ETV Bharat / state

নিকাহতে সায় ছিল না, এলোপাথারি কোপ কিশোরীর গলায় - কাশিপুর থানা

রাতের অন্ধকারে চুপিসারে ফারহানার বাড়িতে ঢোকে আশফাক । হাতে ধারালো একটা ছুড়ি । দুই বোন তখন ঘরে বসে বই পড়ছিল । আর তখনই অতর্কিতে হামলা করে আশফাক । ফারহানা কিছু বুঝে ওঠার আগেই গলায় এলোপাথারি কোপ । গোটা ঘর রক্তে মাখামাখি ।

Kashipur crime news
ফারহানার ছবি
author img

By

Published : Sep 10, 2020, 7:21 PM IST

ভাঙড়, 10 সেপ্টেম্বর : বিয়েতে মত ছিল না । আর সেই রাগেই প্রেমিকাকে ধারাল অস্ত্রের কোপ মদ্যপ যুবকের । দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পূর্ব কাঠালিয়ার ঘটনা । অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কাশিপুর থানার পুলিশ । জখম নাবালিকাকে প্রথমে স্থানীয় নলমুড়ি হাসপাতালে ভরতি করা হয় । সেখানে অবস্থার অবনতি হতে থাকায় তাকে কলকাতা মেডিকেল কলজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ফারহানা পারভিন । বয়স বছর চোদ্দ-র আশেপাশে । স্কুলে পড়ে । বাড়ি ভাঙড়ের পূর্ব কাঠালিয়ায় । বিগত প্রায় বছর দুই ধরে ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল আশফাক মোল্লার । আশফাকের বাড়ি কাশিপুরে । কিন্তু শেষ কয়েকমাস ধরে সম্পর্কে বনিবনা । দূরত্ব বাড়ে । আশফাকের সঙ্গে সম্পর্কটা আর জিইয়ে রাখতে চাইছিল না ফারহানা । এদিকে আশফাকও নাছোড়বান্দা । বাড়িতে জানায়, সে ফারহানাকে নিকাহ করতে চায় । এই নিয়ে ফারহানার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার জন্য জোর দিতে থাকে আব্বাকে । রাজিও হয়ে যান আশফাকের আব্বা । সেই মতো ফারহানার বাড়িতে যান আশফাকের আব্বা । কথা বলেন ফারহানার পরিবারের লোকেদের সঙ্গে । কিন্তু লাভ কিছুই হয়নি । আশফাককে নিকাহ করতে অস্বীকার করে বছর চোদ্দ-র ফারহানা ।

আরও পড়ুন : গড়বেতায় নাবালিকা ধর্ষণে গোপন জবানবন্দি, অভিযুক্ত পলাতক

এরপরই শুরু হয় সমস্যা । সেদিন অপমানিত হয়ে বাড়ি ফিরে আসেন আশফাকের আব্বা । এরপর থেকেই রাগে ফুসছিল আশফাক । সুযোগ খুঁজছিল, কখন এর একটা বিহিত করা যায় । খবর পেয়েছিল, বুধবার বাড়িতে ফারহানা ও তার বোন বাড়িতে একা থাকবে । ব্যাস । তখনই ছক কষে নেয় আশফাক । এটাই মোক্ষম সময় । রাতের অন্ধকারে চুপিসারে ফারহানার বাড়িতে ঢোকে আশফাক । হাতে ধারালো একটা ছুড়ি । দুই বোন তখন ঘরে বসে বই পড়ছিল । আর তখনই অতর্কিতে হামলা করে আশফাক । ফারহানা কিছু বুঝে ওঠার আগেই গলায় এলোপাথারি কোপ । গোটা ঘর রক্তে মাখামাখি ।

ভয় পেয়ে চিৎকার করে ফারহানার বোন । চিৎকারের আওয়াজে আশেপাশের বাড়ির লোকেরা ছুটে আসেন । ততক্ষণে ফারহানার বাড়ি থেকে চম্পট দিয়েছে আশফাক । এদিকে ফারহানার গলা দিয়ে তখনও ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে । তড়িঘড়ি নিকটবর্তী নলমুড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় তাকে । অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে কলকাতা মেডিকেল কলজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনার পর থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা । হাসপাতাল সূত্রে খবর, ওই কিশোরীর শ্বাসনালি কেটে গেছে । 48 ঘণ্টা না কাটলে কিছু বলা যাবে না বলে হাসাপাতালের তরফে জানানো হয়েছে ।

আরও পড়ুন : যুবতির শ্লীলতাহানি রুখল দম্পতি, মহিলার পা পিষে পালাল অভিযুক্ত

এদিকে বুধবার রাতে ফারহানার বাড়ি থেকে পালিয়ে আশফাক নিজেই কাশিপুর থানার দিকে যাচ্ছিল । হয়ত, প্রতিশোধস্পৃহা থেকে সে যে কাণ্ড ঘটিয়েছে, তার জন্য অনুতাপ বোধ করছিল । কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যেই খবর চলে গেছিল । সে থানায় পৌঁছানোর আগেই মাঝপথে তাকে পাকড়াও করেন এক সিভিক ভলান্টিয়ার । নিয়ে আসা হয় কাশিপুর থানায় । গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে । ধৃত আশফাককে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়।

