ETV Bharat / state

Arms Recovered in Bhangar: বাড়িতেই অস্ত্র কারখানা ! ভাঙড়ে উদ্ধার কাঁড়ি কাঁড়ি বোমা, গুলি, বারুদ - অস্ত্র উদ্ধার

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে আবারও ভাঙড়ে উদ্ধার হল প্রচুর পরিমাণে বোমা, কার্তুজ, আগ্নেয়াস্ত্র (WB Panchayat Election 2023) ৷ ঘটনায় গ্রেফতার বাবা-ছেলের জুটি ৷

huge amount of Arms Recovered in Bhangar before WB Panchayat Election 2023
Arms Recovered in Bhangar: বাড়িতেই অস্ত্র কারখানা ! ভাঙড়ে উদ্ধার কাঁড়ি কাঁড়ি বোমা, গুলি, বারুদ
author img

By

Published : Dec 1, 2022, 2:16 PM IST

ভাঙড়, 1 ডিসেম্বর: তিনখানা টেবিলজুড়ে থরে থরে সাজানো বোমা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা তৈরির সরঞ্জাম ! বুধবার রাতে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তল্লাশি চালিয়ে যত পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার (Arms Recovered in Bhangar) করা হল, তাতে তাজ্জব দুঁদে পুলিশ কর্তারাও ৷ গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও প্রচুর বোমা বানানোর সামগ্রী উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, তাদের তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়েছে পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক, একটি কার্তুজ, 15 কেজি বোমা বানানোর বারুদ এবং বোমা বানানোর অন্য নানা ধরনের সামগ্রী ও যন্ত্রপাতি ৷ বুধবার রাতে ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালায় পুলিশ ৷ নজরুল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয় ৷ সেখান থেকেই 15 কেজিরও বেশি বোমা বানানোর বারুদ ও বোমা বানানোর অন্য়ান্য সামগ্রী উদ্ধার করে পুলিশ ৷ এই ঘটনায় নজরুল মোল্লা ও তাঁর ছেলে শামসুদ্দিন রহমানকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বসে বোমা বানানোর সময়েই নজরুল ও তাঁর ছেলেকে হাতেনাতে পাকড়াও করা হয় ৷ বৃহস্পতিবার বাবা-ছেলের এই জুটিকে বারুইপুর আদালতে পেশ করা হয় ৷

উদ্ধার হওয়া বোমা, গুলি, বারুদের বহরে তাজ্জব পুলিশও !

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে এলাকা থেকে অস্ত্র উদ্ধার, গ্রেফতার 2

প্রসঙ্গত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড় ৷ যা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে ৷ আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারাও ৷ এর আগেই ভাঙড়ের নানা জায়গায় তল্লাশি চালানো হয়েছে ৷ তাতেও প্রচুর পরিমাণে বোমা, গুলি উদ্ধার করা হয়েছে ৷ আসলে রাজনৈতিক কোন্দল ভাঙড়ে নতুন কিছু নয় ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার, বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় নতুন করে ফের অশান্তির আশঙ্কা তৈরি হচ্ছে ৷ এই প্রেক্ষাপটে এলাকার একজন 'সাধারণ বাসিন্দা'র বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ যত পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার করেছে, তাতে চিন্তা বেড়েছে সংশ্লিষ্ট সব পক্ষের ৷ কাদের কাছ থেকে বরাত নিয়ে এসব তৈরি করা হচ্ছিল, তা বিশদে জানতে চাইছে পুলিশ ৷ এর জন্য ধৃত বাবা-ছেলেকে জেরা করা দরকার বলে মনে করছে তারা ৷ পাশাপাশি, এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সম্পর্ক রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ভাঙড়, 1 ডিসেম্বর: তিনখানা টেবিলজুড়ে থরে থরে সাজানো বোমা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা তৈরির সরঞ্জাম ! বুধবার রাতে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তল্লাশি চালিয়ে যত পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার (Arms Recovered in Bhangar) করা হল, তাতে তাজ্জব দুঁদে পুলিশ কর্তারাও ৷ গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও প্রচুর বোমা বানানোর সামগ্রী উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, তাদের তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়েছে পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক, একটি কার্তুজ, 15 কেজি বোমা বানানোর বারুদ এবং বোমা বানানোর অন্য নানা ধরনের সামগ্রী ও যন্ত্রপাতি ৷ বুধবার রাতে ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালায় পুলিশ ৷ নজরুল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয় ৷ সেখান থেকেই 15 কেজিরও বেশি বোমা বানানোর বারুদ ও বোমা বানানোর অন্য়ান্য সামগ্রী উদ্ধার করে পুলিশ ৷ এই ঘটনায় নজরুল মোল্লা ও তাঁর ছেলে শামসুদ্দিন রহমানকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বসে বোমা বানানোর সময়েই নজরুল ও তাঁর ছেলেকে হাতেনাতে পাকড়াও করা হয় ৷ বৃহস্পতিবার বাবা-ছেলের এই জুটিকে বারুইপুর আদালতে পেশ করা হয় ৷

উদ্ধার হওয়া বোমা, গুলি, বারুদের বহরে তাজ্জব পুলিশও !

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে এলাকা থেকে অস্ত্র উদ্ধার, গ্রেফতার 2

প্রসঙ্গত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড় ৷ যা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে ৷ আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারাও ৷ এর আগেই ভাঙড়ের নানা জায়গায় তল্লাশি চালানো হয়েছে ৷ তাতেও প্রচুর পরিমাণে বোমা, গুলি উদ্ধার করা হয়েছে ৷ আসলে রাজনৈতিক কোন্দল ভাঙড়ে নতুন কিছু নয় ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার, বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় নতুন করে ফের অশান্তির আশঙ্কা তৈরি হচ্ছে ৷ এই প্রেক্ষাপটে এলাকার একজন 'সাধারণ বাসিন্দা'র বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ যত পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার করেছে, তাতে চিন্তা বেড়েছে সংশ্লিষ্ট সব পক্ষের ৷ কাদের কাছ থেকে বরাত নিয়ে এসব তৈরি করা হচ্ছিল, তা বিশদে জানতে চাইছে পুলিশ ৷ এর জন্য ধৃত বাবা-ছেলেকে জেরা করা দরকার বলে মনে করছে তারা ৷ পাশাপাশি, এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সম্পর্ক রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.