ETV Bharat / state

Lakshmi Bhandar : লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিতে নৌকা নিয়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সরকারি কর্মীরা - নৌকা নিয়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সরকারি কর্মীরা

প্রত্যন্ত এলাকায় নৌকায় করে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা ৷ এমনই ছবি উঠে এল সুন্দরবনের বিভিন্নি জায়গায় ৷ যেখানে পরিবহণ ব্যবস্থা প্রায় নেই বললেই চলে, সেই সব প্রত্যন্ত এলাকায় নৌকায় করে গিয়ে সরকারি প্রতিনিধিরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়ে আসছেন ৷

Government workers reach remote areas of Sundarban by boats for provide Lakshmi Bhandar service in south 24 Pargana
লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিতে নৌকা নিয়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সরকারি কর্মীরা
author img

By

Published : Aug 19, 2021, 3:14 PM IST

গোসাবা, 19 অগস্ট : সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নৌকায় করে পৌঁছে যাচ্ছে দুয়ারে সরকার ৷ বিশেষত রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে এই তৎপরতা দেখা যাচ্ছে সুন্দরবন জেলা প্রশসানের তরফে ৷ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লেখাতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে ৷ আর তাই দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই পরিষেবা পৌঁছে দিতে নৌকায় করে সরকারি আধিকারিকদের পাঠানো হচ্ছে ৷

ভোট মিটে যাওয়ার পর, ফের একবার দ্বিতীয় দফায় রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি ৷ যেখানে প্রতিটি অঞ্চলে ক্যাম্প করে সরকারি সুবিধা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার ৷ সেইমতো দক্ষিণ 24 পরগনায় দুয়ারে সরকারের শিবির শুরু হয়েছে । গোসবা, বারুইপুর, সোনারপুর, ক্যানিং, নামখানা, পাথরপ্রতিমা, ডায়মন্ডহারবার-সহ বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের এই শিবিরগুলিতে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ৷ নিবার্চনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে তফসিলি জাতি-উপজাতির বিবাহিত মহিলাদের 1 হাজার টাকা এবং জেনারেল কাস্টের বিবাহিত মহিলাদের জন্য 500 টাকা করে দেওয়া হবে ৷ সেইমতোই শুরু হয়েছে ফর্ম বিলি ৷

আরও পড়ুন : Lakshmir Bhandar : অর্থের বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ, গ্রেফতার 4

গত 16 অগস্ট থেকে রাজ্যে দ্বিতীয় দফায় শুরু হয়েছে দুয়ারে সরকার ৷ যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে লম্বা লাইন দেখা যাচ্ছে ৷ কিন্তু, দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চলগুলির ছবিটা অবশ্য কিছুটা আলাদা ৷ পাথরপ্রতিমা, সন্দেশখালির মতো জায়গাগুলিতে জনঘনত্ব অনেকটাই কম । এমনকি যাতায়াতের সুযোগ সুবিধাও একেবারে নেই বলেই চলে ৷ তাই এবার সরকারি প্রতিনিধিরাই পৌঁছে যাচ্ছেন সুন্দরবনের ওই সব প্রত্যন্ত এলাকাগুলিতে ৷ নৌকা করে সরকারি প্রতিনিধিরা সেখানে গিয়ে সকল পরিষেবা পৌঁছে দিতে শুরু করেছেন ৷

গোসাবা, 19 অগস্ট : সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নৌকায় করে পৌঁছে যাচ্ছে দুয়ারে সরকার ৷ বিশেষত রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে এই তৎপরতা দেখা যাচ্ছে সুন্দরবন জেলা প্রশসানের তরফে ৷ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লেখাতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে ৷ আর তাই দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই পরিষেবা পৌঁছে দিতে নৌকায় করে সরকারি আধিকারিকদের পাঠানো হচ্ছে ৷

ভোট মিটে যাওয়ার পর, ফের একবার দ্বিতীয় দফায় রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি ৷ যেখানে প্রতিটি অঞ্চলে ক্যাম্প করে সরকারি সুবিধা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার ৷ সেইমতো দক্ষিণ 24 পরগনায় দুয়ারে সরকারের শিবির শুরু হয়েছে । গোসবা, বারুইপুর, সোনারপুর, ক্যানিং, নামখানা, পাথরপ্রতিমা, ডায়মন্ডহারবার-সহ বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের এই শিবিরগুলিতে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ৷ নিবার্চনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে তফসিলি জাতি-উপজাতির বিবাহিত মহিলাদের 1 হাজার টাকা এবং জেনারেল কাস্টের বিবাহিত মহিলাদের জন্য 500 টাকা করে দেওয়া হবে ৷ সেইমতোই শুরু হয়েছে ফর্ম বিলি ৷

আরও পড়ুন : Lakshmir Bhandar : অর্থের বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ, গ্রেফতার 4

গত 16 অগস্ট থেকে রাজ্যে দ্বিতীয় দফায় শুরু হয়েছে দুয়ারে সরকার ৷ যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে লম্বা লাইন দেখা যাচ্ছে ৷ কিন্তু, দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চলগুলির ছবিটা অবশ্য কিছুটা আলাদা ৷ পাথরপ্রতিমা, সন্দেশখালির মতো জায়গাগুলিতে জনঘনত্ব অনেকটাই কম । এমনকি যাতায়াতের সুযোগ সুবিধাও একেবারে নেই বলেই চলে ৷ তাই এবার সরকারি প্রতিনিধিরাই পৌঁছে যাচ্ছেন সুন্দরবনের ওই সব প্রত্যন্ত এলাকাগুলিতে ৷ নৌকা করে সরকারি প্রতিনিধিরা সেখানে গিয়ে সকল পরিষেবা পৌঁছে দিতে শুরু করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.