ETV Bharat / state

সোনারপুরে মৃত বিজেপি কর্মীর পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য দলের

গত রবিবার ভোটের ফল ঘোষণার পরই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপনগর অঞ্চলের মেটিয়ারিতে মৃত্যু হয় হারান অধিকারী নামে এক বিজেপি কর্মীর । ঘটনায় আহত হন টুসি অধিকারী, রেখা অধিকারী, রাজু অধিকারী পরান অধিকারী ও বাসু অধিকারী । আজ বিজেপি নেত্রী অঞ্জনা বসু মৃতের পরিবারের হাতে তুলে দিলেন পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য ।

Five lakh rupees to the family of a dead BJP worker in Sonarpur
সোনারপুরে মৃত বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য দলের
author img

By

Published : May 6, 2021, 10:00 PM IST

সোনারপুর, 6 মে : সোনারপুরের প্রতাপনগরে তৃণমূলের হামলায় মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়াল দল । মৃতের স্ত্রী স্বর্ণলতা অধিকারীর হাতে এদিন পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু । উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি পূর্ব সাংগঠনিক সভাপতি সুনীপ দাস । আগামী দিনেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা ।

এই সম্পর্কে বলতে গিয়ে বিজেপি নেত্রী অঞ্জনা বসু মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেন, ‘‘তিনি আমারও মুখ্যমন্ত্রী । তাই হিংসা বন্ধে যেন দ্রুত ব্যবস্থা নেন ।’’ সোনারপুরে রাজনৈতিক হিংসার শিকার বিজেপি কর্মীর বাড়িতে মঙ্গলবার আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । গত রবিবার ভোটের ফল ঘোষণার পরই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপনগর অঞ্চলের মেটিয়ারিতে মৃত্যু হয় হারান অধিকারী নামে এক বিজেপি কর্মীর । ঘটনায় আহত হন টুসি অধিকারী, রেখা অধিকারী, রাজু অধিকারী পরান অধিকারী ও বাসু অধিকারী ।

সোনারপুরে মৃত বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য দলের

আরও পড়ুন : সোনারপুরে খুন বিজেপি কর্মী

অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার পর দুপুর থেকেই এলাকায় বোমাবাজি শুরু হয় । বিজেপির পতাকা ছেড়া হয় বলে অভিযোগ । এই ঘটনার প্রতিবাদ করায় মারধর করা হয় এক মহিলাকে । তখন পাড়ার অন্যান্য ছেলেরা এগিয়ে এসে প্রতিবাদ জানাতেই তাঁদের উপরেও মারধর শুরু হয় । এর জেরে গুরুতর আহত হন হারান অধিকারী । তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । সোনারপুর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করলেও ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা ।

সোনারপুর, 6 মে : সোনারপুরের প্রতাপনগরে তৃণমূলের হামলায় মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়াল দল । মৃতের স্ত্রী স্বর্ণলতা অধিকারীর হাতে এদিন পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু । উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি পূর্ব সাংগঠনিক সভাপতি সুনীপ দাস । আগামী দিনেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা ।

এই সম্পর্কে বলতে গিয়ে বিজেপি নেত্রী অঞ্জনা বসু মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেন, ‘‘তিনি আমারও মুখ্যমন্ত্রী । তাই হিংসা বন্ধে যেন দ্রুত ব্যবস্থা নেন ।’’ সোনারপুরে রাজনৈতিক হিংসার শিকার বিজেপি কর্মীর বাড়িতে মঙ্গলবার আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । গত রবিবার ভোটের ফল ঘোষণার পরই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপনগর অঞ্চলের মেটিয়ারিতে মৃত্যু হয় হারান অধিকারী নামে এক বিজেপি কর্মীর । ঘটনায় আহত হন টুসি অধিকারী, রেখা অধিকারী, রাজু অধিকারী পরান অধিকারী ও বাসু অধিকারী ।

সোনারপুরে মৃত বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য দলের

আরও পড়ুন : সোনারপুরে খুন বিজেপি কর্মী

অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার পর দুপুর থেকেই এলাকায় বোমাবাজি শুরু হয় । বিজেপির পতাকা ছেড়া হয় বলে অভিযোগ । এই ঘটনার প্রতিবাদ করায় মারধর করা হয় এক মহিলাকে । তখন পাড়ার অন্যান্য ছেলেরা এগিয়ে এসে প্রতিবাদ জানাতেই তাঁদের উপরেও মারধর শুরু হয় । এর জেরে গুরুতর আহত হন হারান অধিকারী । তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । সোনারপুর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করলেও ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.