ETV Bharat / state

ব্লাইন্ড অ্যাকাডেমির ছাত্রদের সঙ্গে কেক কেটে, রবীন্দ্র সংগীত গেয়ে জন্মদিন উদযাপন রাজ্যপালের - রাজ্যপাল সিভি আনন্দ বোস

Governor CV Ananda Bose Birthday: রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির পড়ুয়াদের সঙ্গে 73তম জন্মদিন পালন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Etv Bharat
রাজ্যপালের জন্মদিন পালন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 8:28 PM IST

ব্লাইন্ড অ্যাকাডেমির ছাত্রদের সঙ্গে কেক কেটে, রবীন্দ্র সংগীত গেয়ে জন্মদিন উদযাপন রাজ্যপালের

নরেন্দ্রপুর, 2 জানুয়ারি: ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে এসে সপরিবারে নিজের জন্মদিন পালন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে এসে সেখানকার ছাত্রদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন রাজ্যপাল ৷

1951 সালে 2 জানুয়ারি ভারতের কোচিনে জন্মগ্রহণ করেন তিনি । এদিন জন্মদিন কাটানোর পাশাপাশি রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি । এছাড়াও ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির পরিকাঠামোও খতিয়ে দেখেন । এখানকার পড়ুয়াদের সঙ্গে কেক কেটে ও 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' গান গেয়ে নিজের 73তম জন্মদিন উদযাপন করেন রাজ্যপাল । সকলে সমবেতভাবে রাজ্যপালকে হ্যাপি বার্থডে উইশ করেন তাঁকে ৷ এখানেই পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন আনন্দ বোস ৷ এছাড়াও এদিন রাজ্যপাল রামকৃষ্ণ মিশনের এই ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিকে গভর্নর এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেন ৷ সঙ্গে 1 লক্ষ টাকার একটি চেক । সার্টিফিকেট, মেমেন্টো-সহ এখানকার পড়ুয়াদের জন্য কেক ও মিষ্টি নিয়ে আসেন রাজ্যপাল ।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতি ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি । নতুন বছরে বাংলার, জল, মাটি সবকিছুর পুণ্য হোক বলে জানান তিনি । এখানে এসে জন্মদিন পালন করে তাঁর ভালো লেগেছে বলেও জানিয়েছেন রাজ্যপাল ।

নতুন হোম সেক্রেটারি ও চিফ সেক্রেটারিকেও শুভেচ্ছা জানিয়েছেন । তাঁরা যেন নিরপেক্ষভাবে নিজেদের কর্তব্যে অবিচল থাকেন তা স্মরণ করিয়ে দিয়েছেন ।

23 নভেম্বর রাজ্যপাল পদে বর্ষপূর্তির দিনেও বৃদ্ধা ও অনাথ মেয়েদের সঙ্গে পাত পেড়ে খেয়েছিলেন সিভি আনন্দ বোস ৷ অল বেঙ্গল উইমেনস ইউনিয়নের সদস্যদের মধ্যাহ্নভোজনে আমন্ত্রণ জানানো হয়েছিল সেদিন ৷

আরও পড়ুন :

1. বছর শেষের আগেই একাধিক বিলে স্বাক্ষর করবেন রাজ্যপাল, গুঞ্জন রাজভবনের অন্দরে

2 'যাদবপুরে সমাবর্তন বেআইনি, আইনি পরামর্শ নিচ্ছি'; বললেন রাজ্যপাল

3 যাদবপুরের সমাবর্তন নষ্ট করার চেষ্টা মুখ্যমন্ত্রীর থেকে হাতেখড়ি নেওয়া রাজ্যপালের, বিস্ফোরক সুজন

ব্লাইন্ড অ্যাকাডেমির ছাত্রদের সঙ্গে কেক কেটে, রবীন্দ্র সংগীত গেয়ে জন্মদিন উদযাপন রাজ্যপালের

নরেন্দ্রপুর, 2 জানুয়ারি: ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে এসে সপরিবারে নিজের জন্মদিন পালন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে এসে সেখানকার ছাত্রদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন রাজ্যপাল ৷

1951 সালে 2 জানুয়ারি ভারতের কোচিনে জন্মগ্রহণ করেন তিনি । এদিন জন্মদিন কাটানোর পাশাপাশি রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি । এছাড়াও ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির পরিকাঠামোও খতিয়ে দেখেন । এখানকার পড়ুয়াদের সঙ্গে কেক কেটে ও 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' গান গেয়ে নিজের 73তম জন্মদিন উদযাপন করেন রাজ্যপাল । সকলে সমবেতভাবে রাজ্যপালকে হ্যাপি বার্থডে উইশ করেন তাঁকে ৷ এখানেই পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন আনন্দ বোস ৷ এছাড়াও এদিন রাজ্যপাল রামকৃষ্ণ মিশনের এই ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিকে গভর্নর এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেন ৷ সঙ্গে 1 লক্ষ টাকার একটি চেক । সার্টিফিকেট, মেমেন্টো-সহ এখানকার পড়ুয়াদের জন্য কেক ও মিষ্টি নিয়ে আসেন রাজ্যপাল ।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতি ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি । নতুন বছরে বাংলার, জল, মাটি সবকিছুর পুণ্য হোক বলে জানান তিনি । এখানে এসে জন্মদিন পালন করে তাঁর ভালো লেগেছে বলেও জানিয়েছেন রাজ্যপাল ।

নতুন হোম সেক্রেটারি ও চিফ সেক্রেটারিকেও শুভেচ্ছা জানিয়েছেন । তাঁরা যেন নিরপেক্ষভাবে নিজেদের কর্তব্যে অবিচল থাকেন তা স্মরণ করিয়ে দিয়েছেন ।

23 নভেম্বর রাজ্যপাল পদে বর্ষপূর্তির দিনেও বৃদ্ধা ও অনাথ মেয়েদের সঙ্গে পাত পেড়ে খেয়েছিলেন সিভি আনন্দ বোস ৷ অল বেঙ্গল উইমেনস ইউনিয়নের সদস্যদের মধ্যাহ্নভোজনে আমন্ত্রণ জানানো হয়েছিল সেদিন ৷

আরও পড়ুন :

1. বছর শেষের আগেই একাধিক বিলে স্বাক্ষর করবেন রাজ্যপাল, গুঞ্জন রাজভবনের অন্দরে

2 'যাদবপুরে সমাবর্তন বেআইনি, আইনি পরামর্শ নিচ্ছি'; বললেন রাজ্যপাল

3 যাদবপুরের সমাবর্তন নষ্ট করার চেষ্টা মুখ্যমন্ত্রীর থেকে হাতেখড়ি নেওয়া রাজ্যপালের, বিস্ফোরক সুজন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.