রায়দিঘি, 3 মার্চ : বৌভাতের দিন যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতের নাম রামেশ্বর হালদার (32) । রায়দিঘির শঙ্কররোড এলাকার ঘটনা । পরে খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
মৃত ব্যক্তি স্থানীয় কৌতলার উত্তরপাড়ার বাসিন্দা । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় স্কুল শিক্ষক রামেশ্বরের সঙ্গে স্থানীয় তালতলার বাসিন্দা এক যুবতির বিয়ে হয় সোমবার । বিয়ের পরদিনই অর্থাৎ মঙ্গলবার প্রীতিভোজের অনুষ্ঠানের জন্য শঙ্কররোডের কাছে একটি গেস্ট হাউস ভাড়া করা হয় । সকাল থেকে অনুষ্ঠানের জন্য তোড়জোড় শুরু করেন পরিবারের লোকজন । কিন্তু আচমকা বিকেল তিনটে নাগাদ বিশ্রাম নেওয়ার নাম করে গেস্ট হাউসের একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন রামেশ্বর । দীর্ঘক্ষণ কোনও আওয়াজ না পেয়ে সন্দেহ হয় আত্মীয়দের। দরজা ভাঙতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় । এরপরেই ভেঙে পড়েন দুই পরিবারের লোকেরা ।
আরও পড়ুন, রাতের কলকাতায় স্কুলছাত্রীকে নিগ্রহ, ছিনতাই ! শ্রীঘরে 2
খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ আসে ঘটনাস্থানে । তবে ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা নিয়ে ধোঁয়াশায় মৃতের পরিবার । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।