বারুইপুর, 6 মার্চ : করোনা জেরে লকডাউনের ফলে সংসারে নামে চরম আর্থিক সংকট । বাবার দোকান বন্ধ হয়ে যাওয়ায় এক বেলা খাবার জুটত ৷ আর এক বেলা অনাহার ছিল নিত্যসঙ্গী ৷ এ হেন সংসারের হাল ফেরাতে তাই বাধ্য হয়ে বইপত্র ছেড়ে হাতে চায়ের কেটলি তুলে নিতে হয় দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরের মদারাট পপুলার অ্যাকাডেমির 2022-এর মাধ্যমিক পরীক্ষার্থী বছর 16-র সঞ্জয় দত্তকে (South 24 Pargana News) ।
বারুইপুর স্টেশন লাগোয়া ছোট্ট একটি মনোহারি দোকান চালাতেন সঞ্জয়ের বাবা কাজল দত্ত । পঠন-পাঠন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় স্কুল সংলগ্ন দোকানেও কেনা-বেচা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ৷ মা,বাবা ও দিদিকে নিয়ে ছোট সংসারটা অচল হয় যেতে বসে ৷ চোখের সামনে পরিবারের এহেন অবস্থা দেখে বই নিয়ে বসে থাকতে পারেনি মাধ্যমিক পরীক্ষার্থী সঞ্জয় (Madhyamik Examinee Tea Seller in Baruipur) ৷
"বাবা, তোমার দোকানের পাশে ছোট একটা চায়ের দোকান খুলব ৷ তুমি কোনও চিন্তা কোরো না ৷ সব ঠিক হয়ে যাবে ৷"- এই বলে বাবাকে আশ্বস্ত করে তাঁর পাশে দাঁড়ায় সঞ্জয় ৷ নিজের চেষ্টায় দু'বছরে সেই ছোট দোকান বেশ ভালই দাঁড় করিয়েছে সে ৷ দোকানে বিক্রিবাটা ভাল হওয়ায় সংসারও সচল হয়েছে ৷
আরও পড়ুন : উচ্চ বেতনের চাকরি ছেড়ে চায়ের দোকান, মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা আজ অনন্যা
তবে শুধু চায়ের দোকান চালানোয় নয়, প্রতিদিন নিয়ম করে পড়াশোনাও করে সে ৷ সংসার চালানোর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষাতে ভাল ফল করাও তার লক্ষ্য ৷ চোখে স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার ৷
"ভাই একা হাতেই চায়ের দোকান ও নিজের পড়াশোনা সবটা সামলায়", বলছেন সঞ্জয়ের দিদি শ্রীলেখা দত্ত ৷ দুর্দিনে সন্তান এভাবে পাশে দাঁড়ানোয় খুশি বাবাও ৷ "ছেলের চায়ের দোকানের জন্যই সংসারটা বেঁচে গিয়েছে", বলছেন বাবা কাজল দত্ত ৷
যেখানে বাবা-মাকে আকছার বাড়ি থেকে বের করে দেওয়া বা দেখাশোনা না করার মতো ঘটনা ঘটে, সেখানে সঞ্জয়ের এই কাজ সকল সন্তানের কাছে অনুপ্রেরণা যোগ্য ৷ সকলের অনুপ্রেরণা হয়ে এভাবেই এগিয়ে চলুক সঞ্জয় ৷
আরও পড়ুন : Nisith Das: কোভিড বিপর্যয় ! পেট চালাতে চায়ের দোকান চালাচ্ছেন জনপ্রিয় অভিনেতা