ETV Bharat / state

Gangasagar Mela 2023: সাগরমেলায় বাঘ ও ম্যানগ্রোভ রক্ষার বার্তা বন বিভাগের - awareness camp to Protect Sundarban at sagar mela

গঙ্গাসাগর মেলা চত্বরে ম্যানগ্রোভ ও বাঘ রক্ষার বার্তা দিতে অভিনব উদ্যোগ নিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা বন বিভাগ (Gangasagar Mela 2023)৷ মেলায় আগত মানুষদের রণপা, মডেল ও বহুরূপীর মাধ্যমে সচেতনতার বার্তা দিচ্ছে বন বিভাগ ৷

Etv Bharat
সাগরমেলা চত্বরে বাঘ রক্ষার বার্তা
author img

By

Published : Jan 11, 2023, 1:20 PM IST

বাঘ ও ম্যানগ্রোভ রক্ষার্থে জেলা বন বিভাগের বিশেষ সচেতনতা বার্তা

গঙ্গাসাগর, 11 জানুয়ারি: একজোড়া বাঘ ঢুকে পড়েছে গঙ্গাসাগর মেলায় । তবে পাশের ম্যানগ্রোভ জঙ্গল থেকে নয়, তারা এসেছে স্থানীয় গ্রাম থেকে । সাগর মেলা চত্বরে নেচে গেয়ে তাদের রক্ষার আর্জি জানাচ্ছে এই বাঘেরা ৷ কপিলক্ষেত্রে পুণ্য করতে আসা মানুষজন এত কাছ থেকে বাঘ দেখার স্বাদ মেটাতে তাদের পিছু পিছু ঘুরছেন । এ বাঘের নখ নেই, দাঁত নেই ৷ নেই হিংস্র গর্জনও ৷ এরা হল বাঘবেশী বহুরূপী ৷ মেলা চত্বরে এই বাঘই এখন হয়ে উঠেছে মনোরঞ্জনের আরেক কারণ ৷

বাঘ ও ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা করতে এভাবে মানুষকে বাঘ সাজিয়ে সাগর মেলায় সচেতনতার বার্তা দিচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা বনবিভাগ ৷ কখনও রণপাধারী ব্যক্তির মাথায় ম্যানগ্রোভ তো কখনও হরিনাম সংকীর্তনের সঙ্গে কোমর দোলাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ৷ তার বুকে থাকা পোস্টারে লেখা 'Save Tiger Save Sundarban' ৷ অর্থাৎ, ম্যানগ্রোভ ও বাঘ রক্ষার পাশাপাশি সর্বোপরি সুন্দরবনকে রক্ষা করার বার্তা দিচ্ছে জেলা বন বিভাগ ৷

Gangasagar
সাগরমেলা চত্বরে বাঘ রক্ষার বার্তা

এই বিষয়ে দক্ষিণ 24 পরগনা জেলা বন বিভাগের ডিভিশনাল বনাধিকারিক মিলনকান্তি মণ্ডল বলেন, "বাঘ আমাদের জাতীয় পশু ৷ সুন্দরবনের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার । বাঘ সংরক্ষণের বিষয়ে মানুষকে আরও সচেতন করতে আমরা বাঘ অধ্যুষিত জঙ্গল সংলগ্ন গ্রামগুলির আশপাশে, স্কুলে পথে-ঘাটে, হাটে-বাজারে, চায়ের দোকানে এবং মেলায় নানাভাবে প্রচার চালাচ্ছি । এবার প্রথম আমরা স্টল করে সাগরমেলায় প্রচারে নেমেছি ৷ এই সচেতনতার সাড়াও পাচ্ছি ৷ পথ ভুল করে বাঘ লোকালয়ে চলে এলে গ্রামের মানুষ সহজেই তাকে বনে ফেরাতে সহযোগিতা করছেন । দেশ বিদেশের বহু মানুষ এই গঙ্গাসাগর মেলায় ভিড় জমান ৷ তাই বাঘ ও ম্যানগ্রোভের মধ্যে দিয়ে সর্বোপরি সুন্দরবনকে বাঁচানোর বার্তা সর্বত্র পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছি আমরা ৷"

