ETV Bharat / state

Mamata Banerjee in Administrative Meeting: প্রয়োজনে ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, জানালেন মমতা

বুধবার গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে (Mamata Banerjee in Administrative Meeting in Gangasagar) মুখ্যমন্ত্রী বলেন, "আক্রান্ত বেশি হলে স্কুল কলেজ বন্ধ রাখা হবে ৷"

Mamata Banerjee in Administrative Meeting
প্রয়োজনে ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, জানালেন মমতা
author img

By

Published : Dec 29, 2021, 3:01 PM IST

Updated : Dec 29, 2021, 3:43 PM IST

গঙ্গাসাগর, 29 ডিসেম্বর : রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ৷ রয়েছে ওমিক্রন আতঙ্কও ৷ এই অবস্থায় সংক্রমণ আরও বাড়লে রাজ্যে ফের বন্ধ হতে স্কুল-কলেজ, এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ বুধবার গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে (Mamata Banerjee in Administrative Meeting in Gangasagar) মুখ্যমন্ত্রী বলেন, "আক্রান্ত বেশি হলে স্কুল কলেজ বন্ধ রাখা হবে ৷" এই বিষয়টি নিয়ে শিক্ষা সচিবকে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

এছাড়াও করোনার সংক্রমণ বৃদ্ধি ও তৃতীয় ঢেউ-এর আশঙ্কা বিষয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ কলকাতায় ফের কনটেনমেন্ট জোন জারি হতে পারে বলে এদিন ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ বলেছেন, "প্রয়োজনে কলকাতায় 3 জানুয়ারি থেকে কনটেনমেন্ট জোন লাগু হতে পারে ৷" 50 শতংশ কর্মী নিয়ে ওয়ার্ক ফর্ম হোম করার বিষয়টিও ফের চিন্তা ভাবনা করা হতে পারে বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷

আরও পড়ুন : রাজ্যে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, নতুন করে আক্রান্ত 5

আন্তর্জাতিক বিমানের যাত্রীদের নিয়েও সতর্ক থাকার পরামর্শ এদিন রাজ্য প্রশাসনকে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, বিমানবন্দরে যাঁরা নামছেন তাঁদের যাতে সঠিক স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট তৈরি হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে ৷ কেন্দ্রের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন বলেন, "কলকাতায় যেসব আন্তর্জাতিক বিমান আসছে সেগুলির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া উচিত ৷" গঙ্গাসাগর মেলার জন্য রাজ্যে এখনই লোকাল ট্রেন পরিষাবা কমানো বা বন্ধ করা হচ্ছে না বলেও এদিন তিনি জানান ৷

করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া সম্পূর্ণ না করেই কেন্দ্র কেন বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল সেই প্রশ্নও এদিন তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

গঙ্গাসাগর, 29 ডিসেম্বর : রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ৷ রয়েছে ওমিক্রন আতঙ্কও ৷ এই অবস্থায় সংক্রমণ আরও বাড়লে রাজ্যে ফের বন্ধ হতে স্কুল-কলেজ, এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ বুধবার গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে (Mamata Banerjee in Administrative Meeting in Gangasagar) মুখ্যমন্ত্রী বলেন, "আক্রান্ত বেশি হলে স্কুল কলেজ বন্ধ রাখা হবে ৷" এই বিষয়টি নিয়ে শিক্ষা সচিবকে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

এছাড়াও করোনার সংক্রমণ বৃদ্ধি ও তৃতীয় ঢেউ-এর আশঙ্কা বিষয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ কলকাতায় ফের কনটেনমেন্ট জোন জারি হতে পারে বলে এদিন ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ বলেছেন, "প্রয়োজনে কলকাতায় 3 জানুয়ারি থেকে কনটেনমেন্ট জোন লাগু হতে পারে ৷" 50 শতংশ কর্মী নিয়ে ওয়ার্ক ফর্ম হোম করার বিষয়টিও ফের চিন্তা ভাবনা করা হতে পারে বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷

আরও পড়ুন : রাজ্যে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, নতুন করে আক্রান্ত 5

আন্তর্জাতিক বিমানের যাত্রীদের নিয়েও সতর্ক থাকার পরামর্শ এদিন রাজ্য প্রশাসনকে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, বিমানবন্দরে যাঁরা নামছেন তাঁদের যাতে সঠিক স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট তৈরি হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে ৷ কেন্দ্রের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন বলেন, "কলকাতায় যেসব আন্তর্জাতিক বিমান আসছে সেগুলির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া উচিত ৷" গঙ্গাসাগর মেলার জন্য রাজ্যে এখনই লোকাল ট্রেন পরিষাবা কমানো বা বন্ধ করা হচ্ছে না বলেও এদিন তিনি জানান ৷

করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া সম্পূর্ণ না করেই কেন্দ্র কেন বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল সেই প্রশ্নও এদিন তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

Last Updated : Dec 29, 2021, 3:43 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.