কাকদ্বীপ, 13 ডিসেম্বর : ভারতীয় জলসীমায় ঢুকে মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশের এক দল ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন বছর সাতচল্লিশের ভারতীয় মৎস্যজীবী নিরঞ্জন দাস ৷
গতকাল পাথরপ্রতিমা থেকে বাবা রুদ্রনীল নামক ট্রলারে করে 13 জন ভারতীয় মৎস্যজীবী বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন । অভিযোগ, মাছ ধরার সময় বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে একটি ট্রলারে করে 15 থেকে 16 জন ভারতীয় জলসীমায় ঢুকে অতর্কিতে ভারতীয় মৎস্যজীবীদের উপর এলোপাথাড়ি গুলি চালায় । আক্রান্ত মৎস্যজীবীর বক্তব্য, ''জলদস্যুরা গুলি চালিয়েছে৷''
জখম মৎস্যজীবীকে উদ্ধার করে প্রথমে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যায় । সেখানে অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠানো হয় নিরঞ্জনকে । একাংশের বক্তব্য, গুলি চালিয়েছে নৌ সেনা ৷ সেক্ষেত্রে প্রশ্ন উঠছে কীভাবে ভারতীয় জলসীমায় ঢুকে গুলি চালাল তারা । ইতিমধ্যে প্রশাসনের আধিকারিকরা মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন । সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হতে চাইছেন প্রশাসনের আধিকারিকরা ।