ETV Bharat / state

Domestic Violence: গৃহবধূর উপর রাসায়নিক হামলার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে - পণের জন্য গৃহবধূর উপর অত্যাচার

Assaulting Woman by Pouring Chemical in Kultali: কুলতলিতে মহিলার উপর রাসায়নিক ঢেলে হামলার অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ ঘটনায় 10 দিন তাঁকে বাড়িতে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে ৷ সম্প্রতি মহিলা বাড়ি থেকে পালিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷

Domestic Violence ETV BHARAT
Domestic Violence
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 7:31 PM IST

কুলতলিতে গৃহবধূর উপর রাসায়নিক হামলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কুলতলি, 4 সেপ্টেম্বর: পণের জন্য গৃহবধূর উপর অত্যাচার ৷ শরীরে অ্যাসিড জাতীয় রাসায়নিক ঢেলে 10 দিন বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠল স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ রবিবার সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচলেন মহিলা ৷ ওই রাসায়নিকের কারণে তাঁর শরীরে ক্ষত তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ দক্ষিণ 24 পরগনার কুলতলির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে ৷

ওই মহিলা পুলিশে জানিয়েছেন, 6 বছর আগে তাঁর দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা আহাচান হালদারের সঙ্গে বিয়ে হয় ৷ বিয়ের পর থেকেই পণের জন্য মহিলার উপর চাপ দিতে থাকে স্বামী ৷ সেই সঙ্গে তাঁর শাশুড়ি-সহ পরিবারের অন্যান্যরাও যুক্ত ছিলেন ৷ আর এ নিয়ে প্রায় তাঁর উপর অত্যাচার চলত ৷ প্রতিবাদ করলে জুটত মারধর ৷ কিন্তু, এসবের মধ্যেই আহাচান হালদার দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ ৷ নির্যাতিতা মহিলা অভিযোগ করেছেন, স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রী হাসিদা দু’জনেই মারধর করতেন ৷

অত্যাচার সহ্য করতে না পেরে সম্প্রতি বাপের বাড়ি চলে গিয়েছিলেন তিনি ৷ পরে বাপের বাড়ির লোকজন মহিলাকে শ্বশুরবাড়িতে দিয়ে আসেন ৷ অভিযোগ এর পরেই তাঁর উপর নেমে আসে সেই বিপদ ৷ দিন দশকে আগে রাত দু’টো নাগাদ মহিলার উপর আচমকাই হামলা করে তাঁর স্বামী এবং দ্বীতিয় স্ত্রী ৷ অভিযোগ একটি বোতল থেকে তরল জাতীয় কিছু তাঁর গায়ে ছিটিয়ে দেন আহাচান ৷ সঙ্গে সঙ্গে তাঁর শরীর জ্বলতে থাকে ৷ সেই সময় তিনি বাড়ি থেকে বেরনোর চেষ্টা করলে, বাকিরা তাঁকে আটকে দেন ৷

আরও পড়ুন: সন্দেহের বশে বড় জা'য়ের গায়ে অ্যাসিড ছোট'র, আটক অভিযুক্ত

ওই তরল রাসায়নিকের জ্বালা কমাতে তাঁর শরীরে জল ঢেলে দেন শাশুড়ি ৷ কিন্তু, রবিবার সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করেন তিনি ৷ আজ কুলতলি থানায় স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রী-সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্ত আহাচান-সহ বাকিরা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ আক্রান্ত মহিলা বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন ৷

কুলতলিতে গৃহবধূর উপর রাসায়নিক হামলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কুলতলি, 4 সেপ্টেম্বর: পণের জন্য গৃহবধূর উপর অত্যাচার ৷ শরীরে অ্যাসিড জাতীয় রাসায়নিক ঢেলে 10 দিন বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠল স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ রবিবার সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচলেন মহিলা ৷ ওই রাসায়নিকের কারণে তাঁর শরীরে ক্ষত তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ দক্ষিণ 24 পরগনার কুলতলির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে ৷

ওই মহিলা পুলিশে জানিয়েছেন, 6 বছর আগে তাঁর দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা আহাচান হালদারের সঙ্গে বিয়ে হয় ৷ বিয়ের পর থেকেই পণের জন্য মহিলার উপর চাপ দিতে থাকে স্বামী ৷ সেই সঙ্গে তাঁর শাশুড়ি-সহ পরিবারের অন্যান্যরাও যুক্ত ছিলেন ৷ আর এ নিয়ে প্রায় তাঁর উপর অত্যাচার চলত ৷ প্রতিবাদ করলে জুটত মারধর ৷ কিন্তু, এসবের মধ্যেই আহাচান হালদার দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ ৷ নির্যাতিতা মহিলা অভিযোগ করেছেন, স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রী হাসিদা দু’জনেই মারধর করতেন ৷

অত্যাচার সহ্য করতে না পেরে সম্প্রতি বাপের বাড়ি চলে গিয়েছিলেন তিনি ৷ পরে বাপের বাড়ির লোকজন মহিলাকে শ্বশুরবাড়িতে দিয়ে আসেন ৷ অভিযোগ এর পরেই তাঁর উপর নেমে আসে সেই বিপদ ৷ দিন দশকে আগে রাত দু’টো নাগাদ মহিলার উপর আচমকাই হামলা করে তাঁর স্বামী এবং দ্বীতিয় স্ত্রী ৷ অভিযোগ একটি বোতল থেকে তরল জাতীয় কিছু তাঁর গায়ে ছিটিয়ে দেন আহাচান ৷ সঙ্গে সঙ্গে তাঁর শরীর জ্বলতে থাকে ৷ সেই সময় তিনি বাড়ি থেকে বেরনোর চেষ্টা করলে, বাকিরা তাঁকে আটকে দেন ৷

আরও পড়ুন: সন্দেহের বশে বড় জা'য়ের গায়ে অ্যাসিড ছোট'র, আটক অভিযুক্ত

ওই তরল রাসায়নিকের জ্বালা কমাতে তাঁর শরীরে জল ঢেলে দেন শাশুড়ি ৷ কিন্তু, রবিবার সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করেন তিনি ৷ আজ কুলতলি থানায় স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রী-সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্ত আহাচান-সহ বাকিরা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ আক্রান্ত মহিলা বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.