ETV Bharat / state

বাসন্তীর ত্রাণশিবিরে মাছ-মাংস না মেলায় বচসা, কাটল কান; গুরুতর আহত 3 - canning hospital

ত্রাণ শিবিরে চাই মাছ-মাংস-ডিম ৷ কিন্তু চাইলেই কি আর পাওয়া যায় ! আর এই মনমতো খাবার না পাওয়ায় ত্রাণ শিবিরের দায়িত্বে থাকা কর্মীদের উপর চড়াও হয় ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন ৷ আর তা নিয়েই দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় ৷ আহত হন বেশ কয়েকজন ৷ তদন্তে নেমেছে বাসন্তী থানার পুলিশ ।

গুরুতর আহত 3
গুরুতর আহত 3
author img

By

Published : May 28, 2021, 7:08 AM IST

বাসন্তী,28 মে : ত্রাণ শিবিরে রান্না করে খেতে দিতে হবে মাছ-মাংস-ডিম! আর তা নিয়েই ধুন্ধুমার ত্রাণ শিবিরে । ছুড়ি দিয়ে কানও কাটা হয় বলে অভিযোগ ৷ দু-পক্ষের হাতাহাতিতে গুরুতর আহত 3 । আহতরা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । বাসন্তীর 2 নম্বর রানিগড় এসএসকেএম স্কুলের ত্রাণ শিবিরের এমন ঘটনায় তাজ্জব খোদ প্রশাসন।

ঘর্ণিঝড়় যশ আছড়ে পড়ার আগেই সাবধনতাবশত উপকূলবর্তী এলাকার মানুষকে সরিয়ে নিয়ে আসা হয় ৷ রাখা হয় ত্রাণ শিবিরে ৷ সেরকমই বাসন্তী ব্লকের জোতিষপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর রানিগড় এসএসকেএম স্কুলঘরে আশ্রয় নেয় এলাকার বেশ কিছু মানুষ ৷ ঝড় থামার পর অনেকেই ফিরে গিয়েছেন ৷ তবে কয়েকজন থেকে গিয়েছেন ৷ তাদের মধ্যে গতকাল ত্রাণ শিবিরে থাকা শাহজাহান শেখ, আমিনউদ্দিন লস্কর ও রাজ্জাক লস্কর দাবি করতে থাকেন , তাঁদের কেন মাছ-মাংস-ডিম দেওয়া হবে না ৷ আর সেনিয়েই ত্রাণ শিবিরের দায়িত্বে থাকা বেশ কয়েকজন প্রতিবাদ করেন ৷ পরে তাঁদের মধ্যে বচসা বাধে ৷ শুরু হয় ইটবৃষ্টি ৷ ইটের আঘাতে গুরুতর জখমও হন প্রতিবাদীরা ৷

আরও পড়ুন : রোজগার নেই, তবু হাসি মুখে করোনা সচেতনতার প্রচার শুভঙ্করের

অভিযোগ, ইটের আঘাতে আহতরা মাটিতে লুটিয়ে পড়লে তাদের ছুরি দিয়ে কানে আঘাত করার চেষ্টা করা হয় ৷ ঘটনায় তিনজন আহত হয়েছে ৷ স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । পরে সেখান থেকে তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । অভিযুক্তদের বিরুদ্ধে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

বাসন্তী,28 মে : ত্রাণ শিবিরে রান্না করে খেতে দিতে হবে মাছ-মাংস-ডিম! আর তা নিয়েই ধুন্ধুমার ত্রাণ শিবিরে । ছুড়ি দিয়ে কানও কাটা হয় বলে অভিযোগ ৷ দু-পক্ষের হাতাহাতিতে গুরুতর আহত 3 । আহতরা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । বাসন্তীর 2 নম্বর রানিগড় এসএসকেএম স্কুলের ত্রাণ শিবিরের এমন ঘটনায় তাজ্জব খোদ প্রশাসন।

ঘর্ণিঝড়় যশ আছড়ে পড়ার আগেই সাবধনতাবশত উপকূলবর্তী এলাকার মানুষকে সরিয়ে নিয়ে আসা হয় ৷ রাখা হয় ত্রাণ শিবিরে ৷ সেরকমই বাসন্তী ব্লকের জোতিষপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর রানিগড় এসএসকেএম স্কুলঘরে আশ্রয় নেয় এলাকার বেশ কিছু মানুষ ৷ ঝড় থামার পর অনেকেই ফিরে গিয়েছেন ৷ তবে কয়েকজন থেকে গিয়েছেন ৷ তাদের মধ্যে গতকাল ত্রাণ শিবিরে থাকা শাহজাহান শেখ, আমিনউদ্দিন লস্কর ও রাজ্জাক লস্কর দাবি করতে থাকেন , তাঁদের কেন মাছ-মাংস-ডিম দেওয়া হবে না ৷ আর সেনিয়েই ত্রাণ শিবিরের দায়িত্বে থাকা বেশ কয়েকজন প্রতিবাদ করেন ৷ পরে তাঁদের মধ্যে বচসা বাধে ৷ শুরু হয় ইটবৃষ্টি ৷ ইটের আঘাতে গুরুতর জখমও হন প্রতিবাদীরা ৷

আরও পড়ুন : রোজগার নেই, তবু হাসি মুখে করোনা সচেতনতার প্রচার শুভঙ্করের

অভিযোগ, ইটের আঘাতে আহতরা মাটিতে লুটিয়ে পড়লে তাদের ছুরি দিয়ে কানে আঘাত করার চেষ্টা করা হয় ৷ ঘটনায় তিনজন আহত হয়েছে ৷ স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । পরে সেখান থেকে তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । অভিযুক্তদের বিরুদ্ধে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.