ETV Bharat / state

ভ্যাকসিন নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত স্বামী, গুরুতর আহত স্ত্রী - মৃত্যু 1

প্রত্যক্ষদর্শীদের কথায়, গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে । ভ্যাকসিন নিতে সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত স্কুটি নিয়ে হাসপাতালে উদ্দেশ্যে আসছিলেন স্বামী-স্ত্রী । বৈরাগী মোড় এলাকায় পিছন থেকে স্করপিও গাড়ি স্কুটিতে ধাক্কা মারে । স্কুটি ছিটকে পড়ে নয়ানজুলিতে ।

করোনা ভ্যাকসিন নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 1, গুরুতর আহত 1
করোনা ভ্যাকসিন নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 1, গুরুতর আহত 1
author img

By

Published : May 21, 2021, 6:43 PM IST

কুলপি, 21 মে : করোনা টিকা নিতে যাওয়ার সময় স্কুটি দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঢোলাহাট থানার বৈরাগী মোড় এলাকার ঘটনা । মৃত সমীর ঘরামি (61) ঢোলাহাট থানার মিলন মোড় এলাকার বাসিন্দা ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী গীতা ঘরামিও ।

সমীরবাবু তাঁর স্ত্রী গীতাদেবীকে সঙ্গে নিয়ে করোনার টিকা নিতে যাচ্ছিলেন ৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে । ভ্যাকসিন নিতে সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত স্কুটি নিয়ে হাসপাতালে উদ্দেশ্যে আসছিলেন স্বামী-স্ত্রী । বৈরাগী মোড় এলাকায় পিছন থেকে একটি স্করপিও স্কুটিতে ধাক্কা মারে । স্কুটি ছিটকে পড়ে নয়ানজুলিতে ।

এরপর স্করপিও গাড়ির ড্রাইভার স্বামী-স্ত্রী দু‘জনকে গাড়িতে তুলে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন । সেখানে চিকিৎসক সমীর ঘরামিকে মৃত বলে ঘোষণা করে । গুরুতর আহত অবস্থায় গীতাদেবীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । মৃত ব্যক্তি পেশায় চায়ের দোকানদার । দুই ছেলে এক মেয়ে ৷ প্রত্যেকে বিবাহিত । ঢোলাহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

আরও পড়ুন : করোনা রোগীর খাবার ও অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিতে উদ্যোগী ভাঙড়ের কয়েকজন যুবক

কুলপি, 21 মে : করোনা টিকা নিতে যাওয়ার সময় স্কুটি দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঢোলাহাট থানার বৈরাগী মোড় এলাকার ঘটনা । মৃত সমীর ঘরামি (61) ঢোলাহাট থানার মিলন মোড় এলাকার বাসিন্দা ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী গীতা ঘরামিও ।

সমীরবাবু তাঁর স্ত্রী গীতাদেবীকে সঙ্গে নিয়ে করোনার টিকা নিতে যাচ্ছিলেন ৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে । ভ্যাকসিন নিতে সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত স্কুটি নিয়ে হাসপাতালে উদ্দেশ্যে আসছিলেন স্বামী-স্ত্রী । বৈরাগী মোড় এলাকায় পিছন থেকে একটি স্করপিও স্কুটিতে ধাক্কা মারে । স্কুটি ছিটকে পড়ে নয়ানজুলিতে ।

এরপর স্করপিও গাড়ির ড্রাইভার স্বামী-স্ত্রী দু‘জনকে গাড়িতে তুলে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন । সেখানে চিকিৎসক সমীর ঘরামিকে মৃত বলে ঘোষণা করে । গুরুতর আহত অবস্থায় গীতাদেবীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । মৃত ব্যক্তি পেশায় চায়ের দোকানদার । দুই ছেলে এক মেয়ে ৷ প্রত্যেকে বিবাহিত । ঢোলাহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

আরও পড়ুন : করোনা রোগীর খাবার ও অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিতে উদ্যোগী ভাঙড়ের কয়েকজন যুবক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.