ETV Bharat / state

Illegal Construction: ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখল পুলিশ ও স্থানীয় প্রশাসন - south 24 pgs

সরকারি জমি জবরদখল করে অবৈধ নির্মাণকাজ বন্ধ করল কাশীপুর থানার পুলিশ‌। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে পালিয়ে যায় জমি জবরদখলকারীরা।

Illegal Construction
ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখল পুলিশ ও স্থানীয় প্রশাসন
author img

By

Published : Nov 17, 2021, 12:22 PM IST

ভাঙড়, 17 নভেম্বর : সরকারি জমি জবরদখল করে নির্মাণকাজ চলছে বলে অভিযোগ এসেছিল গত কয়েকদিন আগে। জলাজমি ভরাটও চলছিল নির্বিচারে। সেই বেআইনি কাজ বন্ধ করতে সক্রিয় হল পুলিশ এবং স্থানীয় প্রশাসন। বেআইনি নির্মাণ রুখে 3 জনকে আটক করে কাশীপুর থানার পুলিশ‌। গত কয়েকদিন ধরে ভাঙড় খালপাড়ে কামারগাঁথী রোডের ধারে পাঁচগাছিয়াতে সেচ দফতরের জায়গা জবরদখল করে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করে আসছিল স্থানীয় বাসিন্দাদের একাংশ। সেই জমিতে কংক্রিটের পিলারও তোলা হয়।

এলাকার কিছু জমি মাফিয়া এবং প্রোমোটাররা এই অবৈধ নির্মাণকাজ করছিল বলে অভিযোগ উঠেছে। এর আগেও এই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী বার বার সরকারি জায়গার দখলদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সেই বেআইনি কাজ বন্ধ করতে সক্রিয় হয় প্রশাসন। কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 নির্মাণ শ্রমিককে আটক করে। পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জমি জবরদখলকারীরা। কংক্রিটের পিলার ভেঙ্গে দেয় পুলিশ। এই বিষয়ে ওই অঞ্চল তথা ভোগালী-2 নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাহানুর ইসলাম বলেন, " জমি মাফিয়ারা সরকারি জমি জবরদখল করে অবৈধভাবে বহুতল নির্মাণের কাজ করছিল।আমরা পুলিশ প্রশাসনের নজরে বিষয়টি নিয়ে আসতে পুলিশ বেআইনি নির্মাণ বন্ধ করে দেয়।"

আরও পড়ুন: স্কুল খোলার আনন্দে বাগদেবীর অকালবোধন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অধিকাংশক্ষেত্রেই জমির চরিত্র বদল না করেই ভাঙড়ের বিভিন্ন এলাকায় জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ হচ্ছে। ভাঙড়ের পাঁচগাছিয়া খালধার পাড় এলাকায় সম্প্রতি জলাভূমি ভরাট করে গড়ে তোলা হয়েছে বেআইনি নির্মাণ। যা নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে স্থানীয় মানুষজনের মধ্যেও।

ভাঙড়, 17 নভেম্বর : সরকারি জমি জবরদখল করে নির্মাণকাজ চলছে বলে অভিযোগ এসেছিল গত কয়েকদিন আগে। জলাজমি ভরাটও চলছিল নির্বিচারে। সেই বেআইনি কাজ বন্ধ করতে সক্রিয় হল পুলিশ এবং স্থানীয় প্রশাসন। বেআইনি নির্মাণ রুখে 3 জনকে আটক করে কাশীপুর থানার পুলিশ‌। গত কয়েকদিন ধরে ভাঙড় খালপাড়ে কামারগাঁথী রোডের ধারে পাঁচগাছিয়াতে সেচ দফতরের জায়গা জবরদখল করে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করে আসছিল স্থানীয় বাসিন্দাদের একাংশ। সেই জমিতে কংক্রিটের পিলারও তোলা হয়।

এলাকার কিছু জমি মাফিয়া এবং প্রোমোটাররা এই অবৈধ নির্মাণকাজ করছিল বলে অভিযোগ উঠেছে। এর আগেও এই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী বার বার সরকারি জায়গার দখলদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সেই বেআইনি কাজ বন্ধ করতে সক্রিয় হয় প্রশাসন। কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 নির্মাণ শ্রমিককে আটক করে। পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জমি জবরদখলকারীরা। কংক্রিটের পিলার ভেঙ্গে দেয় পুলিশ। এই বিষয়ে ওই অঞ্চল তথা ভোগালী-2 নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাহানুর ইসলাম বলেন, " জমি মাফিয়ারা সরকারি জমি জবরদখল করে অবৈধভাবে বহুতল নির্মাণের কাজ করছিল।আমরা পুলিশ প্রশাসনের নজরে বিষয়টি নিয়ে আসতে পুলিশ বেআইনি নির্মাণ বন্ধ করে দেয়।"

আরও পড়ুন: স্কুল খোলার আনন্দে বাগদেবীর অকালবোধন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অধিকাংশক্ষেত্রেই জমির চরিত্র বদল না করেই ভাঙড়ের বিভিন্ন এলাকায় জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ হচ্ছে। ভাঙড়ের পাঁচগাছিয়া খালধার পাড় এলাকায় সম্প্রতি জলাভূমি ভরাট করে গড়ে তোলা হয়েছে বেআইনি নির্মাণ। যা নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে স্থানীয় মানুষজনের মধ্যেও।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.