বিষ্ণুপুর, 17 জুন : ডাইনি অপবাদে শাশুড়িকে মারধর করার অভিযোগ উঠল যুবতির বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের দক্ষিণ গোবিন্দপুরের ঘটনা । ঘটনায় যুবতি সহ আটক 4 ।
অভিযোগ, বছর 68 - র ওই বৃদ্ধাকে তার বৌমা ডাইনি অপবাদে বাড়ি থেকে বের করে দেয় । গতরাতে ওই বৃদ্ধা কোথাও আশ্রয় না পেয়ে রাস্তায় পড়ে ছিলেন । প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে বিষ্ণুপুর থানার পুলিশ । রাতেই তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয় । সঙ্গে ওই বৃদ্ধার বৌমা সহ আরও 4 জনকে থানায় আটক করে নিয়ে যায় পুলিশ ।
যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ওই বৃদ্ধার ছেলে ও বৌমা । উলটে তাদের অভিযোগ শাশুড়ির জন্যই ওই যুবতির দিদির শরীরিক অসুস্থতা কমছে না । ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।