ETV Bharat / state

Hooghly River Erosion at Kulpi: নিম্নচাপের দোসর ভরা কোটাল, জোড়া ফলায় হুগলি নদীর বাঁধে ভাঙন; আশঙ্কায় গ্রামবাসীরা - হুগলি নদী

River Erosion at Kulpi due to High Tide: জলোচ্ছ্বাসের জেরে কুলপিতে হুগলি নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে ৷ যার জেরে একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ৷ ইতিমধ্যে 200 মিটার এলাকায় বাঁধ ভাঙতে শুরু করেছে ৷

Hooghly River Erosion at Kulpi ETV BHARAT
Hooghly River Erosion at Kulpi
author img

By

Published : Aug 2, 2023, 8:44 PM IST

জোড়া ফলায় হুগলি নদীর বাঁধে ভাঙন

কুলপি, 2 অগস্ট: নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় কুলপি বিধানসভার গায়েন পাড়া এলাকায় প্রায় 200 মিটার অঞ্চলজুড়ে হুগলি নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে ৷ জলের তীব্র স্রোতের কারণে বাঁধের মাটি ধুয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় গ্রামের বাসিন্দারা ৷ তবে, শুধু কুলপি বিধানসভার গায়েন পাড়া এলাকা নয় ৷ দক্ষিণ 24 পরগনার নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধগুলির অবস্থা ভয়ংকর হয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ মূলত গত দু’দিনের লাগাতার বৃষ্টি ও পূর্ণিমার ভরা কোটালের জলোচ্ছ্বাসের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷

স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার রাত থেকেই এই ভাঙন শুরু হয়েছে ৷ গায়েন পাড়া এলাকায় প্রায় 200 মিটার বাঁধের অনেকটা অংশ নদীগর্ভে চলে গিয়েছে ৷ পূর্ণিমার প্রভাব যতক্ষণ থাকবে এই জলোচ্ছ্বাস কমার নয় ৷ তার উপর অতি গভীর নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টিতে নদীতে জল বেড়েছে ৷ ফলে অস্থায়ী বাঁধগুলির উপর চাপ ক্রমশ বাড়ছে ৷ গায়েন পাড়া গ্রামের মানুষের দাবি, আজও একইভাবে বৃষ্টি হতে থাকলে এবং জলোচ্ছ্বাস না-কমলে নদী বাঁধ পুরোপুরি ভেঙে যাবে ৷ এর ফলে হুগলি নদীর জলে পুরো এলাকা ভেসে যেতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা ৷ নদীর নোনা জলে চাষের জমির ক্ষতি হওয়ার আশঙ্কাও করা হচ্ছে ৷

গ্রামবাসীদের দাবি, প্রশাসন যত দ্রুত সম্ভব এই নদী বাঁধ মেরামতির কাজ শুরু করুক ৷ উল্লেখ্য, কয়েক বছর আগেও হুগলি নদীর এই জায়গায় বাঁধে ভাঙন দেখা দিয়েছিল ৷ সেই সময় সেচ দফতর অস্থায়ীভাবে বাঁধ তৈরি করেছিল ৷ তখন সাময়িক রেহাই পাওয়া গেলেও, ফের ভাঙন শুরু হয়েছে একই জায়গায় ৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করবে ৷ তবে, সেটা কখন বা কবে শুরু হবে, তা অজানা ৷

আরও পড়ুন: ভাগীরথীতে ভাঙন, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আতঙ্কে প্রহর গুনছেন 50টি পরিবার

গায়েন পাড়ার বাসিন্দা রাজু বর বলেন, ‘‘বছর খানেক আগে এই বাঁধ ভেঙে গিয়েছিল ৷ প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ীভাবে এই নদী বাঁধ মেরামতি করা হয়েছিল ৷ সেই অস্থায়ী বাঁধে বুধবার সকাল থেকে ভাঙন দেখা দিয়েছে ৷ ইতিমধ্যেই হুগলি নদীর প্রবল জলোচ্ছ্বাসের কারণে সেই বাঁধের মাটি ধুয়ে যেতে শুরু করেছে ৷ আমরা আতংকে রয়েছি আমরা ৷ বাঁধ ভেঙে গেলে গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷’’

জোড়া ফলায় হুগলি নদীর বাঁধে ভাঙন

কুলপি, 2 অগস্ট: নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় কুলপি বিধানসভার গায়েন পাড়া এলাকায় প্রায় 200 মিটার অঞ্চলজুড়ে হুগলি নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে ৷ জলের তীব্র স্রোতের কারণে বাঁধের মাটি ধুয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় গ্রামের বাসিন্দারা ৷ তবে, শুধু কুলপি বিধানসভার গায়েন পাড়া এলাকা নয় ৷ দক্ষিণ 24 পরগনার নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধগুলির অবস্থা ভয়ংকর হয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ মূলত গত দু’দিনের লাগাতার বৃষ্টি ও পূর্ণিমার ভরা কোটালের জলোচ্ছ্বাসের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷

স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার রাত থেকেই এই ভাঙন শুরু হয়েছে ৷ গায়েন পাড়া এলাকায় প্রায় 200 মিটার বাঁধের অনেকটা অংশ নদীগর্ভে চলে গিয়েছে ৷ পূর্ণিমার প্রভাব যতক্ষণ থাকবে এই জলোচ্ছ্বাস কমার নয় ৷ তার উপর অতি গভীর নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টিতে নদীতে জল বেড়েছে ৷ ফলে অস্থায়ী বাঁধগুলির উপর চাপ ক্রমশ বাড়ছে ৷ গায়েন পাড়া গ্রামের মানুষের দাবি, আজও একইভাবে বৃষ্টি হতে থাকলে এবং জলোচ্ছ্বাস না-কমলে নদী বাঁধ পুরোপুরি ভেঙে যাবে ৷ এর ফলে হুগলি নদীর জলে পুরো এলাকা ভেসে যেতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা ৷ নদীর নোনা জলে চাষের জমির ক্ষতি হওয়ার আশঙ্কাও করা হচ্ছে ৷

গ্রামবাসীদের দাবি, প্রশাসন যত দ্রুত সম্ভব এই নদী বাঁধ মেরামতির কাজ শুরু করুক ৷ উল্লেখ্য, কয়েক বছর আগেও হুগলি নদীর এই জায়গায় বাঁধে ভাঙন দেখা দিয়েছিল ৷ সেই সময় সেচ দফতর অস্থায়ীভাবে বাঁধ তৈরি করেছিল ৷ তখন সাময়িক রেহাই পাওয়া গেলেও, ফের ভাঙন শুরু হয়েছে একই জায়গায় ৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করবে ৷ তবে, সেটা কখন বা কবে শুরু হবে, তা অজানা ৷

আরও পড়ুন: ভাগীরথীতে ভাঙন, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আতঙ্কে প্রহর গুনছেন 50টি পরিবার

গায়েন পাড়ার বাসিন্দা রাজু বর বলেন, ‘‘বছর খানেক আগে এই বাঁধ ভেঙে গিয়েছিল ৷ প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ীভাবে এই নদী বাঁধ মেরামতি করা হয়েছিল ৷ সেই অস্থায়ী বাঁধে বুধবার সকাল থেকে ভাঙন দেখা দিয়েছে ৷ ইতিমধ্যেই হুগলি নদীর প্রবল জলোচ্ছ্বাসের কারণে সেই বাঁধের মাটি ধুয়ে যেতে শুরু করেছে ৷ আমরা আতংকে রয়েছি আমরা ৷ বাঁধ ভেঙে গেলে গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.