ETV Bharat / state

Grandmother and Granddaughter Unconscious: হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ঠাকুমা, মৃত নাতনি - হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ঠাকুমা-নাতনি

ডায়মন্ডহারবারে অচৈতন্য অবস্থায় উদ্ধার ঠাকুমা ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ মৃত নাতনি সোহিনী আইচ ৷ ঘটনার তদন্ত শুরু পুলিশের (Grandmother and Granddaughter Unconscious) ৷

Grandmother and Granddaughter Unconscious
হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ঠাকুমা-নাতনি
author img

By

Published : Apr 14, 2022, 6:54 PM IST

Updated : Apr 14, 2022, 7:54 PM IST

ডায়মন্ড হারবার, 14 এপ্রিল: অচৈতন্য অবস্থায় হোটেলের ঘর থেকে উদ্ধার ঠাকুমা ৷ একই ঘরে মেলে নাতনিকেও । নাতনি সোহিনী আইচকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ বৃহস্পতিবার ডায়মন্ডহারবারের একটি বেসরকারি হোটেলের ঘটনা ৷ অচৈতন্য অবস্থায় উদ্ধার ঠাকুমা আভা আইচের চিকিৎসা শুরু হয়েছে (Grandmother and Granddaughter Unconscious) ৷

আরও পড়ুন: বালুরঘাটে অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা

জানা গিয়েছে, এদিন ডায়মন্ডহারবারের ওই হোটেলে ওঠেন বৃদ্ধা আভা আইচ, তাঁর ছেলে ধীমান আইচ, নাতনি সোহিনী আইচ ৷ তাঁরা সকলেই উত্তর 24 পরগনার বারাসতের নবপল্লির বাসিন্দা ৷ এদিন সকালে ওই বৃদ্ধার ছেলে ধীমান আইচ হোটেল থেকে চলে যান ৷ দীর্ঘ সময় কেটে গেলেও ওই বৃদ্ধার ছেলে না ফেরায় সার্ভিস বয় তাঁদের রুমে গিয়ে ডাকলেও সাড়া মেলেনি ৷ তারপরেই স্থানীয় পুলিশে খবর দেন তাঁরা ৷

হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ঠাকুমা, মৃত নাতনি

পুলিশ এসে দরজা খুলে ঠাকুমা ও নাতনিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সোহিনীকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঠাকুমা আভা আইচের চিকিৎসা শুরু হয়েছে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়েই আত্মঘাতী হয়েছে সোহিনী ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে ৷

ডায়মন্ড হারবার, 14 এপ্রিল: অচৈতন্য অবস্থায় হোটেলের ঘর থেকে উদ্ধার ঠাকুমা ৷ একই ঘরে মেলে নাতনিকেও । নাতনি সোহিনী আইচকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ বৃহস্পতিবার ডায়মন্ডহারবারের একটি বেসরকারি হোটেলের ঘটনা ৷ অচৈতন্য অবস্থায় উদ্ধার ঠাকুমা আভা আইচের চিকিৎসা শুরু হয়েছে (Grandmother and Granddaughter Unconscious) ৷

আরও পড়ুন: বালুরঘাটে অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা

জানা গিয়েছে, এদিন ডায়মন্ডহারবারের ওই হোটেলে ওঠেন বৃদ্ধা আভা আইচ, তাঁর ছেলে ধীমান আইচ, নাতনি সোহিনী আইচ ৷ তাঁরা সকলেই উত্তর 24 পরগনার বারাসতের নবপল্লির বাসিন্দা ৷ এদিন সকালে ওই বৃদ্ধার ছেলে ধীমান আইচ হোটেল থেকে চলে যান ৷ দীর্ঘ সময় কেটে গেলেও ওই বৃদ্ধার ছেলে না ফেরায় সার্ভিস বয় তাঁদের রুমে গিয়ে ডাকলেও সাড়া মেলেনি ৷ তারপরেই স্থানীয় পুলিশে খবর দেন তাঁরা ৷

হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ঠাকুমা, মৃত নাতনি

পুলিশ এসে দরজা খুলে ঠাকুমা ও নাতনিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সোহিনীকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঠাকুমা আভা আইচের চিকিৎসা শুরু হয়েছে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়েই আত্মঘাতী হয়েছে সোহিনী ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে ৷

Last Updated : Apr 14, 2022, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.