ETV Bharat / state

Attack on Higher Secondary Examinee : বাজি ফাটানোর প্রতিবাদ করায় রক্তাক্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী - Attack on Higher Secondary Examinee for Protesting Against bursting firecrackers

বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থীকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করল স্থানীয় যুবকরা (Attack on Higher Secondary Examinee for Protesting Against bursting firecrackers) ৷ বারুইপুরের মল্লিকপুর এলাকার ঘটনা ৷ মহম্মদ ফায়েজ নামে ওই পরীক্ষার্থীর শরীরে 32টি সেলাই পড়েছে ৷ পুলিশ ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছে ৷

Higher Secondary Examinee Wounded by Sharp Objects by Local Youths in Baruipur
Higher Secondary Examinee Wounded by Sharp Objects by Local Youths in Baruipur
author img

By

Published : Mar 20, 2022, 12:24 PM IST

বারুইপুর, 20 মার্চ : বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর হামলা (Attack on Higher Secondary Examinee for Protesting Against bursting firecrackers) ৷ ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হল সারা শরীর ৷ মাথায় ও শরীর মিলিয়ে প্রায় 32টি সেলাই পড়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মহম্মদ ফায়েজ আফজল আলির ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় বারুইপুরের মল্লিকপুর এলাকায় ৷ ঘটনায় রাতেই অভিযুক্ত 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে ৷ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

শনিবার সবেবরাতে দেদার বাজি ফেটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ তেমনি বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা মহম্মদ ফায়েজ আফজল আলির বাড়ির সামনেও বাজি ফাটাচ্ছিল স্থানীয় একদল যুবক ৷ মহম্মদ ফায়েজ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ৷ কয়েকদিন পরেই জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা ৷ তাই উৎসবকে উপেক্ষা করে তারই প্রস্তুতি নিচ্ছিল সে ৷ কিন্তু, স্থানীয় যুবকদের বাজি ফাটানোয় তার পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল ৷ তাই ফায়েজ বাইরে বেরিয়ে তাদের বাড়ির সামনে বাজি ফাটাতে নিষেধ করে ৷ অভিযোগ, সেই কথা শোনেনি ওই যুবকরা ৷ সেই সময় ফায়েজের মা বাইরে বেরিয়ে অন্য কোথাও গিয়ে বাজি ফাটাতে অনুরোধ করেন ৷

বাজি ফাটানোর প্রতিবাদ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ক্ষতবিক্ষত করল একদল যুবক

অভিযোগ, সেই সময় এক যুবক ফায়েজের মায়ের দিকে একটি শব্দবাজি ছুড়ে দেয় ৷ যে ঘটনায় ফায়েজ রেগে ঘর থেকে বেরিয়ে আসে ৷ কড়া স্বরে ওই যুবকদের আচরণের প্রতিবাদ করায় ফায়েজের দিকে তেড়ে যায় ওই যুবকরা (Higher Secondary Examinee Wounded by Sharp Objects by Local Youths in Baruipur) ৷ ফায়েজের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ অভিযোগ, সেই সময় তাদের মধ্যে দু’জন অতর্কিতে ব্লেড নিয়ে ফায়েজের শরীরে চালাতে শুরু করে ৷ কিছু বুঝে ওঠার আগেই ফায়েজের শরীর থেকে রক্ত বেরতে শুরু করে ৷ কানের উপরে মাথায় গভীর ক্ষত তৈরি হয় ৷ সেখান দিয়ে অনবরত রক্তপাত হতে থাকে ৷ ফায়েজের পীঠেও ব্লেড চালায় অভিযুক্তরা ৷ সেই দৃশ্য দেখে ফায়েজের মা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন ৷ বেগতিক দেখে অভিযুক্তরা সেখান থেকে পালায় ৷

আরও পড়ুন : Murder in Panihati : ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে

