ETV Bharat / state

Sundarbans : সুন্দরবনে বাঘের হানায় মৎস্যজীবীর মৃত্যু - মৎস্যজীবী

গুরুতর আহত অবস্থায় শংকরকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে কার্যত দিশাহারা পরিবার । আতঙ্কিত অন্যান্য মৎস্যজীবীদের পরিবাররাও ।

Fisherman killed by tiger
সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর
author img

By

Published : Oct 26, 2021, 3:38 PM IST

সুন্দরবন, 26 অক্টোবর : সুন্দরবনের মৎস্যজীবীদের প্রচলিত কথা হল "জলে কুমির ডাঙায় বাঘ" ৷ প্রতিনিয়ত কুমির ও বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষেদের নিত্যসঙ্গী। সুন্দরবনের আবার বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর । মৃত ওই মৎস্যজীবীর নাম শংকর ভক্ত । ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কলস দ্বীপের কাছে । সুন্দরবনের G-plot এর বাসিন্দা শংকর-সহ মোট সাত জনের একটি দল মাছ ধরতে গিয়েছিল । মঙ্গলবার দুপুরে নৌকার উপর বসে যখন শংকর খাচ্ছিল, তখনই হঠাৎ একটি বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে জঙ্গলের মধ্যে যাওয়ার চেষ্টা করে।

সঙ্গী মৎস্যজীবীরা শংকরকে বাঁচাতে লাঠি দিয়ে বাঘের গায়ে আঘাত করতে থাকেন। অবশেষে লাঠির ঘায়ে শংকরকে ছেড়ে জঙ্গলে ফিরে যায় বাঘটি ৷ গুরুতর আহত অবস্থায় শংকরকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে কার্যত দিশাহারা পরিবার । আজ সকালে তাঁর মৃতদেহ নিয়ে G-plot পৌঁছায় সঙ্গীরা । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

সুন্দরবন, 26 অক্টোবর : সুন্দরবনের মৎস্যজীবীদের প্রচলিত কথা হল "জলে কুমির ডাঙায় বাঘ" ৷ প্রতিনিয়ত কুমির ও বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষেদের নিত্যসঙ্গী। সুন্দরবনের আবার বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর । মৃত ওই মৎস্যজীবীর নাম শংকর ভক্ত । ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কলস দ্বীপের কাছে । সুন্দরবনের G-plot এর বাসিন্দা শংকর-সহ মোট সাত জনের একটি দল মাছ ধরতে গিয়েছিল । মঙ্গলবার দুপুরে নৌকার উপর বসে যখন শংকর খাচ্ছিল, তখনই হঠাৎ একটি বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে জঙ্গলের মধ্যে যাওয়ার চেষ্টা করে।

সঙ্গী মৎস্যজীবীরা শংকরকে বাঁচাতে লাঠি দিয়ে বাঘের গায়ে আঘাত করতে থাকেন। অবশেষে লাঠির ঘায়ে শংকরকে ছেড়ে জঙ্গলে ফিরে যায় বাঘটি ৷ গুরুতর আহত অবস্থায় শংকরকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে কার্যত দিশাহারা পরিবার । আজ সকালে তাঁর মৃতদেহ নিয়ে G-plot পৌঁছায় সঙ্গীরা । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.