ETV Bharat / state

Fisherman Killed : বাঘের আক্রমণে সুন্দরবনে মৃত্যু মৎস্যজীবীর - দক্ষিণ 24 পরগনা

বাঘের আক্রমণে এক মৎসজীবীর মৃত্যুর ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবায় ৷ নদীতে কাঁকড়া ধরার সময় এই ঘটনাটি ঘটে ৷

Fisherman Killed
বাঘের আক্রমণে সুন্দরবনে মৃত্যু মৎস্যজীবীর
author img

By

Published : Oct 4, 2021, 11:02 PM IST

গোসাবা, 4 অক্টোবর: বাঘের আক্রমণে এক মৎসজীবীর মৃত্যুর ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনা জেলায় ৷ সোমবার সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ করলে মৃত্যু হয় এই মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম সেলিম মোল্লা(30)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ঝিলার চিলমারি জঙ্গল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতজেলিয়া চার নম্বর মিত্রবাড়ি এলাকার বাসিন্দা মৎস্যজীবী সেলিম মোল্লা সহ আরও 2 জন মৎস্যজীবী একটি নৌকা করে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয়। এদিন দুপুরে ঝিলা নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী সেলিম মোল্লার উপর। আর এই দৃশ্য দেখে বাকী মৎস্যজীবীরা নৌকার বৈঠা, লাঠি-সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর।

আরও পড়ুন: পুজোর মুখে কাজ হারালেন ডায়মন্ডহারবার হাসপাতালের অস্থায়ী কর্মীরা

বেশ কিছুক্ষণ বাঘের সঙ্গে তাদের লড়াই চলে। এরপর পরিস্থিতি খারাপ বুঝে শিকার ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায় বাঘটি। এরপর বাকি মৎস্যজীবীরা জখম মৎস্যজীবী সেলিম মোল্লাকে উদ্ধার করে নৌকা করে আনার পথেই তাঁর মৃত্যু হয়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস জানান, বাঘের আক্রমণে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। মৎস্যজীবীদের কাছে বৈধ কাগজপত্রও ছিল। তবে কীভাবে এমন ধরনের ঘটনা ঘটল সেই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

গোসাবা, 4 অক্টোবর: বাঘের আক্রমণে এক মৎসজীবীর মৃত্যুর ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনা জেলায় ৷ সোমবার সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ করলে মৃত্যু হয় এই মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম সেলিম মোল্লা(30)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ঝিলার চিলমারি জঙ্গল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতজেলিয়া চার নম্বর মিত্রবাড়ি এলাকার বাসিন্দা মৎস্যজীবী সেলিম মোল্লা সহ আরও 2 জন মৎস্যজীবী একটি নৌকা করে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয়। এদিন দুপুরে ঝিলা নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী সেলিম মোল্লার উপর। আর এই দৃশ্য দেখে বাকী মৎস্যজীবীরা নৌকার বৈঠা, লাঠি-সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর।

আরও পড়ুন: পুজোর মুখে কাজ হারালেন ডায়মন্ডহারবার হাসপাতালের অস্থায়ী কর্মীরা

বেশ কিছুক্ষণ বাঘের সঙ্গে তাদের লড়াই চলে। এরপর পরিস্থিতি খারাপ বুঝে শিকার ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায় বাঘটি। এরপর বাকি মৎস্যজীবীরা জখম মৎস্যজীবী সেলিম মোল্লাকে উদ্ধার করে নৌকা করে আনার পথেই তাঁর মৃত্যু হয়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস জানান, বাঘের আক্রমণে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। মৎস্যজীবীদের কাছে বৈধ কাগজপত্রও ছিল। তবে কীভাবে এমন ধরনের ঘটনা ঘটল সেই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.