ETV Bharat / state

Sundarbans : লাঠি-বৈঠা নিয়ে লড়াই চালিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন ধীবর - লাঠি-বৈঠা নিয়ে লড়াই চালিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন ধীবর

নৌকায় চেপে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিন মৎস্যজীবী ৷ সেখানেই বাঘের আক্রমণের মুখে পড়েন তাঁরা ৷ জীবিকার সন্ধানে গেলেও প্রতিমুহূর্তে ভয় থাকে জীবন হারানোর ৷ তা সত্ত্বেও নিরুপায় সুন্দরবনের ধীবররা ৷

Sundarbans
লাঠি-বৈঠা নিয়ে লড়াই চালিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন ধীবর
author img

By

Published : Nov 18, 2021, 8:43 PM IST

সুন্দরবন, 18 নভেম্বর : সংসার চালাতে, পেটে দু-মুঠো খাবার জোগাতে মৎস্যজীবীদের কার্যত জীবন হাতে নিয়ে যেতে হয় সুন্দরবনে ৷ কখনও মাছ কিংবা কাঁকড়া শিকারে গিয়ে বাঘের হানায় প্রাণ হারান তাঁরা ৷ আবার কখনও যমে-মানুষে লড়াই চালিয়ে দক্ষিণ রায়ের হাত থেকে ফিরিয়ে আনেন সঙ্গীকে ৷ আজ সেরকমই ছবি দেখা গেল সুন্দরবনের কালীবয়রা জঙ্গলে ৷

নৌকায় চেপে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিন মৎস্যজীবী ৷ সেখানেই বাঘের আক্রমণের মুখে পড়েন লখাই নস্কর ৷ আহত মৎস্যজীবী গোপালগঞ্জ গ্রামের কাছারি বাজারের বাসিন্দা । দুই সঙ্গী লক্ষণ সরদার ও সমীর সর্দারের সঙ্গে নদী পথে নৌকায় চেপে কাঁকড়া ধরতে যায় সুন্দরবনে । বৃহস্পতিবার সকালে যখন তাঁরা কাঁকড়া ধরছিলেন সেইসময় আচমকাই কালীবয়রা জঙ্গল থেকে তেড়ে আসে একটি বাঘ l সরাসরি লখাই নস্করের মুখে কামড় বসিয়ে দেয় ৷ সেই অবস্থাতেই লাঠি-বৈঠা নিয়ে বাঘে-মানুষে লড়াই চালিয়ে সঙ্গীকে ফিরিয়ে আনলেন বাকি দুই ধীবর ৷

আরও পড়ুন : Calcutta High Court : সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে, তলব মধ্যশিক্ষা পর্ষদকেও

বাঘের মুখ থেকে উদ্ধার করে লখাইকে নিয়ে আসা হয় কৈখালী ঘাটে । সেখান থেকে কুলতলি ব্লকের জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে l শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন ।

সুন্দরবন, 18 নভেম্বর : সংসার চালাতে, পেটে দু-মুঠো খাবার জোগাতে মৎস্যজীবীদের কার্যত জীবন হাতে নিয়ে যেতে হয় সুন্দরবনে ৷ কখনও মাছ কিংবা কাঁকড়া শিকারে গিয়ে বাঘের হানায় প্রাণ হারান তাঁরা ৷ আবার কখনও যমে-মানুষে লড়াই চালিয়ে দক্ষিণ রায়ের হাত থেকে ফিরিয়ে আনেন সঙ্গীকে ৷ আজ সেরকমই ছবি দেখা গেল সুন্দরবনের কালীবয়রা জঙ্গলে ৷

নৌকায় চেপে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিন মৎস্যজীবী ৷ সেখানেই বাঘের আক্রমণের মুখে পড়েন লখাই নস্কর ৷ আহত মৎস্যজীবী গোপালগঞ্জ গ্রামের কাছারি বাজারের বাসিন্দা । দুই সঙ্গী লক্ষণ সরদার ও সমীর সর্দারের সঙ্গে নদী পথে নৌকায় চেপে কাঁকড়া ধরতে যায় সুন্দরবনে । বৃহস্পতিবার সকালে যখন তাঁরা কাঁকড়া ধরছিলেন সেইসময় আচমকাই কালীবয়রা জঙ্গল থেকে তেড়ে আসে একটি বাঘ l সরাসরি লখাই নস্করের মুখে কামড় বসিয়ে দেয় ৷ সেই অবস্থাতেই লাঠি-বৈঠা নিয়ে বাঘে-মানুষে লড়াই চালিয়ে সঙ্গীকে ফিরিয়ে আনলেন বাকি দুই ধীবর ৷

আরও পড়ুন : Calcutta High Court : সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে, তলব মধ্যশিক্ষা পর্ষদকেও

বাঘের মুখ থেকে উদ্ধার করে লখাইকে নিয়ে আসা হয় কৈখালী ঘাটে । সেখান থেকে কুলতলি ব্লকের জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে l শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন ।

For All Latest Updates

TAGGED:

Sundarbans
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.