ETV Bharat / state

নো স্কুল নো ফি দাবি, পঞ্চসায়রে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের - guardians agitation in front of indus vally school

পঞ্চসায়রে বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ তাদের অভিযোগ, স্কুল বন্ধ ৷ তবুও ফি না দিলে অনলাইনেও ক্লাস করতে দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ ৷

guardians agitation in front of indus vally school in panchasayar, south 24 paragana
নো স্কুল নো ফি দাবিতে পঞ্চসায়রে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের
author img

By

Published : Jun 9, 2020, 11:19 AM IST

Updated : Jun 9, 2020, 12:08 PM IST

পঞ্চসায়র, 9 জুন : নো স্কুল নো ফি ৷ এই দাবিতে পঞ্চসায়র থানা এলাকার মুকুন্দপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ তাঁদের অভিযোগ, লকডাউনের জেরে বন্ধ স্কুলে মাইনে দিতে না পারলে ছাত্রকে অনলাইনে ক্লাসও করতে দেওয়া হচ্ছে না ৷ স্কুল ফি-র জন্য জোর করে চাপ দেওয়া হচ্ছে ৷

নো স্কুল নো ফি দাবি, পঞ্চসায়রে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের

আজ ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থও হয়ে পড়েন 1 জন ৷ এর প্রতিবাদে স্কুলশিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, CBSE বোর্ড, মানবাধিকার কমিশন সবার কাছেই অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷ তাঁদের বক্তব্য, স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসুক ও তাঁদের কথা শুনুক ৷ যদিও এই বিষয়ে কোনও কিছুই বলতে চাননি স্কুল কর্তৃপক্ষ ৷ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনও কিছু বলতে চাননি ৷

পঞ্চসায়র, 9 জুন : নো স্কুল নো ফি ৷ এই দাবিতে পঞ্চসায়র থানা এলাকার মুকুন্দপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ তাঁদের অভিযোগ, লকডাউনের জেরে বন্ধ স্কুলে মাইনে দিতে না পারলে ছাত্রকে অনলাইনে ক্লাসও করতে দেওয়া হচ্ছে না ৷ স্কুল ফি-র জন্য জোর করে চাপ দেওয়া হচ্ছে ৷

নো স্কুল নো ফি দাবি, পঞ্চসায়রে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের

আজ ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থও হয়ে পড়েন 1 জন ৷ এর প্রতিবাদে স্কুলশিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, CBSE বোর্ড, মানবাধিকার কমিশন সবার কাছেই অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷ তাঁদের বক্তব্য, স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসুক ও তাঁদের কথা শুনুক ৷ যদিও এই বিষয়ে কোনও কিছুই বলতে চাননি স্কুল কর্তৃপক্ষ ৷ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনও কিছু বলতে চাননি ৷

Last Updated : Jun 9, 2020, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.