডিপিও। কার্যত আইএসএফ-তৃণমূলের সংঘর্ষ 117 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। উভয়দলের কর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। রণক্ষেত্র পরিস্থিতি দেখে এলাকায় সমস্ত দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা ৷ আতঙ্কিত হয়ে পড়েন পথ চলতি সাধারণ মানুষও। আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷

গত মাসখানেকের রেকর্ড খতিয়ে দেখলে উঠে আসবে সংঘর্ষ, বোমাবাজির ধারা কার্যত লাগামহীন ভাবে চলছে রাজ্য়ের নানা প্রান্তে। দক্ষিণ 24 পরগনা তার ব্যতিক্রম নয়। গত শনিবার যেমন নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে ভাঙড়ে আক্রান্ত হন তৃণমূল প্রার্থী। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে, সন্দেহের তির আইএসএফের দিকে। এই ঘটনায় 6 আইএসএফ কর্মীকে গ্রেফতারও করে পুলিশ। এলাকায় মুড়ি-মুড়কির মতো পড়েছে বোমা, চলেছে গুলি, বেলাগাম সন্ত্রাস!

আরও পড়ুন: মানুষের পঞ্চায়েত গড়ব, প্রতিশ্রুতি জয়নগরে বছর 25'র বাম প্রার্থী শীর্ষার

Last Updated : Jul 4, 2023, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.