ক্যানিং, 27 জুলাই : সেলাই কারখানার আড়ালে বেআইনি অস্ত্র তৈরির কারখানা । গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্র ও গুলিসহ মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ক্যনিংয়ের । ধৃত আবু সিদ্দিক লস্কর ওরফে খোরা সিদ্দিককে আজ আলিপুর আদালতে তোলা হয় । বিচারক তাকে সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
বাইরে দিয়ে দেখলে মনে হবে সেলাই কারখানা । কাজও চলছে সেলাইয়ের । আপাত দৃষ্টিতে দেখলে মনেই হবে না যে ওই কারখানা থেকেই বেআইনি অস্ত্র আশপাশের এলাকায় সরবরাহ হয় । তবে, খবর ছিল পুলিশের কাছে । ক্যানিং থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপের আধিকারিকরা সেই মতোই তল্লাশি চালায় ওই কারখানায় । উদ্ধার হয় বারোটি ওয়ান শাটার, পাঁচটি লং রেঞ্জ পাইপ গানসহ মোট 19 টি বন্দুক ও 22 রাউন্ড গুলি । হাতেনাতে ধরা পড়ায় তখনই গ্রেপ্তার করা হয় মালিক আবু সিদ্দিক লস্করকে ।
বেআইনি অস্ত্রর সঙ্গে এই আবু সিদ্দিক বা খোরা সিদ্দিকের নাম প্রথমবার জড়ায়নি । পুলিশ সুত্রের খবর, বছর তিনেক আগেও বেআইনি অস্ত্র তৈরির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ । এক বছরেরও বেশি সময় সে জেলে ছিল । কিছুদিন আগেই তার সাজা শেষ হয় । জেল থেকে বেরিয়ে সেলাই কারখানার আড়ালে সে ফের আগ্নেয়াস্ত্র তৈরি শুরু করে । তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, কারখানায় তৈরি অস্ত্র সে নিজেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, কুলতলি, জয়নগরসহ আশপাশের এলাকায় সরবরাহ করত । তবে, সেখানে কার কাছে সে এই অস্ত্র বিক্রি করত বা পাচার করত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।