বিষ্ণুপুর, 2 জুন : বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় আহত এক স্কুটি আরোহী ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কোনচৌকি ধ্যানাশ্রমের সামনে 117 নম্বর জাতীয় সড়কে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্কুটি নিয়ে এক ব্যক্তি আমতলা থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন ৷ ঠিক সেই সময়ে ওই একই দিকে একটি বাস যাচ্ছিল ৷ রাস্তার উপরে হঠাৎ বাসটি দাঁড়িয়ে যাওয়ার কারণে স্কুটিটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে ৷
আরও পড়ুন : 9 এপ্রিলের পর দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও
এই ঘটনার পরেই রাস্তায় লুটিয়ে পড়েন ওই স্কুটি আরোহী ৷ এরপর স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তাঁকে উদ্ধার করে কলকাতায় নিয়ে যাওয়া হয় ।