ETV Bharat / state

সুন্দরবনে যশ মোকাবিলায় প্রস্তুত অরণ্যপ্রহরী, কুইক রেসপন্স টিম - cyclone yaas news

কুলতলি এলাকায় ক্ষয়ক্ষতির দিকটি মাথায় রেখে অরণ্যপ্রহরী নামে একটি বড় বোট মোতায়েন থাকবে l সেই বোটে থাকবেন 18 জন সদস্য l

forest-department
forest-department
author img

By

Published : May 25, 2021, 1:07 PM IST

সুন্দরবন, 25 মে : ঘূর্ণিঝড় পরবর্তী বিপর্যয় মোকাবিলায় তৎপর সুন্দরবন ৷ ঝড়ের পর জঙ্গল থেকে যাতে কোনওভাবে বাঘ বেরিয়ে লোকালয়ে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে ৷ কোনওভাবে ফেন্সিং ভেঙে পড়লে বাঘ, হরিণ বা অন্য বন্যপ্রাণী যাতে বেরিয়ে না আসে সেজন্যও নদীপথে টহলদারি চালাবে বন দফতর ৷ জেলা বন দফতরের ডিএফও মিলন মণ্ডলের নেতৃত্বে একটি কুইক রেসপন্স টিম পুরো জেলার পরিস্থিতির উপর নজর রাখবে l

কুলতলি এলাকায় ক্ষয়ক্ষতির দিকটি মাথায় রেখে অরণ্যপ্রহরী নামে একটি বড় বোট মোতায়েন থাকবে l সেই বোটে থাকবেন 18 জন সদস্য l তারা দ্রুত এলাকায় গিয়ে ভেঙে পড়া ফেন্সিং দ্রুত মেরামত করবেন l গ্রামের কোথাও বাঘ ঢুকে পড়ার মতো ঘটনা ঘটলে কুলতলি ও ঝড়খালি এই দুই বিট অফিসে দুটি আলাদা টিম রাখা আছে l তড়িঘড়ি এলাকায় গিয়ে ঘুমপাড়ানি বন্দুক দিয়ে যারা বাঘকে কাবু করতে পারবেন l বোটে ঘুমপাড়ানি বন্দুক, লোহার খাঁচা ও নাইলনের মজবুত জাল রাখা হয়েছে l ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে l শুধুমাত্র কুলতলি বিট অফিস এলাকায় থাকা তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 37 কিলোমিটার নাইলনের ফেন্সিং রয়েছে l

যশ মোকাবিলায় প্রস্তুত সুন্দরবনের বন দফতর

আরও পড়ুন : যশ আছড়ে পড়ার আগেই সুন্দরবনে নদী বাঁধ উপচে গ্রামে ঢুকছে জল

ঘূর্ণিঝড়ের ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হতে পারে ৷ এই আশঙ্কায় জঙ্গলের মধ্যে থাকা বন দফতরের বিট অফিস ও ক্যাম্প অফিসগুলিতে 15 দিনের খাদ্য সামগ্রী, ওষুধ, পানীয় জল পাঠানো হয়েছে l ফেন্সিংয়ের দিকে নজর রাখার পাশাপাশি গ্রাম লাগোয়া নদী বাঁধ ভেঙে পড়লে বা কেউ আটকে পড়লে দ্রুততার সঙ্গে সেই খবর জেলা প্রশাসনকে জানাবেন বন কর্মীরা l যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় l এছাড়া এবার এই ডিভিশনে মোট 6 লগিং অপারেশন টিম তৈরি করা হয়েছে l সেই টিমে থাকবেন 12 জন সদস্য l বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, নামখানা, রায়দিঘি, রামগঙ্গার মূলত রেঞ্জ অফিসাররাই এই টিমগুলিকে নেতৃত্ব দেবেন l ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছ যাতে দ্রুত কেটে রাস্তা চালু করা যায় সেজন্য স্থানীয় কাঠের মিলের কর্মচারীদেরকে নিয়ে 7 জন করে মোট 6টি টিম তৈরি করা হয়েছে l প্রতিটি টিমের কাছে থাকবে বৈদ্যুতিক করাত l

সুন্দরবন, 25 মে : ঘূর্ণিঝড় পরবর্তী বিপর্যয় মোকাবিলায় তৎপর সুন্দরবন ৷ ঝড়ের পর জঙ্গল থেকে যাতে কোনওভাবে বাঘ বেরিয়ে লোকালয়ে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে ৷ কোনওভাবে ফেন্সিং ভেঙে পড়লে বাঘ, হরিণ বা অন্য বন্যপ্রাণী যাতে বেরিয়ে না আসে সেজন্যও নদীপথে টহলদারি চালাবে বন দফতর ৷ জেলা বন দফতরের ডিএফও মিলন মণ্ডলের নেতৃত্বে একটি কুইক রেসপন্স টিম পুরো জেলার পরিস্থিতির উপর নজর রাখবে l

কুলতলি এলাকায় ক্ষয়ক্ষতির দিকটি মাথায় রেখে অরণ্যপ্রহরী নামে একটি বড় বোট মোতায়েন থাকবে l সেই বোটে থাকবেন 18 জন সদস্য l তারা দ্রুত এলাকায় গিয়ে ভেঙে পড়া ফেন্সিং দ্রুত মেরামত করবেন l গ্রামের কোথাও বাঘ ঢুকে পড়ার মতো ঘটনা ঘটলে কুলতলি ও ঝড়খালি এই দুই বিট অফিসে দুটি আলাদা টিম রাখা আছে l তড়িঘড়ি এলাকায় গিয়ে ঘুমপাড়ানি বন্দুক দিয়ে যারা বাঘকে কাবু করতে পারবেন l বোটে ঘুমপাড়ানি বন্দুক, লোহার খাঁচা ও নাইলনের মজবুত জাল রাখা হয়েছে l ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে l শুধুমাত্র কুলতলি বিট অফিস এলাকায় থাকা তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 37 কিলোমিটার নাইলনের ফেন্সিং রয়েছে l

যশ মোকাবিলায় প্রস্তুত সুন্দরবনের বন দফতর

আরও পড়ুন : যশ আছড়ে পড়ার আগেই সুন্দরবনে নদী বাঁধ উপচে গ্রামে ঢুকছে জল

ঘূর্ণিঝড়ের ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হতে পারে ৷ এই আশঙ্কায় জঙ্গলের মধ্যে থাকা বন দফতরের বিট অফিস ও ক্যাম্প অফিসগুলিতে 15 দিনের খাদ্য সামগ্রী, ওষুধ, পানীয় জল পাঠানো হয়েছে l ফেন্সিংয়ের দিকে নজর রাখার পাশাপাশি গ্রাম লাগোয়া নদী বাঁধ ভেঙে পড়লে বা কেউ আটকে পড়লে দ্রুততার সঙ্গে সেই খবর জেলা প্রশাসনকে জানাবেন বন কর্মীরা l যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় l এছাড়া এবার এই ডিভিশনে মোট 6 লগিং অপারেশন টিম তৈরি করা হয়েছে l সেই টিমে থাকবেন 12 জন সদস্য l বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, নামখানা, রায়দিঘি, রামগঙ্গার মূলত রেঞ্জ অফিসাররাই এই টিমগুলিকে নেতৃত্ব দেবেন l ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছ যাতে দ্রুত কেটে রাস্তা চালু করা যায় সেজন্য স্থানীয় কাঠের মিলের কর্মচারীদেরকে নিয়ে 7 জন করে মোট 6টি টিম তৈরি করা হয়েছে l প্রতিটি টিমের কাছে থাকবে বৈদ্যুতিক করাত l

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.