ETV Bharat / state

HS Result 2021 : পর্ষদের মূল্যায়নে প্রশ্ন, বিক্ষোভ বাড়ছে ফেল করা পড়ুয়াদের - ঘেরাও

করোনা আবহে বাতিল হয়েছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ তারপরও ফেল করেছে কিছু পরীক্ষার্থী ৷ পরীক্ষা না দিয়েই অকৃতকার্য হতে হওয়ায় ক্ষুব্ধ তারা ৷ এর জেরে বিভিন্ন স্কুলে বিক্ষোভ শুরু করেছে ফেল করা পরীক্ষার্থীরা ৷ শনিবার দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতেও এমনই ঘটনা ঘটে ৷

HS Result 2021 : failed students agitation in South 24 Parganas
HS Result 2021 : পর্ষদের মূল্যায়নে প্রশ্ন, বিক্ষোভ বাড়ছে ফেল করা পড়ুয়াদের
author img

By

Published : Jul 24, 2021, 6:30 PM IST

রায়দিঘি, 24 জুলাই : উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে ৷ পরীক্ষা না হওয়া সত্ত্বেও যেসব পরীক্ষার্থীদের ফেল করানো হয়েছে, তাদের কেউই পর্ষদের এই মূল্যায়ন মানতে রাজি নয় ৷ এর জেরে রাজ্যের নানা প্রান্তে ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটছে ৷ কেউ বিক্ষোভ দেখাচ্ছে পাস করিয়ে দেওয়ার দাবিতে ৷ কেউ আবার পরীক্ষায় বসতে চেয়ে বিক্ষোভে সামিল হচ্ছে ৷ শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ 24 পরগনার রায়দিঘির শ্রীফলতলা চন্দ্রকান্ত হাইস্কুল চত্বর ৷

আরও পড়ুন : HS result 2021 : পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উচ্চমাধ্যমিকে ফেল করা ছাত্রীদের বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হলেও অকৃতকার্য হয়েছে শ্রীফলতলা চন্দ্রকান্ত হাইস্কুলের 40 জন পরীক্ষার্থী ৷ প্রতিবাদে এদিন শিক্ষকদের স্কুলের ভিতরেই আটকে রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷ তাদের দাবি, কীসের ভিত্তিতে এই মূল্যায়ন করা হল, তা বিস্তারিতভাবে জানাতে হবে স্কুল কর্তৃপক্ষকে ৷ কিন্তু কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে না পারায় স্কুলের প্রধান ফটকের বাইরেই বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রীরা ৷ এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ যার জেরে অসুস্থ হয়ে পড়ে দুই ছাত্রী ৷ তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ অসুস্থ দুই ছাত্রীকে তড়িঘড়ি রায়দিঘি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ৷

এদিকে, ছাত্র বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশ ৷ ইতিমধ্যে বিক্ষোভরত পড়ুয়ারাও উত্তেজিত হয়ে পড়ে ৷ অভিযোগ, বিক্ষোভ চলাকালীনই স্কুলের পাঁচিল ভাঙচুর করে তারা ৷ পরিস্থিতি বেগতিক বুঝে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয় ৷ এরপর পাঁচিল ভেঙে স্কুলে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা ৷ সমস্যা মেটাতে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে স্কুলের ভিতরে বৈঠকে বসে পুলিশ ৷

আরও পড়ুন : প্রথম স্থানাধিকারির ধর্মীয় পরিচয় প্রকাশে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ

অন্যদিকে, এদিনই একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তেজনা ছড়ায় ডায়মন্ডহারবার হাইস্কুলে ৷ অভিযোগ, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অন্যান্য স্কুলের পড়ুয়াদের প্রাধান্য দেওয়া হচ্ছে ৷ তাতে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ডায়মন্ডহারবার হাইস্কুল থেকে পাশ করা পড়ুয়ারা ৷ প্রতিবাদে স্কুলের সামনেই বিক্ষোভ দেখায় তারা ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ এর পাশাপাশি, ডায়মন্ডহারবার পারুলিয়া হাইস্কুলেও এদিন ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটে ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, পর্ষদের মূল্যায়নে কম নম্বর পেয়েছে তারা ৷ তারই প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ ৷ এই বিষয় নিয়ে স্কুলের শিক্ষকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকরাও ৷ সমস্য়া না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

রায়দিঘি, 24 জুলাই : উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে ৷ পরীক্ষা না হওয়া সত্ত্বেও যেসব পরীক্ষার্থীদের ফেল করানো হয়েছে, তাদের কেউই পর্ষদের এই মূল্যায়ন মানতে রাজি নয় ৷ এর জেরে রাজ্যের নানা প্রান্তে ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটছে ৷ কেউ বিক্ষোভ দেখাচ্ছে পাস করিয়ে দেওয়ার দাবিতে ৷ কেউ আবার পরীক্ষায় বসতে চেয়ে বিক্ষোভে সামিল হচ্ছে ৷ শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ 24 পরগনার রায়দিঘির শ্রীফলতলা চন্দ্রকান্ত হাইস্কুল চত্বর ৷

আরও পড়ুন : HS result 2021 : পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উচ্চমাধ্যমিকে ফেল করা ছাত্রীদের বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হলেও অকৃতকার্য হয়েছে শ্রীফলতলা চন্দ্রকান্ত হাইস্কুলের 40 জন পরীক্ষার্থী ৷ প্রতিবাদে এদিন শিক্ষকদের স্কুলের ভিতরেই আটকে রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷ তাদের দাবি, কীসের ভিত্তিতে এই মূল্যায়ন করা হল, তা বিস্তারিতভাবে জানাতে হবে স্কুল কর্তৃপক্ষকে ৷ কিন্তু কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে না পারায় স্কুলের প্রধান ফটকের বাইরেই বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রীরা ৷ এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ যার জেরে অসুস্থ হয়ে পড়ে দুই ছাত্রী ৷ তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ অসুস্থ দুই ছাত্রীকে তড়িঘড়ি রায়দিঘি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ৷

এদিকে, ছাত্র বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশ ৷ ইতিমধ্যে বিক্ষোভরত পড়ুয়ারাও উত্তেজিত হয়ে পড়ে ৷ অভিযোগ, বিক্ষোভ চলাকালীনই স্কুলের পাঁচিল ভাঙচুর করে তারা ৷ পরিস্থিতি বেগতিক বুঝে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয় ৷ এরপর পাঁচিল ভেঙে স্কুলে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা ৷ সমস্যা মেটাতে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে স্কুলের ভিতরে বৈঠকে বসে পুলিশ ৷

আরও পড়ুন : প্রথম স্থানাধিকারির ধর্মীয় পরিচয় প্রকাশে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ

অন্যদিকে, এদিনই একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তেজনা ছড়ায় ডায়মন্ডহারবার হাইস্কুলে ৷ অভিযোগ, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অন্যান্য স্কুলের পড়ুয়াদের প্রাধান্য দেওয়া হচ্ছে ৷ তাতে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ডায়মন্ডহারবার হাইস্কুল থেকে পাশ করা পড়ুয়ারা ৷ প্রতিবাদে স্কুলের সামনেই বিক্ষোভ দেখায় তারা ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ এর পাশাপাশি, ডায়মন্ডহারবার পারুলিয়া হাইস্কুলেও এদিন ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটে ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, পর্ষদের মূল্যায়নে কম নম্বর পেয়েছে তারা ৷ তারই প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ ৷ এই বিষয় নিয়ে স্কুলের শিক্ষকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকরাও ৷ সমস্য়া না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.