ETV Bharat / state

Housewife Murder for Dowry : পণের দাবিতে বধূকে পিটিয়ে খুন, গ্রেফতার শ্বশুরবাড়ির তিন - Housewife Murder for Dowry

পণের দাবিতে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে (Housewife Murdered in South 24 Parganas) । ঘটনাটি ঘটেছে মথুরাপুর থানার লালপুরে । গৃহবধূর স্বামী-সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

House Wife Murder In South 24 Pgs
গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে
author img

By

Published : Feb 23, 2022, 9:11 AM IST

মথুরাপুর, 23 ফেব্রুয়ারি: পণের দাবিতে প্রকাশ্যে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মথুরাপুর থানার লালপুরে (Housewife Murdered in South 24 Parganas) । গৃহবধূর নাম লিলুফা মিস্ত্রি (20) । ঘটনার পর পুলিশ মৃতের স্বামী মাজিদ হোসেন মিস্ত্রি, শ্বশুর জয়নাল মিস্ত্রি ও ভাসুর সাজিদ হোসেন মিস্ত্রিকে গ্রেফতার করেছে ।

বছর চারেক আগে প্রেম করে বিয়ে করেন মাজিদ ও লিলুফা । বিয়ের পর থেকে লিলুফাকে শ্বশুরবাড়ির লোকজনরা মেনে না নেওয়ায় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ভাড়া বাড়িতে আলাদা থাকতেন দম্পতি । তাঁদের ছেলেমেয়েও রয়েছে । অভিযোগ, পেশায় দিনমজুর লিলুফার স্বামী মাজিদ শ্বশুরবাড়ি থেকে পণ নিয়ে আসার জন‍্য চাপ দিতে থাকে । গৃহবধূ রাজি না হওয়ায় তাঁর উপর নির্যাতন শুরু হয় ৷ স্বামীর নির্যাতন মুখ বুজে সহ্য করতেন লিলুফা । সোমবার রাত থেকে আবারও লিলুফার উপর নির্যাতন শুরু করে মাজিদ । এদিন সকালে সেই নির্যাতন চরমে উঠলে প্রকাশ্যে বাঁশ দিয়ে পিটিয়ে লিলুফাকে খুন করে বলে অভিযোগ । মাজিদকে সঙ্গ দেয় তার বাবা ও দাদা । প্রতিবেশীরা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় লিলুফাকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

মথুরাপুর থানার লালপুরে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক ছেলে জেনে ফেলায় প্রেমিক-সহ আত্মঘাতী মহিলা

গৃহবধূকে মারধরের সময় মাজিদ-সহ তার বাবা ও দাদাকে হাতেনাতে ধরে ফেলেন প্রতিবেশীরা ৷ অভিযুক্তদের আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা । পুলিশ এসে তিন অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । পরে এই বধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করে পুলিশ ।

মথুরাপুর, 23 ফেব্রুয়ারি: পণের দাবিতে প্রকাশ্যে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মথুরাপুর থানার লালপুরে (Housewife Murdered in South 24 Parganas) । গৃহবধূর নাম লিলুফা মিস্ত্রি (20) । ঘটনার পর পুলিশ মৃতের স্বামী মাজিদ হোসেন মিস্ত্রি, শ্বশুর জয়নাল মিস্ত্রি ও ভাসুর সাজিদ হোসেন মিস্ত্রিকে গ্রেফতার করেছে ।

বছর চারেক আগে প্রেম করে বিয়ে করেন মাজিদ ও লিলুফা । বিয়ের পর থেকে লিলুফাকে শ্বশুরবাড়ির লোকজনরা মেনে না নেওয়ায় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ভাড়া বাড়িতে আলাদা থাকতেন দম্পতি । তাঁদের ছেলেমেয়েও রয়েছে । অভিযোগ, পেশায় দিনমজুর লিলুফার স্বামী মাজিদ শ্বশুরবাড়ি থেকে পণ নিয়ে আসার জন‍্য চাপ দিতে থাকে । গৃহবধূ রাজি না হওয়ায় তাঁর উপর নির্যাতন শুরু হয় ৷ স্বামীর নির্যাতন মুখ বুজে সহ্য করতেন লিলুফা । সোমবার রাত থেকে আবারও লিলুফার উপর নির্যাতন শুরু করে মাজিদ । এদিন সকালে সেই নির্যাতন চরমে উঠলে প্রকাশ্যে বাঁশ দিয়ে পিটিয়ে লিলুফাকে খুন করে বলে অভিযোগ । মাজিদকে সঙ্গ দেয় তার বাবা ও দাদা । প্রতিবেশীরা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় লিলুফাকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

মথুরাপুর থানার লালপুরে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক ছেলে জেনে ফেলায় প্রেমিক-সহ আত্মঘাতী মহিলা

গৃহবধূকে মারধরের সময় মাজিদ-সহ তার বাবা ও দাদাকে হাতেনাতে ধরে ফেলেন প্রতিবেশীরা ৷ অভিযুক্তদের আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা । পুলিশ এসে তিন অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । পরে এই বধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.