ETV Bharat / state

Sundarbans Tourist Guide Suspended : বাঘের কাছে দাঁড়িয়ে পর্যটকের লঞ্চ, সাসপেন্ড টুরিস্ট গাইড - সুধন্যখালি জঙ্গলে নবাঁকী খালে বাঘের সাঁতার

পর্যটকদের বাঘ দেখাতে চেয়েছিলেন টুরিস্ট গাইড আর পর্যটক লঞ্চ ৷ তাই সাঁতরে যাওয়া বাঘের খুব কাছে গিয়ে লঞ্চটিকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখে লঞ্চচালক (Forest Official suspends Sundarbans Tourist Guide) ৷

Sundarbans Tourist Guide Suspend
জয় মা ভবানী লঞ্চের কাছে রয়্যাল বেঙ্গল টাইগার
author img

By

Published : Jan 9, 2022, 10:48 AM IST

Updated : Jan 9, 2022, 11:16 AM IST

সুন্দরবন, 9 জানুয়ারি : সাসপেন্ড করা হল টুরিস্ট গাইডকে ৷ পাশাপাশি বন্ধ করে দেওয়া লঞ্চ পরিষেবা । লঞ্চে পর্যটকদের ঘোরানোর সময় হঠাৎ বাঘের দেখা মেলে ৷ উত্তেজিত পর্যটকদের আরও ভাল করে বাঘ দর্শন করাতে লঞ্চটি সাঁতাররত বাঘটির খুব কাছে চলে যায় ৷ এতে দুর্ঘটনার সম্ভাবনা ছিল ৷ তাই বন দফতর এই পদক্ষেপ করেছে (Forest Official suspends Sundarbans Tourist Guide over breaking forest norms) ৷

গত বছর 27 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের গোসাবা সুধন্যখালি জঙ্গলে নবাঁকী খালের কাছে বাঘের দেখা পায় একদল পর্যটক । বাঘটি সাঁতরে খাল পারাপার করছিল ৷ মা ভবানী নামের লঞ্চটি পর্যটকদের আরও কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাতে বাঘটির খুব কাছাকাছি চলে যায় । এরপর বাঘের সামনে গিয়ে লঞ্চটির ইঞ্জিন বন্ধ করে দেয় চালক ।কিছুক্ষণ লঞ্চটি দাঁড়িয়ে থাকে ৷ আর এই খবর ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসে বন দফতর । তদন্তে নামেন বন দফতরের আধিকারিকেরা ।

বাঘ সাঁতরে পার হচ্ছিল সুধন্যখালির নবাঁকী খাল, কাছে গিয়ে দাঁড়িয়ে রইল লঞ্চ

আরও পড়ুন : Tiger Terror in Gosaba : হাঁফ ছেড়েছে কুমিরমারি, সাতজেলিয়ায় অব্যাহত বাঘ-বন্দি খেলা

এর ফলে যে কোনও মুহূর্তে যা খুশি হতে পারত । সজনেখালি ফরেস্টের রেঞ্জার বিশ্বজিৎ দাস বলেন, "ইটিএস 03 জয় মা ভবানী নামের একটি লঞ্চ নবাঁকী খালে বাঘের কাছে চলে গিয়েছিল ৷ খুবই অবাঞ্ছিত ঘটনা ৷ এটা হওয়া উচিত ছিল না ৷"

তিনি দু'ভাবে দুর্ঘটনা ঘটতে পারত ৷ প্রথমত, বাঘটি লঞ্চে উঠে পর্যটকদের আক্রমণ করতে পারত । দ্বিতীয়ত, জলের নিচে লঞ্চের পাখা জড়িয়ে বাঘটিরও আহত হওয়ার সম্ভাবনা ছিল ৷ রেঞ্জার বিশ্বজিৎ বলেন, "টুরিস্টদের নিয়মে বলা রয়েছে, বাঘকে কোনও ভাবে বিরক্ত, উত্তপ্ত করা যাবে না ৷ দূর থেকে দেখুন ৷ বন্যপ্রাণীদের কোনও ভাবে উত্ত্যক্ত করবেন না, ক্ষতি করবেন না ৷" তিনি জানান, উচ্চ-আধিকারিকদের কাছে এই খবর পৌঁছেছে ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই লঞ্চটিকে বন্ধ করা হয়েছে ৷ গাইডকেও সাসপেন্ড করা হয়েছে, জানালেন রেঞ্জার ৷ তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

