ETV Bharat / state

ভয়াল অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন "মৃত্যুঞ্জয়ী" রবীন্দ্রনাথ - Tralar

ঘরে ফিরলেন ট্রলারডুবিতে নিখোঁজ মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস । গতকালই তাঁকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসকদের কথায়, আপাতত সুস্থ রয়েছেন রবীন্দ্রনাথ ।

রবীন্দ্রনাথ দাস
author img

By

Published : Jul 14, 2019, 11:41 AM IST

Updated : Jul 14, 2019, 1:00 PM IST

কাকদ্বীপ, 14 জুলাই : দীর্ঘ সাতদিনের লড়াই । ঘরে ফিরলেন মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস । মুখে এক দীর্ঘ লড়াইয়ের ক্লান্তির ছাপ । চোখের নিচে কালশিটে । হাসপাতালের বেডে শুয়ে অস্ফুট স্বরে কিছু বলছেন । হয়ত বা মনে পড়ে যাচ্ছে মৃত্যুর মুখোমুখি হওয়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ।

সেদিন সমুদ্রে ঝড়ে দুর্ঘটনায় পড়ার পর থেকেই চারটি ট্রলারের প্রায় 24 জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন । নিখোঁজ ছিলেন কাকদ্বীপের নারায়ণপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ দাসও । উদ্ধারকাজ চললেও ঘরে ফেরার প্রায় সমস্ত আশাই ছেড়ে দিয়েছিলেন পরিবারের সদস্যরা । কারণ রবীন্দ্রনাথের সঙ্গে ছিল না কোনও লাইফ জ্যাকেট । ছিল না কোনও আধুনিক সরঞ্জামও ।

ভয়াল অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন রবীন্দ্রনাথ

এই সংক্রান্ত খবর : ঝড়ের তাণ্ডবে বঙ্গোপসাগরে ডুবল 4টি ট্রলার, নিখোঁজ অনেকে

তবে মৃত্যুর মুখোমুখি হয়েও হাল ছাড়েননি তিনি । কোনওরকমে ভেসেছিলেন । এভাবেই ভাসতে ভাসতে ঢুকে গিয়েছিলেন বাংলাদেশের জল সীমানায় । সেখানে একটি জাহাজের নাবিকরা তাঁকে উদ্ধার করে ।

এই সংক্রান্ত খবর : বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা ভারতীয় ট্রলার ফেরাল বাংলাদেশ !

গতকাল চট্টগ্রাম থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় রবীন্দ্রনাথকে । সেখান থেকে কাকদ্বীপে নিয়ে আসা তাঁকে । গতকালই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । রবীন্দ্রনাথকে দেখতে হাসপাতালে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা । যান মৎস্যজীবী সংগঠনের নেতা বিজন মাইতিও ।

এই সংক্রান্ত খবর : লাইফ জ্যাকেট ছাড়াই জলে পাঁচদিন! উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের মৎস্যজীবী

চিকিৎসরা জানিয়েছেন, আপাতত সুস্থ রয়েছেন রবীন্দ্রনাথ । তবে 72 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ।

এই সংক্রান্ত খবর : আর সাগরে যাব না, বললেন বেঁচে ফেরা ট্রলারের মৎস্যজীবী

কাকদ্বীপ, 14 জুলাই : দীর্ঘ সাতদিনের লড়াই । ঘরে ফিরলেন মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস । মুখে এক দীর্ঘ লড়াইয়ের ক্লান্তির ছাপ । চোখের নিচে কালশিটে । হাসপাতালের বেডে শুয়ে অস্ফুট স্বরে কিছু বলছেন । হয়ত বা মনে পড়ে যাচ্ছে মৃত্যুর মুখোমুখি হওয়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ।

