ETV Bharat / state

Panchayat Elections 2023: মনোনয়ন না তোলায় বিজেপি প্রার্থীর স্বামীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল - beaten up for not withdrawing nomination

মনোনয়ন প্রত্যাহার না করায় বিজেপি প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ দায়ের বারুইপুর থানায়।

nomination withdrawn
মনোনয়ন প্রত্যাহারের হুমকি ও মারধর
author img

By

Published : Jun 17, 2023, 1:50 PM IST

মনোনয়ন না তোলায় বিজেপি প্রার্থীর স্বামীকে মারধর

বারুইপুর, 17 জুন: মনোনয়ন পত্র জমা করার পর প্রার্থী পদ প্রত্যাহার করতে প্রতিনিয়ত চাপ । আর মনোনয়ন প্রত্যাহার না করার জন্য এবার এক বিজেপি প্রার্থীর স্বামীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত বিজেপি প্রার্থীর স্বামীর নাম প্রশান্ত হালদার । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । মনোনয়ন পত্র প্রতাহারের জন্য বাড়িতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

জানা গিয়েছে, শুক্রবার বিকালের দিকে বারুইপুর-ক্যানিং রোডের উত্তরভাগের কাছে ফাঁকা রাস্তায় প্রশান্তের পথ আটকায় চারজন । এরপর সেখানে অজ্ঞাত পরিচয়ের ওই চার জন বাইক থেকে নামিয়ে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । তাঁর চিৎকারে স্থানীয় দুই ব্যক্তি উদ্ধার করে তাঁকে নিয়ে যান বারুইপুরের বিডিও অফিসের মাঠে । খবর পেয়ে দলের কর্মীরা সেখান থেকে আহত প্রশান্ত হালদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় বারুইপুর মহুকুমা হাসপাতালে । সেখানেই চিকিৎসা চলছে তাঁর । এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

অভিযোগ, বারুইপুর ব্লকের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের 98 নম্বর বুধের বিজেপি প্রার্থী হিসাবে কোনকি হালদার মনোনয়ন জমা দিয়েছেন । স্ত্রীর জমা দেওয়া সেই মনোনয়নপত্র প্রত্যাহারের জন্যই ক্রমাগত চাপ দিচ্ছিল তৃণমূল বলে অভিযোগ । তাঁদের সেই চাপ উপেক্ষা করায় এই হামলার ঘটনাটি ঘটেছে বলে দাবি আক্রান্তের । প্রশান্ত হালদার বলেন, "প্রতিনিয়ত তারা আমাকে হুমকি দিচ্ছে ৷ কোথাও বেরলে ওরা আমার উপর নজর রাখে ৷ একটা ঘরে আমাকে ডেকে বলে মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে ৷ নইলে আমার বাড়ি লুট করার হুমকিও দেয় ৷"

আরও পড়ুন: মনোনয়ন না তুললে বাড়ির মহিলাদের নিস্তার নেই, সিপিএম কর্মীদের হুমকি শাসক দলের

যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা স্বপন মণ্ডলের বক্তব্য, ভোট আসলেই বিজেপি এমন নাটক করে । নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি মারপিট করে তৃণমূলের নামে দোষ চাপায় । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷ আসলে ওরা এসব করে সংবাদমাধ্যমের নজর অন্য দিকে ঘুরিয়ে রাখে ।

মনোনয়ন না তোলায় বিজেপি প্রার্থীর স্বামীকে মারধর

বারুইপুর, 17 জুন: মনোনয়ন পত্র জমা করার পর প্রার্থী পদ প্রত্যাহার করতে প্রতিনিয়ত চাপ । আর মনোনয়ন প্রত্যাহার না করার জন্য এবার এক বিজেপি প্রার্থীর স্বামীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত বিজেপি প্রার্থীর স্বামীর নাম প্রশান্ত হালদার । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । মনোনয়ন পত্র প্রতাহারের জন্য বাড়িতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

জানা গিয়েছে, শুক্রবার বিকালের দিকে বারুইপুর-ক্যানিং রোডের উত্তরভাগের কাছে ফাঁকা রাস্তায় প্রশান্তের পথ আটকায় চারজন । এরপর সেখানে অজ্ঞাত পরিচয়ের ওই চার জন বাইক থেকে নামিয়ে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । তাঁর চিৎকারে স্থানীয় দুই ব্যক্তি উদ্ধার করে তাঁকে নিয়ে যান বারুইপুরের বিডিও অফিসের মাঠে । খবর পেয়ে দলের কর্মীরা সেখান থেকে আহত প্রশান্ত হালদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় বারুইপুর মহুকুমা হাসপাতালে । সেখানেই চিকিৎসা চলছে তাঁর । এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

অভিযোগ, বারুইপুর ব্লকের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের 98 নম্বর বুধের বিজেপি প্রার্থী হিসাবে কোনকি হালদার মনোনয়ন জমা দিয়েছেন । স্ত্রীর জমা দেওয়া সেই মনোনয়নপত্র প্রত্যাহারের জন্যই ক্রমাগত চাপ দিচ্ছিল তৃণমূল বলে অভিযোগ । তাঁদের সেই চাপ উপেক্ষা করায় এই হামলার ঘটনাটি ঘটেছে বলে দাবি আক্রান্তের । প্রশান্ত হালদার বলেন, "প্রতিনিয়ত তারা আমাকে হুমকি দিচ্ছে ৷ কোথাও বেরলে ওরা আমার উপর নজর রাখে ৷ একটা ঘরে আমাকে ডেকে বলে মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে ৷ নইলে আমার বাড়ি লুট করার হুমকিও দেয় ৷"

আরও পড়ুন: মনোনয়ন না তুললে বাড়ির মহিলাদের নিস্তার নেই, সিপিএম কর্মীদের হুমকি শাসক দলের

যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা স্বপন মণ্ডলের বক্তব্য, ভোট আসলেই বিজেপি এমন নাটক করে । নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি মারপিট করে তৃণমূলের নামে দোষ চাপায় । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷ আসলে ওরা এসব করে সংবাদমাধ্যমের নজর অন্য দিকে ঘুরিয়ে রাখে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.