ETV Bharat / state

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে মৎস্যজীবী - বাঘের কবলে মৎস্যজীবী

সুন্দরবনে আবারও দক্ষিণ রায়ের শিকার এক মৎস্যজীবী ৷ কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি ৷ আচমকা এক বাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁকে জঙ্গলে টেনে নিয়ে যায় ৷

fisherman goes missing at sundarban tiger attack
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে মৎস্যজীবী
author img

By

Published : Jul 16, 2021, 4:23 PM IST

গোসাবা, 16 জুলাই: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে আবারও বাঘের কবলে মৎস্যজীবী । কাঁকড়া ধরতে যাওয়ার সময় তাঁকে নৌকা থেকে তুলে জঙ্গলে টেনে নিয়ে যায় একটি বাঘ । নিখোঁজ মৎস্যজীবীর নাম দীনবন্ধু মণ্ডল (52)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা 5 নম্বর জঙ্গল লাগোয়া খাঁড়িতে ৷

সুন্দরবনের প্রত্যন্ত গোসাবা ব্লক এলাকার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরণতলা গ্রামের বাসিন্দা দীনবন্ধু মণ্ডল । সোমবার এলাকারই বাসিন্দা সাধন মণ্ডল, ভজন মণ্ডল ও বিপিন মণ্ডল নামে তিন মৎস্যজীবীর সঙ্গে কাঁকড়া ধরতে বেরিয়েছিলেন দীনবন্ধু । ঝিলা 5 নম্বর জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে নৌকায় বসে কাঁকড়া ধরার জন্য তোড়জোড় করছিলেন চার মৎস্যজীবী । সে সময়ই ঘটে যায় বিপদ ।

আরও পড়ুন: রাজ্যের ভোট-পরবর্তী হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মানবাধিকার কমিশনের রিপোর্ট সঠিক, সুজন চক্রবর্তী

পাশের হেতালের জঙ্গল থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁদের নৌকায় । সে দীনবন্ধুর ঘাড়ের উপর কামড়ে ধরে । বাকি তিনজন লাঠি দিয়ে মারার চেষ্টা করলেও লাভ হয়নি । মুহূর্তে ওই মৎস্যজীবীকে টেনে নিয়ে জঙ্গলে ঢুকে যায় বাঘটি । টানা-হ্যাঁচড়ায় বাকি তিনজন সামান্য জখম হয়েছেন । তবে চোখের সামনে সঙ্গীকে বাঘের মুখে পড়তে দেখে মানসিকভাবে বিধ্বস্ত তাঁরা ।

আরও পড়ুন: সংসদের বাদল অধিবেশনে এবার "দিদি ও দিদি"-র পাল্টা জবাব দেবে তৃণমূল

এরপরই ওই তিনজন নৌকা চালিয়ে গ্রামে ফিরে গোটা ঘটনা জানান । স্বামীকে বাঘ ধরে নিয়ে গিয়েছে শুনেই কান্নায় ভেঙে পড়েন দীনবন্ধুর স্ত্রী অরুণা । ছুটে যান এলাকার লোকজন । লকডাউনের সময় থেকে এখনও পর্যন্ত 20 জনকে এ ভাবে টেনে নিয়ে গিয়েছে বাঘ । দিন দুই আগেও ঝিলা জঙ্গলের কাঁকসা খালে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হাতে প্রাণ যায় ধরণী মণ্ডল নামে এক মৎস্যজীবীর ।

গোসাবা, 16 জুলাই: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে আবারও বাঘের কবলে মৎস্যজীবী । কাঁকড়া ধরতে যাওয়ার সময় তাঁকে নৌকা থেকে তুলে জঙ্গলে টেনে নিয়ে যায় একটি বাঘ । নিখোঁজ মৎস্যজীবীর নাম দীনবন্ধু মণ্ডল (52)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা 5 নম্বর জঙ্গল লাগোয়া খাঁড়িতে ৷

সুন্দরবনের প্রত্যন্ত গোসাবা ব্লক এলাকার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরণতলা গ্রামের বাসিন্দা দীনবন্ধু মণ্ডল । সোমবার এলাকারই বাসিন্দা সাধন মণ্ডল, ভজন মণ্ডল ও বিপিন মণ্ডল নামে তিন মৎস্যজীবীর সঙ্গে কাঁকড়া ধরতে বেরিয়েছিলেন দীনবন্ধু । ঝিলা 5 নম্বর জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে নৌকায় বসে কাঁকড়া ধরার জন্য তোড়জোড় করছিলেন চার মৎস্যজীবী । সে সময়ই ঘটে যায় বিপদ ।

আরও পড়ুন: রাজ্যের ভোট-পরবর্তী হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মানবাধিকার কমিশনের রিপোর্ট সঠিক, সুজন চক্রবর্তী

পাশের হেতালের জঙ্গল থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁদের নৌকায় । সে দীনবন্ধুর ঘাড়ের উপর কামড়ে ধরে । বাকি তিনজন লাঠি দিয়ে মারার চেষ্টা করলেও লাভ হয়নি । মুহূর্তে ওই মৎস্যজীবীকে টেনে নিয়ে জঙ্গলে ঢুকে যায় বাঘটি । টানা-হ্যাঁচড়ায় বাকি তিনজন সামান্য জখম হয়েছেন । তবে চোখের সামনে সঙ্গীকে বাঘের মুখে পড়তে দেখে মানসিকভাবে বিধ্বস্ত তাঁরা ।

আরও পড়ুন: সংসদের বাদল অধিবেশনে এবার "দিদি ও দিদি"-র পাল্টা জবাব দেবে তৃণমূল

এরপরই ওই তিনজন নৌকা চালিয়ে গ্রামে ফিরে গোটা ঘটনা জানান । স্বামীকে বাঘ ধরে নিয়ে গিয়েছে শুনেই কান্নায় ভেঙে পড়েন দীনবন্ধুর স্ত্রী অরুণা । ছুটে যান এলাকার লোকজন । লকডাউনের সময় থেকে এখনও পর্যন্ত 20 জনকে এ ভাবে টেনে নিয়ে গিয়েছে বাঘ । দিন দুই আগেও ঝিলা জঙ্গলের কাঁকসা খালে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হাতে প্রাণ যায় ধরণী মণ্ডল নামে এক মৎস্যজীবীর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.