ETV Bharat / state

সুন্দরবনের দুস্থ মানুষদের ত্রান বিতরণ করলেন বনমন্ত্রী - রাজীব বন্দ্যোপাধ্যায়

WWF ও বন দপ্তরের উদ্যোগে সুন্দরবনের দয়াপুর ও জেমসপুর এলাকায় প্রায় 500 জন দুস্থ মানুষের মধ্যে ত্রান বিতরণ করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

Rajiv Bandapadhyay
বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 9, 2020, 11:43 PM IST

সুন্দরবন , 9 মে : সুন্দরবনের দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ত্রান বিতরণ করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । এই লকডাউনে অচল হয়ে পড়েছে সুন্দরবনের সাধারণ মানুষের জীবন-জীবিকা ৷ মূলত , সুন্দরবনের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহের পথ হল সুন্দরবনের জলে-জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরা । কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশেজুড়ে লকডাউনের কারণে সুন্দরবনের মৎস্যজীবীরাও আর মাছ বা কাঁকড়া ধরতে পারছেন না ৷ ফলে তাঁদের দুইবেলা খাওয়াও জুটছে না ৷ তাঁদের এই করুণ অবস্থা দেখে বন দপ্তর ও WWF এর যৌথ উদ্যোগে আজ সুন্দরবনের দুস্থ মানুষগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

আজ সুন্দরবনের দয়াপুর ও জেমসপুর এলাকায় প্রায় 500 জন মানুষের ত্রান বিতরণ করলেন WWF ও বন দপ্তর । আজ বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন , লকডাউনে সুন্দরবনের মানুষের জীবিকা নির্বাহের উপায় একেবারে বন্ধ ৷ তাই এই সংকটের মধ্যে বন দপ্তর ও WWF-এর সহযোগিতায় আমরা কিছুটা হলেও সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতে পেরেছি । সুন্দরবনের পাশাপাশি রাজ্যের সমস্ত বনাঞ্চল সংলগ্ন এলাকার মানুষজন এই সুবিধা পাবে । এখন থেকে বনাঞ্চলের বাসিন্দাদের নিয়মিত ত্রাণ দেবে বনদপ্তরের কর্মীরা ।

সুন্দরবনে গত মাসে বাঘের হানায় মৃত্যু হয়েছে প্রায় তিন জনের । বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ যদিও লকডাউনের মাঝে কীভাবে মৎস্যজীবীরা জঙ্গলে গিয়েছিলেন , সেই নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ৷

সুন্দরবন , 9 মে : সুন্দরবনের দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ত্রান বিতরণ করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । এই লকডাউনে অচল হয়ে পড়েছে সুন্দরবনের সাধারণ মানুষের জীবন-জীবিকা ৷ মূলত , সুন্দরবনের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহের পথ হল সুন্দরবনের জলে-জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরা । কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশেজুড়ে লকডাউনের কারণে সুন্দরবনের মৎস্যজীবীরাও আর মাছ বা কাঁকড়া ধরতে পারছেন না ৷ ফলে তাঁদের দুইবেলা খাওয়াও জুটছে না ৷ তাঁদের এই করুণ অবস্থা দেখে বন দপ্তর ও WWF এর যৌথ উদ্যোগে আজ সুন্দরবনের দুস্থ মানুষগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

আজ সুন্দরবনের দয়াপুর ও জেমসপুর এলাকায় প্রায় 500 জন মানুষের ত্রান বিতরণ করলেন WWF ও বন দপ্তর । আজ বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন , লকডাউনে সুন্দরবনের মানুষের জীবিকা নির্বাহের উপায় একেবারে বন্ধ ৷ তাই এই সংকটের মধ্যে বন দপ্তর ও WWF-এর সহযোগিতায় আমরা কিছুটা হলেও সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতে পেরেছি । সুন্দরবনের পাশাপাশি রাজ্যের সমস্ত বনাঞ্চল সংলগ্ন এলাকার মানুষজন এই সুবিধা পাবে । এখন থেকে বনাঞ্চলের বাসিন্দাদের নিয়মিত ত্রাণ দেবে বনদপ্তরের কর্মীরা ।

সুন্দরবনে গত মাসে বাঘের হানায় মৃত্যু হয়েছে প্রায় তিন জনের । বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ যদিও লকডাউনের মাঝে কীভাবে মৎস্যজীবীরা জঙ্গলে গিয়েছিলেন , সেই নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.