গঙ্গাসাগর, 11 জানুয়ারি: বুধবার গঙ্গাসাগরে দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থীদের একটি গাড়ি ৷ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের কৃষ্ণনগর মোড়ের কাছে ৷ জানা গিয়েছে, তীর্থযাত্রী সমেত একটি ম্যাজিক ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে এদিন । কচুবেড়িয়া থেকে ওই ম্যাজিক ভ্যান পুণ্যার্থীদের নিয়ে গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরের দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক থেকে একটি অ্যাম্বুলেন্স সজোরে এসে ওই ম্যাজিক ভ্যানকে ধাক্কা মারে ।
এই ঘটনায় গুরুতর জখম হয়েছে ম্যাজিক ভ্যানে থাকা বেশ কয়েকজন পুণ্যার্থী । স্থানীয় বাসিন্দারা আহত পুণ্যার্থীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী (Sundarban Development Minister) বঙ্কিম হাজরা (Bankim Hazra) ।
তিনি বলেন, "মর্মান্তিক ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ছুটে আসি ৷ ইতিমধ্যেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছে । বর্তমানে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের ।" এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের ও ম্যাজিক গাড়ি চালক ৷ তাঁদের দুজনকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলার শুরুতেই এই দুর্ঘটনায় কার্যত আতঙ্কের মধ্যে রয়েছে তীর্থযাত্রীরা (Five pilgrims injured at Road Accident)।
গঙ্গাসাগরের মর্মান্তিক ঘটনার পর তৎপর হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। গঙ্গাসাগর মেলা চলাকালীন সরকারি ও বেসরকারি বাস থেকে শুরু করে বিভিন্ন যানবাহনগুলির গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে । ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা চলাকালীন বিভিন্ন ব্যস্ততম রাস্তাগুলিতে থাকছে পুলিশি নজরদারি । আজকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামিদিনে গঙ্গাসাগর মেলা চলাকালীন আর যাতে না দুর্ঘটনা ঘটে, সেদিকেই বিশেষ নজর দিয়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ ।
আরও পড়ুন: দ্বিগুণ পুণ্য, গঙ্গাসাগরে এবার বাংলার 5 পুণ্যভূমি দর্শনের সুযোগ
মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে এ বছরের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023) ৷ 10 থেকে 17 জানুয়ারি চলবে এই মেলা ৷ পুণ্যস্নান শুরু হচ্ছে 14 তারিখ সকাল 6টা 53 থেকে ৷ পুণ্যস্নানের সময় থাকবে 24 ঘণ্টা ৷ ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলায় ভিড় জমিয়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থী । গাড়ি ভাড়া করে একাধিক জেলা থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেছে মেলায় ৷ পুণ্যার্থীদের যাতায়াতের জন্য গঙ্গাসাগরে 2 হাজার 250টি সরকারি বাস ও 250টি বেসরকারি বাস চালু রয়েছে ৷ এছাড়াও চলছে 4টি বার্জ, 32টি ভেসেল 100টি লঞ্চ ৷
আরও পড়ুন: সাগরমেলায় বাঘ ও ম্যানগ্রোভ রক্ষার বার্তা বন বিভাগের