ভাঙড়, 10 সেপ্টেম্বর : বিয়েতে মত ছিল না । আর সেই রাগেই প্রেমিকাকে ধারাল অস্ত্রের কোপ মদ্যপ যুবকের । দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পূর্ব কাঠালিয়ার ঘটনা । অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কাশিপুর থানার পুলিশ । জখম নাবালিকাকে প্রথমে স্থানীয় নলমুড়ি হাসপাতালে ভরতি করা হয় । সেখানে অবস্থার অবনতি হতে থাকায় তাকে কলকাতা মেডিকেল কলজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ফারহানা পারভিন । বয়স বছর চোদ্দ-র আশেপাশে । স্কুলে পড়ে । বাড়ি ভাঙড়ের পূর্ব কাঠালিয়ায় । বিগত প্রায় বছর দুই ধরে ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল আশফাক মোল্লার । আশফাকের বাড়ি কাশিপুরে । কিন্তু শেষ কয়েকমাস ধরে সম্পর্কে বনিবনা । দূরত্ব বাড়ে । আশফাকের সঙ্গে সম্পর্কটা আর জিইয়ে রাখতে চাইছিল না ফারহানা । এদিকে আশফাকও নাছোড়বান্দা । বাড়িতে জানায়, সে ফারহানাকে নিকাহ করতে চায় । এই নিয়ে ফারহানার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার জন্য জোর দিতে থাকে আব্বাকে । রাজিও হয়ে যান আশফাকের আব্বা । সেই মতো ফারহানার বাড়িতে যান আশফাকের আব্বা । কথা বলেন ফারহানার পরিবারের লোকেদের সঙ্গে । কিন্তু লাভ কিছুই হয়নি । আশফাককে নিকাহ করতে অস্বীকার করে বছর চোদ্দ-র ফারহানা ।

আরও পড়ুন : গড়বেতায় নাবালিকা ধর্ষণে গোপন জবানবন্দি, অভিযুক্ত পলাতক

এরপরই শুরু হয় সমস্যা । সেদিন অপমানিত হয়ে বাড়ি ফিরে আসেন আশফাকের আব্বা । এরপর থেকেই রাগে ফুসছিল আশফাক । সুযোগ খুঁজছিল, কখন এর একটা বিহিত করা যায় । খবর পেয়েছিল, বুধবার বাড়িতে ফারহানা ও তার বোন বাড়িতে একা থাকবে । ব্যাস । তখনই ছক কষে নেয় আশফাক । এটাই মোক্ষম সময় । রাতের অন্ধকারে চুপিসারে ফারহানার বাড়িতে ঢোকে আশফাক । হাতে ধারালো একটা ছুড়ি । দুই বোন তখন ঘরে বসে বই পড়ছিল । আর তখনই অতর্কিতে হামলা করে আশফাক । ফারহানা কিছু বুঝে ওঠার আগেই গলায় এলোপাথারি কোপ । গোটা ঘর রক্তে মাখামাখি ।

ভয় পেয়ে চিৎকার করে ফারহানার বোন । চিৎকারের আওয়াজে আশেপাশের বাড়ির লোকেরা ছুটে আসেন । ততক্ষণে ফারহানার বাড়ি থেকে চম্পট দিয়েছে আশফাক । এদিকে ফারহানার গলা দিয়ে তখনও ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে । তড়িঘড়ি নিকটবর্তী নলমুড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় তাকে । অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে কলকাতা মেডিকেল কলজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনার পর থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা । হাসপাতাল সূত্রে খবর, ওই কিশোরীর শ্বাসনালি কেটে গেছে । 48 ঘণ্টা না কাটলে কিছু বলা যাবে না বলে হাসাপাতালের তরফে জানানো হয়েছে ।

আরও পড়ুন : যুবতির শ্লীলতাহানি রুখল দম্পতি, মহিলার পা পিষে পালাল অভিযুক্ত

এদিকে বুধবার রাতে ফারহানার বাড়ি থেকে পালিয়ে আশফাক নিজেই কাশিপুর থানার দিকে যাচ্ছিল । হয়ত, প্রতিশোধস্পৃহা থেকে সে যে কাণ্ড ঘটিয়েছে, তার জন্য অনুতাপ বোধ করছিল । কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যেই খবর চলে গেছিল । সে থানায় পৌঁছানোর আগেই মাঝপথে তাকে পাকড়াও করেন এক সিভিক ভলান্টিয়ার । নিয়ে আসা হয় কাশিপুর থানায় । গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে । ধৃত আশফাককে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.