গঙ্গাসাগর, 28 মে : ধীরে ধীরে ছন্দে ফিরছে কপিল মুনির মন্দির চত্বর । বুধবার ঘূর্ণিঝড় যশের দাপটে উত্তাল সমুদ্রের জলে জলমগ্ন হয়ে পড়েছিল কপিল মুনির মন্দির সহ আশেপাশের এলাকা । যশের তাণ্ডবে কার্যত এলাকাছাড়া হয়ে গিয়েছিলেন মন্দির সংলগ্ন ব্যবসায়ী ও সন্ন্যাসীরা । বুধবারের পর বৃহস্পতিবারও আকাশের মুখভার ছিল । দফায় দফায় বৃষ্টি হয়েছে সারাদিন । তবে শুক্রবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এলাকা ৷
শুক্রবার সন্ন্যাসীদের পাশাপাশি মন্দির সংলগ্ন ব্যবসায়ীরা ফিরছেন ৷ দোকান খুলে বেচাকেনা শুরু করেছেন । আবার ছন্দে ফিরছে গঙ্গাসাগর ৷
আমফানের পর ফের বাংলার উপকূল এলাকায় তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় যশ ৷ লন্ডভন্ড হয়ে যায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা ৷ ঝোড়ো হাওয়ায় উত্তাল সমুদ্রের জলে ডুবে যায় কপিল মুনির আশ্রম চত্বর ৷ বানভাসি হয়ে পড়ে এলাকার শতাধিক বাড়ি ৷ ঝড় আর সাগরের জলের দাপটে সাজানো গোছানো কপিল মুনির আশ্রম তছনছ হয়ে যায় ৷৷
আরও পড়ুন : 15 মিনিটের সাক্ষাতে ক্ষতির রিপোর্ট পেশ মমতার, বাংলা টুইটে সাহায্যের আশ্বাস মোদির
যশের দাপটের পর দু’দিন কেটে গেছে ৷ জল নেমেছে মন্দির চত্বর থেকে ৷ শুক্রবার সকালের রৌদ্রজ্জ্বল আবহওয়া, সন্ন্যাসী ও ব্যবসায়ীদের বুকে আশা সঞ্চার করেছে ৷ ধীরে ধীরে শুরু হয়েছে বেচাকেনা ৷