ETV Bharat / state

Jaynagar Moa: টালবাহানা কাটার ইঙ্গিত, শীঘ্রই মোয়া হাব তৈরির উদ্যোগ জয়নগরে

একবার তৈরি হওয়ার পর খুব বেশিদিন তাজা থাকে না জয়নগরের মোয়া । ফলে প্রচুর চাহিদা থাকলেও দেশের অন্যত্র বা বিদেশে রফতানির ক্ষেত্রে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা (Jaynagar Moa)। এই সমস্যার সমাধানেই ওই বিশেষ যন্ত্র বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

author img

By

Published : Jul 16, 2022, 8:55 PM IST

Jaynagar Moa News
শীঘ্রই মোয়া হাব তৈরির উদ্যোগ জয়নগরে

জয়নগর, 16 জুলাই: জয়নগরের মিত্রগঞ্জ বাজারে পুরসভার দেওয়া জায়গাতেই অবশেষে বসতে চলেছে মোয়া তাজা রাখার যন্ত্র (Jaynagar Moa) । বৃহস্পতিবার টাউন হলে জয়নগরের মোয়ার জিআই প্রাপ্তি উদযাপনের অনুষ্ঠানে বিশেষ ওই যন্ত্র বসানোর কথা জানান স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডল । আগামী কয়েকদিনের মধ্যেই যন্ত্র বসানোর কাজ শেষ হবে বলে জানিয়েছিলেন তিনি । মোয়া বেশিদিন তাজা রাখার জন্য বিশেষ যন্ত্র বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ যন্ত্রটিকে কেন্দ্র করে একটি মোয়া হাব তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছিল । খাদি দফতরের তরফে বছর দু'য়েক আগে এর জন্য প্রায় 3 কোটি টাকা মঞ্জুর হয় । কিন্তু একাধিক জায়গায় যন্ত্রটি বসানোর চেষ্টা হলেও নানা টালবাহানায় তা ভেস্তে যায় । শেষ পর্যন্ত মিত্রগঞ্জ বাজারে পুরসসভার জায়গাতেই যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

সাংসদ বলেন, "জয়নগরে এই মোয়া হাব তৈরির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন এখানকার ব্যবসায়ীরা । আমিও নানাভাবে চেষ্টা করেছি । মুখ্যমন্ত্রী-সহ নানা দফতর এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়েছে । সকলের সহযোগিতায় শেষপর্যন্ত হাবটি তৈরি হচ্ছে ।" এ দিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ দাস, জেলা পরিষদ সদস্য খান জিউল হক-সহ খাদ্য, খাদ্য সুরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদি দফতরের আধিকারিকেরা ।

শীঘ্রই মোয়া হাব তৈরির উদ্যোগ জয়নগরে

আরও পড়ুন : শীত পড়তেই জয়নগরের মোয়ার পসরা নিয়ে হাজির বহুরুর ব্যবসায়ীরা

জয়নগরের মোয়ার জিআই ট্যাগ নিয়ে স্থানীয় স্তরে বিভ্রান্তি চলছিল বেশ কিছুদিন ধরেই । সে বিভ্রান্তিও কেটেছে এদিন । জয়নগরের মোয়ার জিআই মিলেছে বেশ কয়েকবছর হল । কিন্তু কীভাবে জিআই শংসাপত্র মিলবে তা জানতেন না অনেক মোয়া ব্যবসায়ীই । অভিযোগ, এই সুযোগে শংসাপত্র করে দেওয়ার নাম করে মোয়া ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তুলছিল কোনও কোনও সংগঠন । এদিন রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের তরফে এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে । সংস্থার তরফে মহুয়া হোমচৌধুরী এদিন জানান, জিআই শংসাপত্রের জন্য কোনও সংগঠনের মাধ্যমে আবেদন করার দরকার নেই । টাকা দেওয়ারও প্রশ্ন নেই । বিজ্ঞান ও প্রযুক্তি দফতরে সরাসরি আবেদন করলে মাত্র দশ টাকার বিনিময়েই শংসাপত্র মিলবে বলে জানান তিনি ।