স্থানীয়রা ফায়েজকে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মাথায় ও শরীর মিলিয়ে মোট 32টি সেলাই পড়ে ৷ রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে ফায়েজের পরিবার ৷ ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ রাজপুর চৌহাটি হাইস্কুলের পড়ুয়া ফায়েজ এবং তার পরিবার এই ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছে ৷ সামনেই উচ্চমাধ্যমিকের মত গুরুত্বপূর্ণ পরীক্ষা ৷ সেখানে এমন অবস্থায় আতঙ্কে পরীক্ষার প্রস্তুতি ঠিক মতো হবে কিনা, সেটাই ভাবাচ্ছে ফায়েজের পরিবারকে ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে ৷

বারুইপুর, 20 মার্চ : বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর হামলা (Attack on Higher Secondary Examinee for Protesting Against bursting firecrackers) ৷ ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হল সারা শরীর ৷ মাথায় ও শরীর মিলিয়ে প্রায় 32টি সেলাই পড়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মহম্মদ ফায়েজ আফজল আলির ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় বারুইপুরের মল্লিকপুর এলাকায় ৷ ঘটনায় রাতেই অভিযুক্ত 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে ৷ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

শনিবার সবেবরাতে দেদার বাজি ফেটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ তেমনি বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা মহম্মদ ফায়েজ আফজল আলির বাড়ির সামনেও বাজি ফাটাচ্ছিল স্থানীয় একদল যুবক ৷ মহম্মদ ফায়েজ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ৷ কয়েকদিন পরেই জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা ৷ তাই উৎসবকে উপেক্ষা করে তারই প্রস্তুতি নিচ্ছিল সে ৷ কিন্তু, স্থানীয় যুবকদের বাজি ফাটানোয় তার পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল ৷ তাই ফায়েজ বাইরে বেরিয়ে তাদের বাড়ির সামনে বাজি ফাটাতে নিষেধ করে ৷ অভিযোগ, সেই কথা শোনেনি ওই যুবকরা ৷ সেই সময় ফায়েজের মা বাইরে বেরিয়ে অন্য কোথাও গিয়ে বাজি ফাটাতে অনুরোধ করেন ৷

বাজি ফাটানোর প্রতিবাদ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ক্ষতবিক্ষত করল একদল যুবক

অভিযোগ, সেই সময় এক যুবক ফায়েজের মায়ের দিকে একটি শব্দবাজি ছুড়ে দেয় ৷ যে ঘটনায় ফায়েজ রেগে ঘর থেকে বেরিয়ে আসে ৷ কড়া স্বরে ওই যুবকদের আচরণের প্রতিবাদ করায় ফায়েজের দিকে তেড়ে যায় ওই যুবকরা (Higher Secondary Examinee Wounded by Sharp Objects by Local Youths in Baruipur) ৷ ফায়েজের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ অভিযোগ, সেই সময় তাদের মধ্যে দু’জন অতর্কিতে ব্লেড নিয়ে ফায়েজের শরীরে চালাতে শুরু করে ৷ কিছু বুঝে ওঠার আগেই ফায়েজের শরীর থেকে রক্ত বেরতে শুরু করে ৷ কানের উপরে মাথায় গভীর ক্ষত তৈরি হয় ৷ সেখান দিয়ে অনবরত রক্তপাত হতে থাকে ৷ ফায়েজের পীঠেও ব্লেড চালায় অভিযুক্তরা ৷ সেই দৃশ্য দেখে ফায়েজের মা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন ৷ বেগতিক দেখে অভিযুক্তরা সেখান থেকে পালায় ৷

আরও পড়ুন : Murder in Panihati : ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে

স্থানীয়রা ফায়েজকে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মাথায় ও শরীর মিলিয়ে মোট 32টি সেলাই পড়ে ৷ রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে ফায়েজের পরিবার ৷ ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ রাজপুর চৌহাটি হাইস্কুলের পড়ুয়া ফায়েজ এবং তার পরিবার এই ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছে ৷ সামনেই উচ্চমাধ্যমিকের মত গুরুত্বপূর্ণ পরীক্ষা ৷ সেখানে এমন অবস্থায় আতঙ্কে পরীক্ষার প্রস্তুতি ঠিক মতো হবে কিনা, সেটাই ভাবাচ্ছে ফায়েজের পরিবারকে ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.