সেদিন সমুদ্রে ঝড়ে দুর্ঘটনায় পড়ার পর থেকেই চারটি ট্রলারের প্রায় 24 জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন । নিখোঁজ ছিলেন কাকদ্বীপের নারায়ণপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ দাসও । উদ্ধারকাজ চললেও ঘরে ফেরার প্রায় সমস্ত আশাই ছেড়ে দিয়েছিলেন পরিবারের সদস্যরা । কারণ রবীন্দ্রনাথের সঙ্গে ছিল না কোনও লাইফ জ্যাকেট । ছিল না কোনও আধুনিক সরঞ্জামও ।

ভয়াল অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন রবীন্দ্রনাথ

এই সংক্রান্ত খবর : ঝড়ের তাণ্ডবে বঙ্গোপসাগরে ডুবল 4টি ট্রলার, নিখোঁজ অনেকে

তবে মৃত্যুর মুখোমুখি হয়েও হাল ছাড়েননি তিনি । কোনওরকমে ভেসেছিলেন । এভাবেই ভাসতে ভাসতে ঢুকে গিয়েছিলেন বাংলাদেশের জল সীমানায় । সেখানে একটি জাহাজের নাবিকরা তাঁকে উদ্ধার করে ।

এই সংক্রান্ত খবর : বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা ভারতীয় ট্রলার ফেরাল বাংলাদেশ !

গতকাল চট্টগ্রাম থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় রবীন্দ্রনাথকে । সেখান থেকে কাকদ্বীপে নিয়ে আসা তাঁকে । গতকালই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । রবীন্দ্রনাথকে দেখতে হাসপাতালে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা । যান মৎস্যজীবী সংগঠনের নেতা বিজন মাইতিও ।

এই সংক্রান্ত খবর : লাইফ জ্যাকেট ছাড়াই জলে পাঁচদিন! উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের মৎস্যজীবী

চিকিৎসরা জানিয়েছেন, আপাতত সুস্থ রয়েছেন রবীন্দ্রনাথ । তবে 72 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ।

এই সংক্রান্ত খবর : আর সাগরে যাব না, বললেন বেঁচে ফেরা ট্রলারের মৎস্যজীবী

Intro:অবশেষে কাকদ্বীপে পৌছোলো বাংলাদেশে উদ্ধার হওয়া মতস্যজীবী রবীন্দ্রনাথ দাস।এদিন বিমানে করে বাংলাদেশ থেকে দমদম বিমান বন্দরে পৌছায় রবীন্দ্রনাথ ওরফে কানু। সেখান থেকে পরে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাকে ভর্তী করা হয়। চিকিতসকেরা জানান, আপাতত সুস্থ আছে রবীন্দ্রনাথ। তবে তাকে ৭২ ঘন্টা পর্যবেক্ষনে রাখা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া মতস্যজীবীকে দেখতে হাসপাতালে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। মতস্যজীবী সংগঠনের নেতা বিজন মাইতি।
ঘরে ফিরে আসায় বেজায় খুশি রবীন্দ্রনাথের পরিবার।Body:বুধবার বাংলাদেশের জলসীমার মধ্যে মরণাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে একটি জাহাজের কর্মচারীরা। ট্রলার ডুবির পর একটি বাঁশের উপর ভর করে সমুদ্রের জলে ভাসছিল কানু। নিখোঁজ ছিল 25 জন মৎস্যজীবী। সবাই তাদের মৃত্যুর আশঙ্কা করছিল। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে বেঁচে ফিরেছে নয়ন ট্রলারের চালক কানু। বাংলাদেশে উদ্ধারের পর সেখানেই তার সাময়িক চিকিৎসা হয়। তারপর বাংলাদেশ সরকারের সহযোগিতায় দেশে ফেরে কানু। গত রাতে কাকদ্বীপে পৌঁছালে হাসপাতাল চত্বরে ভিড় জমায় পরিবারের সদস্য থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। Conclusion:রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা কানুকে দেখে ফেরার পথে জানায় হাসপাতালের সমস্ত খরচ সরকার বহন করবে। এখন সবাই চাইছে কানু দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিবারের সদস্যরা খুব খুশি তাদের কাছের মানুষকে কাছে পেয়ে।
Last Updated : Jul 14, 2019, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.