তিনি সংবাদমাধ্যমে সবাইকে বার্তা দেন, এরকম ঘটনা যেন আর কখনও না ঘটে ৷

সুন্দরবন, 9 জানুয়ারি : সাসপেন্ড করা হল টুরিস্ট গাইডকে ৷ পাশাপাশি বন্ধ করে দেওয়া লঞ্চ পরিষেবা । লঞ্চে পর্যটকদের ঘোরানোর সময় হঠাৎ বাঘের দেখা মেলে ৷ উত্তেজিত পর্যটকদের আরও ভাল করে বাঘ দর্শন করাতে লঞ্চটি সাঁতাররত বাঘটির খুব কাছে চলে যায় ৷ এতে দুর্ঘটনার সম্ভাবনা ছিল ৷ তাই বন দফতর এই পদক্ষেপ করেছে (Forest Official suspends Sundarbans Tourist Guide over breaking forest norms) ৷

গত বছর 27 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের গোসাবা সুধন্যখালি জঙ্গলে নবাঁকী খালের কাছে বাঘের দেখা পায় একদল পর্যটক । বাঘটি সাঁতরে খাল পারাপার করছিল ৷ মা ভবানী নামের লঞ্চটি পর্যটকদের আরও কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাতে বাঘটির খুব কাছাকাছি চলে যায় । এরপর বাঘের সামনে গিয়ে লঞ্চটির ইঞ্জিন বন্ধ করে দেয় চালক ।কিছুক্ষণ লঞ্চটি দাঁড়িয়ে থাকে ৷ আর এই খবর ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসে বন দফতর । তদন্তে নামেন বন দফতরের আধিকারিকেরা ।

বাঘ সাঁতরে পার হচ্ছিল সুধন্যখালির নবাঁকী খাল, কাছে গিয়ে দাঁড়িয়ে রইল লঞ্চ

আরও পড়ুন : Tiger Terror in Gosaba : হাঁফ ছেড়েছে কুমিরমারি, সাতজেলিয়ায় অব্যাহত বাঘ-বন্দি খেলা

এর ফলে যে কোনও মুহূর্তে যা খুশি হতে পারত । সজনেখালি ফরেস্টের রেঞ্জার বিশ্বজিৎ দাস বলেন, "ইটিএস 03 জয় মা ভবানী নামের একটি লঞ্চ নবাঁকী খালে বাঘের কাছে চলে গিয়েছিল ৷ খুবই অবাঞ্ছিত ঘটনা ৷ এটা হওয়া উচিত ছিল না ৷"

তিনি দু'ভাবে দুর্ঘটনা ঘটতে পারত ৷ প্রথমত, বাঘটি লঞ্চে উঠে পর্যটকদের আক্রমণ করতে পারত । দ্বিতীয়ত, জলের নিচে লঞ্চের পাখা জড়িয়ে বাঘটিরও আহত হওয়ার সম্ভাবনা ছিল ৷ রেঞ্জার বিশ্বজিৎ বলেন, "টুরিস্টদের নিয়মে বলা রয়েছে, বাঘকে কোনও ভাবে বিরক্ত, উত্তপ্ত করা যাবে না ৷ দূর থেকে দেখুন ৷ বন্যপ্রাণীদের কোনও ভাবে উত্ত্যক্ত করবেন না, ক্ষতি করবেন না ৷" তিনি জানান, উচ্চ-আধিকারিকদের কাছে এই খবর পৌঁছেছে ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই লঞ্চটিকে বন্ধ করা হয়েছে ৷ গাইডকেও সাসপেন্ড করা হয়েছে, জানালেন রেঞ্জার ৷ তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

তিনি সংবাদমাধ্যমে সবাইকে বার্তা দেন, এরকম ঘটনা যেন আর কখনও না ঘটে ৷

Last Updated : Jan 9, 2022, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.