ETV Bharat / state

Cyclone Jawad : সমুদ্রে জলোচ্ছ্বাস, গঙ্গাসাগরে অস্থায়ী দোকানঘর বাঁচাতে মরিয়া প্রয়াস ব্যবসায়ীদের

author img

By

Published : Dec 5, 2021, 7:37 AM IST

Updated : Dec 5, 2021, 8:11 AM IST

শেষমশ ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে ক্রমশ নিম্নচাপে পরিণত হচ্ছে ৷ আজ দুপুরের মধ্যে তা ওডিশা উপকূলে অবস্থিত পুরীর কাছাকাছি পৌঁছবে ৷ এর মধ্যে গতকাল অমবাস্যার ভরা কোটালে দক্ষিণবঙ্গে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস (high tide in sea due to cyclone jawad) শুরু হয় ৷ তাই প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ের অস্থায়ী দোকান বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালালেন ব্যবসায়ীরা (Gangasagar businessmen) ৷

Gangasagar businessmen save their shop
গঙ্গাসাগরে দোকানঘর বাঁচাতে মরিয়া ব্যবসায়ীরা

গঙ্গাসাগর, 5 ডিসেম্বর : ক্রমশ শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Super Cyclone Jawad weakens into a Depression) । আজ দুপুরের মধ্যে ওডিশা উপকূলে পুরীর কাছে পৌঁছতে পারে জাওয়াদ, জানিয়েছে আবহাওয়া দফতর (India Meteorological Department) ৷

গতকাল থেকে জাওয়াদ আর অমাবস্যার জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন উপকূল এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপট । এর সঙ্গে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস (high tide in sea due to cyclone jawad) ৷ এই পূর্বাভাস আগেভাগে জানিয়েছিল জেলা প্রশাসন ।

উত্তাল সমুদ্রে প্রাণের ঝুঁকি নিয়ে দোকান বাঁচাতে মরিয়া স্থানীয় ব্যবসায়ীরা

আরও পড়ুন : Cyclone Jawad Updates : জাওয়াদের জেরে দিঘায় শুরু হল জলোচ্ছ্বাস

ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের বেশকিছু উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । দক্ষিণ 24 পরগনার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো থেকে পর্যটকদের বের করে আনা হয়েছে (Travellers taken out due to Jawad from South 24 Parganas) ।

গতকাল রাতে অমাবস্যার ভরা কোটালে গঙ্গাসাগরে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে । সমুদ্র সৈকতের বাঁধ উপচে উপকূল অঞ্চল ভেসে যাচ্ছে । গঙ্গাসাগর সমুদ্র সৈকত কার্যত পুণ্যার্থী শূন্য, পর্যটক শূন্য । জলোচ্ছ্বাসের কারণে সমুদ্র তীরের ব্যবসায়ীরা নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে প্রাণপণ লড়াই চালিয়ে গিয়েছেন । উত্তাল ঢেউয়ের মধ্যেই অস্থায়ী দোকানঘর নিরাপদ জায়গায় সরিয়ে আনতে গঙ্গাসাগরে ভিড় করেছিলেন তাঁরা । এখনও উদ্বিগ্ন ও আতঙ্কে প্রহর গুনছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকার বাসিন্দারা ।

গঙ্গাসাগর, 5 ডিসেম্বর : ক্রমশ শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Super Cyclone Jawad weakens into a Depression) । আজ দুপুরের মধ্যে ওডিশা উপকূলে পুরীর কাছে পৌঁছতে পারে জাওয়াদ, জানিয়েছে আবহাওয়া দফতর (India Meteorological Department) ৷

গতকাল থেকে জাওয়াদ আর অমাবস্যার জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন উপকূল এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপট । এর সঙ্গে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস (high tide in sea due to cyclone jawad) ৷ এই পূর্বাভাস আগেভাগে জানিয়েছিল জেলা প্রশাসন ।

উত্তাল সমুদ্রে প্রাণের ঝুঁকি নিয়ে দোকান বাঁচাতে মরিয়া স্থানীয় ব্যবসায়ীরা

আরও পড়ুন : Cyclone Jawad Updates : জাওয়াদের জেরে দিঘায় শুরু হল জলোচ্ছ্বাস

ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের বেশকিছু উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । দক্ষিণ 24 পরগনার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো থেকে পর্যটকদের বের করে আনা হয়েছে (Travellers taken out due to Jawad from South 24 Parganas) ।

গতকাল রাতে অমাবস্যার ভরা কোটালে গঙ্গাসাগরে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে । সমুদ্র সৈকতের বাঁধ উপচে উপকূল অঞ্চল ভেসে যাচ্ছে । গঙ্গাসাগর সমুদ্র সৈকত কার্যত পুণ্যার্থী শূন্য, পর্যটক শূন্য । জলোচ্ছ্বাসের কারণে সমুদ্র তীরের ব্যবসায়ীরা নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে প্রাণপণ লড়াই চালিয়ে গিয়েছেন । উত্তাল ঢেউয়ের মধ্যেই অস্থায়ী দোকানঘর নিরাপদ জায়গায় সরিয়ে আনতে গঙ্গাসাগরে ভিড় করেছিলেন তাঁরা । এখনও উদ্বিগ্ন ও আতঙ্কে প্রহর গুনছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকার বাসিন্দারা ।

Last Updated : Dec 5, 2021, 8:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.