ETV Bharat / state

ডাইনি অপবাদে শাশুড়িকে ঘরছাড়া করল যুবতি , আটক 5 - mother-in-law

বছর 68 - র ওই বৃদ্ধাকে তার বৌমা ডাইনি অপবাদে বাড়ি থেকে বের করে দেয় । গতরাতে ওই বৃদ্ধা কোথাও আশ্রয় না পেয়ে রাস্তায় পড়ে ছিলেন । খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় ।

ডাইনি অপবাদে শাশুড়িকে মারধর
author img

By

Published : Jun 17, 2019, 4:06 PM IST

Updated : Jun 17, 2019, 4:46 PM IST

বিষ্ণুপুর, 17 জুন : ডাইনি অপবাদে শাশুড়িকে মারধর করার অভিযোগ উঠল যুবতির বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের দক্ষিণ গোবিন্দপুরের ঘটনা । ঘটনায় যুবতি সহ আটক 4 ।

অভিযোগ, বছর 68 - র ওই বৃদ্ধাকে তার বৌমা ডাইনি অপবাদে বাড়ি থেকে বের করে দেয় । গতরাতে ওই বৃদ্ধা কোথাও আশ্রয় না পেয়ে রাস্তায় পড়ে ছিলেন । প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে বিষ্ণুপুর থানার পুলিশ । রাতেই তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয় । সঙ্গে ওই বৃদ্ধার বৌমা সহ আরও 4 জনকে থানায় আটক করে নিয়ে যায় পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ওই বৃদ্ধার ছেলে ও বৌমা । উলটে তাদের অভিযোগ শাশুড়ির জন্যই ওই যুবতির দিদির শরীরিক অসুস্থতা কমছে না । ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।

বিষ্ণুপুর, 17 জুন : ডাইনি অপবাদে শাশুড়িকে মারধর করার অভিযোগ উঠল যুবতির বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের দক্ষিণ গোবিন্দপুরের ঘটনা । ঘটনায় যুবতি সহ আটক 4 ।

অভিযোগ, বছর 68 - র ওই বৃদ্ধাকে তার বৌমা ডাইনি অপবাদে বাড়ি থেকে বের করে দেয় । গতরাতে ওই বৃদ্ধা কোথাও আশ্রয় না পেয়ে রাস্তায় পড়ে ছিলেন । প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে বিষ্ণুপুর থানার পুলিশ । রাতেই তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয় । সঙ্গে ওই বৃদ্ধার বৌমা সহ আরও 4 জনকে থানায় আটক করে নিয়ে যায় পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ওই বৃদ্ধার ছেলে ও বৌমা । উলটে তাদের অভিযোগ শাশুড়ির জন্যই ওই যুবতির দিদির শরীরিক অসুস্থতা কমছে না । ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।

sample description
Last Updated : Jun 17, 2019, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.