বাসন্তী, 23 অগস্ট: মদ্যপানে বাধা পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী'র ঠোঁট কামড়ে দিল স্বামী ৷ কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল নেশাগ্রস্ত অভিযুক্ত স্বামী। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার ঢুড়ি সাত নম্বর এলাকায়।কয়েকদিন আগে সে শ্বশুরবাড়িতে আসে। সেখানেই স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করে। এরপর মদ খাওয়াকে কেন্দ্র করে বিবাদ বাঁধে স্বামী-স্ত্রীর মধ্যে। শুরু হয় গণ্ডগোল।
মদ খাওয়ার প্রতিবাদ করেন স্ত্রী। অভিযোগ, তখনই মহিলার ঠোঁটে কামড় বসিয়ে দেয় অভিযুক্ত স্বামী। মেয়ের চিৎকারে তাঁর মা এগিয়ে গেলে অভিযোগ তাঁরও ঠোঁট কামড়ানোর চেষ্টা করে জামাই। কোনওরকমে জামাইয়ের কামড়ের হাত থেকে বাঁচেন শাশুড়ি। এ দিকে অন্তঃসত্ত্বা মেয়ের উপর এইরকম নৃশংস ঘটনা মেনে নিতে পারেনি শ্বশুরবাড়ির লোকজন। তাঁরা চিৎকার করতে শুরু করেন। সেই চিৎকারে প্রতিবেশীরা এক জোট হতেই পালিয়ে যায় অভিযুক্ত ওই স্বামী।
স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বুধবার দুপুর 1টা নাগাদ বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে মেয়ের বাড়ির পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত ওই স্ত্রী বলেন, "মদ খেয়ে বাড়িতে এসে ঝামেলা করে ৷ তারপরই আচমকা আমার ঠোঁট কামড়ে দেয় ৷ এরপর চেঁচামেচি শুরু হলে পাশ থেকে সবাই তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসে ৷ এরপরই ও পালিয়ে যায় ৷"
এক প্রতিবেশী তিনি বলেন, "প্রায় সময় মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। গতকাল যখন প্রিয়ার স্বামী বাড়িতে আসে তখন তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। কিন্তু হঠাৎ করে আক্রান্ত মহিলার করুণ আর্তনাদ শুনতে পাই আমরা। চিৎকার শুনে আমরা ছুটে আসি। দেখি রক্তাক্ত অবস্থায় চিৎকার করছে সে। এরপর রক্তাক্ত অবস্থায় ওকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: স্ত্রী-মেয়েকে গলা কেটে খুন করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী অবসরপ্রাপ্ত সেনাকর্মী !