আরও পড়ুন : দ্বিগুণ পুণ্য, গঙ্গাসাগরে এবার বাংলার 5 পুণ্যভূমি দর্শনের সুযোগ

বাঘ ও ম্যানগ্রোভ রক্ষার্থে জেলা বন বিভাগের বিশেষ সচেতনতা বার্তা

গঙ্গাসাগর, 11 জানুয়ারি: একজোড়া বাঘ ঢুকে পড়েছে গঙ্গাসাগর মেলায় । তবে পাশের ম্যানগ্রোভ জঙ্গল থেকে নয়, তারা এসেছে স্থানীয় গ্রাম থেকে । সাগর মেলা চত্বরে নেচে গেয়ে তাদের রক্ষার আর্জি জানাচ্ছে এই বাঘেরা ৷ কপিলক্ষেত্রে পুণ্য করতে আসা মানুষজন এত কাছ থেকে বাঘ দেখার স্বাদ মেটাতে তাদের পিছু পিছু ঘুরছেন । এ বাঘের নখ নেই, দাঁত নেই ৷ নেই হিংস্র গর্জনও ৷ এরা হল বাঘবেশী বহুরূপী ৷ মেলা চত্বরে এই বাঘই এখন হয়ে উঠেছে মনোরঞ্জনের আরেক কারণ ৷

বাঘ ও ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা করতে এভাবে মানুষকে বাঘ সাজিয়ে সাগর মেলায় সচেতনতার বার্তা দিচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা বনবিভাগ ৷ কখনও রণপাধারী ব্যক্তির মাথায় ম্যানগ্রোভ তো কখনও হরিনাম সংকীর্তনের সঙ্গে কোমর দোলাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ৷ তার বুকে থাকা পোস্টারে লেখা 'Save Tiger Save Sundarban' ৷ অর্থাৎ, ম্যানগ্রোভ ও বাঘ রক্ষার পাশাপাশি সর্বোপরি সুন্দরবনকে রক্ষা করার বার্তা দিচ্ছে জেলা বন বিভাগ ৷

Gangasagar
সাগরমেলা চত্বরে বাঘ রক্ষার বার্তা

এই বিষয়ে দক্ষিণ 24 পরগনা জেলা বন বিভাগের ডিভিশনাল বনাধিকারিক মিলনকান্তি মণ্ডল বলেন, "বাঘ আমাদের জাতীয় পশু ৷ সুন্দরবনের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার । বাঘ সংরক্ষণের বিষয়ে মানুষকে আরও সচেতন করতে আমরা বাঘ অধ্যুষিত জঙ্গল সংলগ্ন গ্রামগুলির আশপাশে, স্কুলে পথে-ঘাটে, হাটে-বাজারে, চায়ের দোকানে এবং মেলায় নানাভাবে প্রচার চালাচ্ছি । এবার প্রথম আমরা স্টল করে সাগরমেলায় প্রচারে নেমেছি ৷ এই সচেতনতার সাড়াও পাচ্ছি ৷ পথ ভুল করে বাঘ লোকালয়ে চলে এলে গ্রামের মানুষ সহজেই তাকে বনে ফেরাতে সহযোগিতা করছেন । দেশ বিদেশের বহু মানুষ এই গঙ্গাসাগর মেলায় ভিড় জমান ৷ তাই বাঘ ও ম্যানগ্রোভের মধ্যে দিয়ে সর্বোপরি সুন্দরবনকে বাঁচানোর বার্তা সর্বত্র পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছি আমরা ৷"

আরও পড়ুন : দ্বিগুণ পুণ্য, গঙ্গাসাগরে এবার বাংলার 5 পুণ্যভূমি দর্শনের সুযোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.