ETV Bharat / state

ক্যানিংয়ে সেলাই কারখানার আড়ালে বেআইনি অস্ত্র কারখানা, উদ্ধার আগ্নেয়াস্ত্র - সেলাই কারখানার আড়ালে বেআইনি অস্ত্র কারখানা

সেলাই কারখানার আড়ালে বেআইনি অস্ত্র তৈরির কারখানা । তল্লাশি চালিয়ে ক্যানিং থেকে এক উদ্ধার হয় প্রচুর অস্ত্র । কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Jul 27, 2019, 1:24 AM IST

ক্যানিং, 27 জুলাই : সেলাই কারখানার আড়ালে বেআইনি অস্ত্র তৈরির কারখানা । গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্র ও গুলিসহ মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ক্যনিংয়ের । ধৃত আবু সিদ্দিক লস্কর ওরফে খোরা সিদ্দিককে আজ আলিপুর আদালতে তোলা হয় । বিচারক তাকে সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

বাইরে দিয়ে দেখলে মনে হবে সেলাই কারখানা । কাজও চলছে সেলাইয়ের । আপাত দৃষ্টিতে দেখলে মনেই হবে না যে ওই কারখানা থেকেই বেআইনি অস্ত্র আশপাশের এলাকায় সরবরাহ হয় । তবে, খবর ছিল পুলিশের কাছে । ক্যানিং থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপের আধিকারিকরা সেই মতোই তল্লাশি চালায় ওই কারখানায় । উদ্ধার হয় বারোটি ওয়ান শাটার, পাঁচটি লং রেঞ্জ পাইপ গানসহ মোট 19 টি বন্দুক ও 22 রাউন্ড গুলি । হাতেনাতে ধরা পড়ায় তখনই গ্রেপ্তার করা হয় মালিক আবু সিদ্দিক লস্করকে ।

বেআইনি অস্ত্রর সঙ্গে এই আবু সিদ্দিক বা খোরা সিদ্দিকের নাম প্রথমবার জড়ায়নি । পুলিশ সুত্রের খবর, বছর তিনেক আগেও বেআইনি অস্ত্র তৈরির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ । এক বছরেরও বেশি সময় সে জেলে ছিল । কিছুদিন আগেই তার সাজা শেষ হয় । জেল থেকে বেরিয়ে সেলাই কারখানার আড়ালে সে ফের আগ্নেয়াস্ত্র তৈরি শুরু করে । তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, কারখানায় তৈরি অস্ত্র সে নিজেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, কুলতলি, জয়নগরসহ আশপাশের এলাকায় সরবরাহ করত । তবে, সেখানে কার কাছে সে এই অস্ত্র বিক্রি করত বা পাচার করত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ক্যানিং, 27 জুলাই : সেলাই কারখানার আড়ালে বেআইনি অস্ত্র তৈরির কারখানা । গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্র ও গুলিসহ মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ক্যনিংয়ের । ধৃত আবু সিদ্দিক লস্কর ওরফে খোরা সিদ্দিককে আজ আলিপুর আদালতে তোলা হয় । বিচারক তাকে সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

বাইরে দিয়ে দেখলে মনে হবে সেলাই কারখানা । কাজও চলছে সেলাইয়ের । আপাত দৃষ্টিতে দেখলে মনেই হবে না যে ওই কারখানা থেকেই বেআইনি অস্ত্র আশপাশের এলাকায় সরবরাহ হয় । তবে, খবর ছিল পুলিশের কাছে । ক্যানিং থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপের আধিকারিকরা সেই মতোই তল্লাশি চালায় ওই কারখানায় । উদ্ধার হয় বারোটি ওয়ান শাটার, পাঁচটি লং রেঞ্জ পাইপ গানসহ মোট 19 টি বন্দুক ও 22 রাউন্ড গুলি । হাতেনাতে ধরা পড়ায় তখনই গ্রেপ্তার করা হয় মালিক আবু সিদ্দিক লস্করকে ।

বেআইনি অস্ত্রর সঙ্গে এই আবু সিদ্দিক বা খোরা সিদ্দিকের নাম প্রথমবার জড়ায়নি । পুলিশ সুত্রের খবর, বছর তিনেক আগেও বেআইনি অস্ত্র তৈরির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ । এক বছরেরও বেশি সময় সে জেলে ছিল । কিছুদিন আগেই তার সাজা শেষ হয় । জেল থেকে বেরিয়ে সেলাই কারখানার আড়ালে সে ফের আগ্নেয়াস্ত্র তৈরি শুরু করে । তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, কারখানায় তৈরি অস্ত্র সে নিজেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, কুলতলি, জয়নগরসহ আশপাশের এলাকায় সরবরাহ করত । তবে, সেখানে কার কাছে সে এই অস্ত্র বিক্রি করত বা পাচার করত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:ক্যানিংয়ে অস্ত্র কারখার হদিস পেল পুলিশ। দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার আমতলা শেখপাড়া থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় অস্ত্র কারখানা। গোপনসূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপের তদন্তকারী আধিকারিকরা আবু সিদ্দিক লস্করের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এই অস্ত্র কারখানার হদিস পান। সেখান থেকে বারোটি ওয়ান শাটার, পাঁচটি লং রেঞ্জ পাইপগান সহ মোট উনিশটি বন্দুক ও বাইশ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম ও উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রের খবর বছর তিনেক আগে ও একবার অভিযুক্ত আবু সিদ্দিক লস্কর ওরফে খোরা সিদ্দিককে এই অস্ত্র তৈরির অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সময় ও ধৃতের কাছ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল ক্যানিং থানার পুলিশ। এ বিষয়ে এক বছরের বেশি জেল ও খেটে সম্প্রতি বাইরে বেড়িয়েছিল অভিযুক্ত। পুলিশের দাবী জেল থেকে ছাড়া পেয়ে নতুন করে আবারও অস্ত্র ব্যবসা শুরু করে আবু সিদ্দিক। সম্প্রতি এম্ব্রাওডারি কারখানার আড়ালে এই অস্ত্র তৈরি করছিল সে। গত কয়েকদিন ধরে সেই খবর পেয়েই ঘটনার তদন্তে নেমেছিল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপ ও ক্যানিং থানার পুলিশ। সেখানে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে মেলে সাফল্য। নিজের কারখানায় অস্ত্র তৈরি করে সেই অস্ত্র দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং, কুলতলি, জয়নগর সহ আশপাশের এলাকায় সরবরাহ করতো এই অভিযুক্ত। ধৃতকে শুক্রবার আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে আরও তদন্ত করতে চায় পুলিশ। কার কার কাছে এই অস্ত্র বিক্রি করতো সে বিষয়ে ও তদন্ত শুরু করেছে পুলিশ।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.