ETV Bharat / state

গতবছরই রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্য়া পেরিয়েছিল একশোর গণ্ডি, এবছর তা কত? চলছে গণনা - sundarban forest

Royal Bengal Tiger: গত 27 নভেম্বর থেকে চলছে বাঘ গণনা ৷ যা চলবে আগামী 12 ডিসেম্বর পর্যন্ত ৷ ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে বিভিন্ন জঙ্গলে লাগানো হয়েছে ক্যামেরা। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের বাদাবন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার সংখ্যায় গতবার সেঞ্চুরি ছুঁয়েছে ৷ আর এবার সংখ্যাটা কত হবে? চলছে গবেষণা ৷

রয়্যাল বেঙ্গল টাইগার
Royal Bengal Tiger
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 7:11 PM IST

বন দফতরের পক্ষ থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ

সুন্দরবন, 7 ডিসেম্বর: বিশ্বের সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। এই সুন্দরবনেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বন দফতরের পক্ষ থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। চলতি বছরের 27 নভেম্বর থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। আর তা চলছে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে ৷ বাঘ গণনার কাজ চলবে আগামী 12 ডিসেম্বর পর্যন্ত ৷ আর তারপরই সংখ্যাটি প্রকাশ করবে বন দফতর। ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে বিভিন্ন জঙ্গলে লাগানো হয়েছে ক্যামেরা। শুধুমাত্র সুন্দরবনের নয়, গোটা দেশে শুরু হয়েছে বাঘ গণনার কাজ।

বিশ্বের সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ অরণ্য দুই দেশের মধ্যে বিভাজিত রয়েছে। বাংলাদেশের দিকে সুন্দরবনের 60 শতাংশ ও ভারতবর্ষের পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবনের 40 শতাংশ। বনদফতর সূত্রে খবর, সুন্দরবনের গভীর জঙ্গলে প্রায় 732টি জায়গায় 1600'র বেশি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। স্থানীয় মানুষজন ও 120 জন বনকর্মীরা গভীর জঙ্গলগুলিতে ক্যামেরা লাগানোর কাজ শুরু করে দিয়েছেন। সুন্দরবনের চল্লিশটিরও বেশি জঙ্গলে এই ক্যামেরা লাগানোর কাজ এখনও চলবে।

এছাড়াও ড্রোন ক্যামেরা ও জিপিএসের মাধ্যমে গণনার কাজ শুরু হবে। অতীতে বাঘ গণনার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হত সেই পদ্ধতি অনেকটাই বিপদজনক ছিল। মূলত গভীর জঙ্গলে গিয়ে বাঘেদের মল-মূত্র সংগ্রহ করে সেগুলোই পরীক্ষা-নিরীক্ষা করার পর জঙ্গলে বাঘের সংখ্যা ঠিক কত সেটা তথ্য পাওয়া যেত। কিন্তু আধুনিক পদ্ধতিতে অনেকটাই ঝুঁকি কম। সুন্দরবন ব্র্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, "35 দিন ধরে বন কর্মীরা সুন্দরবনের জঙ্গলে 732টি জায়গায় 16 হাজারেরও বেশি বিশেষ সেন্সর লাগানো ক্যামেরা বসানোর কাজ চলছে।"

তিনি আরও বলেন, "ওয়াকি-টকি ড্রোন ও স্পিডবোটের মাধ্যমে বনকর্মীরা এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ছুটে যাচ্ছেন। 2 জানুয়ারি জঙ্গল থেকে ক্যামেরাগুলি সংগ্রহ করা হবে এরপর শুরু হবে গণনার কাজ। ক্যামেরার মধ্যে ধরা পড়া ছবিগুলিকে পরীক্ষা-নিরীক্ষা করার পর সুন্দরবনের বাঘের সংখ্যা কত, তার সঠিক তথ্য আমরা জানতে পারব। আমরা আশা করছি গত বছরের তুলনায় এ বছর বাঘের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে। লোকালয়ে বাঘের আক্রমণ রুখতে বন দফতরের পক্ষ থেকে সুন্দরবনের গভীর জঙ্গলগুলিতে প্রচুর হরিণ ছাড়া হয়েছে। যার ফলে খাবারের অভাবে যাতে কোনও বাঘ লোকালয়ে এসে হানা না-দেয়। সুন্দরবনের বাঘের সংখ্যা কতটা বৃদ্ধি পেল, তা জানতে হলে আর বেশ কয়েকমাস অপেক্ষা করতে হবে।"

আরও পড়ুন:

  1. শীতের শুরুতেই রোদ পোহাতে বাইরে বেরিয়েছেন বাঘমামা, দেখুন ভিডিয়ো
  2. বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি ! দুই শাবকের জন্ম দিল কিকা
  3. দিনেদুপুরে ওড়িশা-অন্ধ্র সীমান্তে রাস্তা পার হচ্ছে রয়্যাল বেঙ্গল, ভাইরাল ভিডিয়ো

বন দফতরের পক্ষ থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ

সুন্দরবন, 7 ডিসেম্বর: বিশ্বের সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। এই সুন্দরবনেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বন দফতরের পক্ষ থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। চলতি বছরের 27 নভেম্বর থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। আর তা চলছে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে ৷ বাঘ গণনার কাজ চলবে আগামী 12 ডিসেম্বর পর্যন্ত ৷ আর তারপরই সংখ্যাটি প্রকাশ করবে বন দফতর। ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে বিভিন্ন জঙ্গলে লাগানো হয়েছে ক্যামেরা। শুধুমাত্র সুন্দরবনের নয়, গোটা দেশে শুরু হয়েছে বাঘ গণনার কাজ।

বিশ্বের সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ অরণ্য দুই দেশের মধ্যে বিভাজিত রয়েছে। বাংলাদেশের দিকে সুন্দরবনের 60 শতাংশ ও ভারতবর্ষের পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবনের 40 শতাংশ। বনদফতর সূত্রে খবর, সুন্দরবনের গভীর জঙ্গলে প্রায় 732টি জায়গায় 1600'র বেশি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। স্থানীয় মানুষজন ও 120 জন বনকর্মীরা গভীর জঙ্গলগুলিতে ক্যামেরা লাগানোর কাজ শুরু করে দিয়েছেন। সুন্দরবনের চল্লিশটিরও বেশি জঙ্গলে এই ক্যামেরা লাগানোর কাজ এখনও চলবে।

এছাড়াও ড্রোন ক্যামেরা ও জিপিএসের মাধ্যমে গণনার কাজ শুরু হবে। অতীতে বাঘ গণনার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হত সেই পদ্ধতি অনেকটাই বিপদজনক ছিল। মূলত গভীর জঙ্গলে গিয়ে বাঘেদের মল-মূত্র সংগ্রহ করে সেগুলোই পরীক্ষা-নিরীক্ষা করার পর জঙ্গলে বাঘের সংখ্যা ঠিক কত সেটা তথ্য পাওয়া যেত। কিন্তু আধুনিক পদ্ধতিতে অনেকটাই ঝুঁকি কম। সুন্দরবন ব্র্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, "35 দিন ধরে বন কর্মীরা সুন্দরবনের জঙ্গলে 732টি জায়গায় 16 হাজারেরও বেশি বিশেষ সেন্সর লাগানো ক্যামেরা বসানোর কাজ চলছে।"

তিনি আরও বলেন, "ওয়াকি-টকি ড্রোন ও স্পিডবোটের মাধ্যমে বনকর্মীরা এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ছুটে যাচ্ছেন। 2 জানুয়ারি জঙ্গল থেকে ক্যামেরাগুলি সংগ্রহ করা হবে এরপর শুরু হবে গণনার কাজ। ক্যামেরার মধ্যে ধরা পড়া ছবিগুলিকে পরীক্ষা-নিরীক্ষা করার পর সুন্দরবনের বাঘের সংখ্যা কত, তার সঠিক তথ্য আমরা জানতে পারব। আমরা আশা করছি গত বছরের তুলনায় এ বছর বাঘের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে। লোকালয়ে বাঘের আক্রমণ রুখতে বন দফতরের পক্ষ থেকে সুন্দরবনের গভীর জঙ্গলগুলিতে প্রচুর হরিণ ছাড়া হয়েছে। যার ফলে খাবারের অভাবে যাতে কোনও বাঘ লোকালয়ে এসে হানা না-দেয়। সুন্দরবনের বাঘের সংখ্যা কতটা বৃদ্ধি পেল, তা জানতে হলে আর বেশ কয়েকমাস অপেক্ষা করতে হবে।"

আরও পড়ুন:

  1. শীতের শুরুতেই রোদ পোহাতে বাইরে বেরিয়েছেন বাঘমামা, দেখুন ভিডিয়ো
  2. বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি ! দুই শাবকের জন্ম দিল কিকা
  3. দিনেদুপুরে ওড়িশা-অন্ধ্র সীমান্তে রাস্তা পার হচ্ছে রয়্যাল বেঙ্গল, ভাইরাল ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.