ETV Bharat / state

Tiger Attack Fisherman: সুন্দরবনে বাঘের হামলায় জখম মৎস্যজীবী

বাঘের আক্রমণে জখম হলেন এক মৎসজীবী ৷ ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বেণীফেলি জঙ্গল লাগোয়া নদীর খাড়িতে ৷ জখম মৎস্যজীবীর চিকিৎসা চলছে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ৷

Tiger Attack Fisherman
সুন্দরবনে বাঘের হামলায় জখম মৎস্যজীবী
author img

By

Published : Nov 9, 2021, 1:36 PM IST

কুলতলি, 9 নভেম্বর: পেটের টানে বিপদকে উপেক্ষা করে মৎস্যজীবীরা বারবার ছুটে যান সুন্দরবনে। সুন্দরবনের ঘন জঙ্গলে ওৎ পেতে থাকে সাক্ষাৎ মৃত্যু। জীবিকা নির্বাহ করতে ভাই ও গ্রামের অপর এক মৎস্যজীবীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হল এক মৎস্যজীবীকে ৷ সেখানেই বাঘের হামলায় গুরুতর জখম হতে হল ওই মৎস্যজীবীকে ৷

সুন্দরবনের বেণীফেলি জঙ্গল লাগোয়া নদীর খাড়িতে গতকাল ঘটনাটি ঘটেছে ৷ কুলতলি থানার দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ভাই সৌমিত্র সাফুঁইয়ের নৌকোয় করে দাদা লখিন্দর ও প্রতিবেশী ইব্রাহিম শেখ সোমবার সকালে রওনা দিয়েছিলেন কাঁকড়া ধরতে ৷ দুপুরের পর কাঁকড়া ধরে খাওয়া-দাওয়া সেরে নৌকোতেই তারা বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় আচমকাই ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে একেবারে লখিন্দরের উপর এবং তাঁকে রীতিমতো জখম করে ফেলে ৷ চোখের সামনে বাঘের হামলা হতে দেখে বাকি দু'জন নৌকায় থাকা লাঠিসোটা ও বৈঠা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তুললে বাঘ ভয়ে শিকার ছেড়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় ৷

সুন্দরবনে বাঘের হামলায় জখম মৎস্যজীবী

আরও পড়ুন: আমাকে প্রাণে মারতে চায় তৃণমূল, বিস্ফোরক আব্বাস সিদ্দিকি

এরপর রক্তাক্ত অবস্থায় লখিন্দরকে উদ্ধার করে রাতে নিয়ে আসা হয় কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় রাতেই চিকিৎসকরা সেখান থেকে স্থানান্তরিত করে দেয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ৷ কুলতলি বিট অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিল বলে দাবি ওই মৎস্যজীবীদের দলটির ৷ এদিকে বাঘের হামলার ঘটনাটি নিষিদ্ধ এলাকায় না অনুমোদনপ্রাপ্ত এলাকায় হয়েছে তা খতিয়ে দেখছে বন দফতর ৷

কুলতলি, 9 নভেম্বর: পেটের টানে বিপদকে উপেক্ষা করে মৎস্যজীবীরা বারবার ছুটে যান সুন্দরবনে। সুন্দরবনের ঘন জঙ্গলে ওৎ পেতে থাকে সাক্ষাৎ মৃত্যু। জীবিকা নির্বাহ করতে ভাই ও গ্রামের অপর এক মৎস্যজীবীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হল এক মৎস্যজীবীকে ৷ সেখানেই বাঘের হামলায় গুরুতর জখম হতে হল ওই মৎস্যজীবীকে ৷

সুন্দরবনের বেণীফেলি জঙ্গল লাগোয়া নদীর খাড়িতে গতকাল ঘটনাটি ঘটেছে ৷ কুলতলি থানার দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ভাই সৌমিত্র সাফুঁইয়ের নৌকোয় করে দাদা লখিন্দর ও প্রতিবেশী ইব্রাহিম শেখ সোমবার সকালে রওনা দিয়েছিলেন কাঁকড়া ধরতে ৷ দুপুরের পর কাঁকড়া ধরে খাওয়া-দাওয়া সেরে নৌকোতেই তারা বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় আচমকাই ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে একেবারে লখিন্দরের উপর এবং তাঁকে রীতিমতো জখম করে ফেলে ৷ চোখের সামনে বাঘের হামলা হতে দেখে বাকি দু'জন নৌকায় থাকা লাঠিসোটা ও বৈঠা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তুললে বাঘ ভয়ে শিকার ছেড়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় ৷

সুন্দরবনে বাঘের হামলায় জখম মৎস্যজীবী

আরও পড়ুন: আমাকে প্রাণে মারতে চায় তৃণমূল, বিস্ফোরক আব্বাস সিদ্দিকি

এরপর রক্তাক্ত অবস্থায় লখিন্দরকে উদ্ধার করে রাতে নিয়ে আসা হয় কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় রাতেই চিকিৎসকরা সেখান থেকে স্থানান্তরিত করে দেয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ৷ কুলতলি বিট অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিল বলে দাবি ওই মৎস্যজীবীদের দলটির ৷ এদিকে বাঘের হামলার ঘটনাটি নিষিদ্ধ এলাকায় না অনুমোদনপ্রাপ্ত এলাকায় হয়েছে তা খতিয়ে দেখছে বন দফতর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.