মহুয়া জানান, ইতিমধ্যে এলাকার 49 জন ব্যবসায়ী সরাসরি বিজ্ঞান ও প্রযুক্তি দফতরে জিআই শংসাপত্রের আবেদন করেছেন । তাঁদের শংসাপত্র তৈরি হয়ে গিয়েছে । খুব শীঘ্রই তাঁদের হাতে দফতরের তরফে সেই শংসাপত্র তুলে দেওয়া হবে ।

জয়নগর, 16 জুলাই: জয়নগরের মিত্রগঞ্জ বাজারে পুরসভার দেওয়া জায়গাতেই অবশেষে বসতে চলেছে মোয়া তাজা রাখার যন্ত্র (Jaynagar Moa) । বৃহস্পতিবার টাউন হলে জয়নগরের মোয়ার জিআই প্রাপ্তি উদযাপনের অনুষ্ঠানে বিশেষ ওই যন্ত্র বসানোর কথা জানান স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডল । আগামী কয়েকদিনের মধ্যেই যন্ত্র বসানোর কাজ শেষ হবে বলে জানিয়েছিলেন তিনি । মোয়া বেশিদিন তাজা রাখার জন্য বিশেষ যন্ত্র বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ যন্ত্রটিকে কেন্দ্র করে একটি মোয়া হাব তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছিল । খাদি দফতরের তরফে বছর দু'য়েক আগে এর জন্য প্রায় 3 কোটি টাকা মঞ্জুর হয় । কিন্তু একাধিক জায়গায় যন্ত্রটি বসানোর চেষ্টা হলেও নানা টালবাহানায় তা ভেস্তে যায় । শেষ পর্যন্ত মিত্রগঞ্জ বাজারে পুরসসভার জায়গাতেই যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

সাংসদ বলেন, "জয়নগরে এই মোয়া হাব তৈরির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন এখানকার ব্যবসায়ীরা । আমিও নানাভাবে চেষ্টা করেছি । মুখ্যমন্ত্রী-সহ নানা দফতর এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়েছে । সকলের সহযোগিতায় শেষপর্যন্ত হাবটি তৈরি হচ্ছে ।" এ দিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ দাস, জেলা পরিষদ সদস্য খান জিউল হক-সহ খাদ্য, খাদ্য সুরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদি দফতরের আধিকারিকেরা ।

শীঘ্রই মোয়া হাব তৈরির উদ্যোগ জয়নগরে

আরও পড়ুন : শীত পড়তেই জয়নগরের মোয়ার পসরা নিয়ে হাজির বহুরুর ব্যবসায়ীরা

জয়নগরের মোয়ার জিআই ট্যাগ নিয়ে স্থানীয় স্তরে বিভ্রান্তি চলছিল বেশ কিছুদিন ধরেই । সে বিভ্রান্তিও কেটেছে এদিন । জয়নগরের মোয়ার জিআই মিলেছে বেশ কয়েকবছর হল । কিন্তু কীভাবে জিআই শংসাপত্র মিলবে তা জানতেন না অনেক মোয়া ব্যবসায়ীই । অভিযোগ, এই সুযোগে শংসাপত্র করে দেওয়ার নাম করে মোয়া ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তুলছিল কোনও কোনও সংগঠন । এদিন রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের তরফে এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে । সংস্থার তরফে মহুয়া হোমচৌধুরী এদিন জানান, জিআই শংসাপত্রের জন্য কোনও সংগঠনের মাধ্যমে আবেদন করার দরকার নেই । টাকা দেওয়ারও প্রশ্ন নেই । বিজ্ঞান ও প্রযুক্তি দফতরে সরাসরি আবেদন করলে মাত্র দশ টাকার বিনিময়েই শংসাপত্র মিলবে বলে জানান তিনি ।

মহুয়া জানান, ইতিমধ্যে এলাকার 49 জন ব্যবসায়ী সরাসরি বিজ্ঞান ও প্রযুক্তি দফতরে জিআই শংসাপত্রের আবেদন করেছেন । তাঁদের শংসাপত্র তৈরি হয়ে গিয়েছে । খুব শীঘ্রই তাঁদের হাতে দফতরের তরফে সেই শংসাপত্র তুলে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.