ETV Bharat / state

স্থায়ী বাঁধ তৈরির পরিকল্পনা নিয়ে কাকদ্বীপে উচ্চপর্যায়ের বৈঠক সেচমন্ত্রীর - সৌমেন মহাপাত্র

সুন্দরবন এলাকায় কংক্রিটের স্থায়ী বাঁধ তৈরি নিয়ে আজ কাকদ্বীপে উচ্চপর্যায়ের বৈঠক করলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ৷ যে বৈঠকে কাকদ্বীপ ও ডায়মন্ডহারবারের মহকুমাশাসক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা উপস্থিত ছিলেন ৷

irrigation minister soumen mahapatra did a meeting on permanent river dam in kakdwip
স্থায়ী বাঁধ তৈরির পরিকল্পনা নিয়ে কাকদ্বীপে উচ্চপর্যায়ের বৈঠক সেচ মন্ত্রীর
author img

By

Published : Jun 3, 2021, 7:08 PM IST

কাকদ্বীপ, 3 জুন : ঘূর্ণিঝড় যশ ও ভরা কোটালের জোড়া ফলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের একাধিক নদীবাঁধ । জলস্ফীতি কারণে বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম । নদীর নোনা জলে নষ্ট হয়েছে জমির ফসল । এই পরিস্থিতিতে আজ কাকদ্বীপ মহকুমাশাসকের দফতরে স্থায়ী নদীবাঁধ নির্মাণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন সেচমন্ত্রী সৌমেন মাহাপাত্র ৷

আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এবং কাকদ্বীপের বিধায়ক মণ্টুরাম পাখিরা ৷ এছাড়াও ছিলেন ডায়মন্ডহারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা ৷ উচ্চপর্যায়ের এই বৈঠকে নদী পাড়ে স্থায়ী বাঁধ তৈরি করার জন্য যাবতীয় পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে নদী পাড়গুলিতে কংক্রিটের মজবুত বাঁধ তৈরি করা হবে ৷ যেখানে সেচ দফতর ও সুন্দরবন উন্নয়ন দফতর যৌথভাবে কাজ করবে ৷

আরও পড়়ুন : প্রতি বছর কেন বাঁধ ভাঙছে, সেচ দফতরের কাজে ক্ষুব্ধ মমতা

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় যশের প্রভাবে এবং জলচ্ছ্বাসের জেরে সুন্দরবনের প্রতিটি নদীর বাঁধ ভেঙে গিয়েছে ৷ তারপরেই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়ে জানিয়েছেন, এবার আর কোনও অস্থায়ী বাঁধ নয় ৷ কংক্রিটের মজবুত বাঁধ তৈরি করতে হবে ৷

কাকদ্বীপ, 3 জুন : ঘূর্ণিঝড় যশ ও ভরা কোটালের জোড়া ফলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের একাধিক নদীবাঁধ । জলস্ফীতি কারণে বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম । নদীর নোনা জলে নষ্ট হয়েছে জমির ফসল । এই পরিস্থিতিতে আজ কাকদ্বীপ মহকুমাশাসকের দফতরে স্থায়ী নদীবাঁধ নির্মাণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন সেচমন্ত্রী সৌমেন মাহাপাত্র ৷

আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এবং কাকদ্বীপের বিধায়ক মণ্টুরাম পাখিরা ৷ এছাড়াও ছিলেন ডায়মন্ডহারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা ৷ উচ্চপর্যায়ের এই বৈঠকে নদী পাড়ে স্থায়ী বাঁধ তৈরি করার জন্য যাবতীয় পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে নদী পাড়গুলিতে কংক্রিটের মজবুত বাঁধ তৈরি করা হবে ৷ যেখানে সেচ দফতর ও সুন্দরবন উন্নয়ন দফতর যৌথভাবে কাজ করবে ৷

আরও পড়়ুন : প্রতি বছর কেন বাঁধ ভাঙছে, সেচ দফতরের কাজে ক্ষুব্ধ মমতা

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় যশের প্রভাবে এবং জলচ্ছ্বাসের জেরে সুন্দরবনের প্রতিটি নদীর বাঁধ ভেঙে গিয়েছে ৷ তারপরেই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়ে জানিয়েছেন, এবার আর কোনও অস্থায়ী বাঁধ নয় ৷ কংক্রিটের মজবুত বাঁধ তৈরি করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.